অনলাইনে ওষুধ কেনার অ্যাপস – আমরা জানি, সারা বিশ্বে কোভিড-19 এর ভয়াবহ পরিস্থিতি আমারদের সকলের জীবনে অনেক কিছু পরিবর্তন করেছে।
সেই সঙ্গে আমাদের কিছু তাৎপর্যপূর্ণ শিক্ষা দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জীবনে অনলাইন পরিষেবার ক্রমবর্ধমান গুরুত্ব।
বিশেষ করে, যারা কোভিড-19 এর কোনদিনও অনলাইন সার্ভিস ব্যবহার করে নাই। তারাও কিন্তু উক্ত ভয়াবহ অবস্থার পরিস্থিতিতে পরে, অনলাইন নির্ভর হয়ে পড়েছিল।
অনলাইনে মুদি বাজার থেকে শুরু করে, ওষুধ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটায় অনলাইনে মানুষের ভিড় বাড়ছে।
কোভিড-19 সময়ে কন্ট্যাক্টসেল সার্ভিস এর প্রয়োজনীয়তা ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায়। মানুষকে উক্ত পথে চালিত করেছে।
আরো পড়ুনঃ
- টফি অ্যাপস ডাউনলোড করার উপায় – Toffee App Download
- উপায় অ্যাপস ডাউনলোড করার লিংক || উপায় অ্যাপস ব্যবহারের সুবিধা।
- এন্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপস এবং সফটওয়্যার
তাছাড়া বাজারের ফার্মেসি গুলোতে যে সকল ওষুধ অপ্রতুল, অলাইনে সেগুলো অনেক সহজেই খুজে পাওয়া যায়।
সেই জন্য আমরা আজকের এই আর্টিকেলে এমন কিছু জনপ্রিয় অনলাইনে ওষুধ কেনার অ্যাপস সম্পর্কে বলব। যা ব্যবহার করে, নিজের ঘরে বসেই প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন।
আর সবচেয়ে মজার বিষয় হলো- ডাক্তার কর্তৃক আপনাকে যে প্রেসক্রিপশন প্রদান করবে।
সেটি আপনারা উক্ত অনলাইনে ওষুধ কেনার অ্যাপস এ আপলোড করলেই ওষুধ অর্ডার করতে পারবেন।
তাই চলুন আর সময় নষ্ট না করে, অনলাইনে ওষুধ কেনার অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
TATA 1mg – অনলাইনে ওষুধ কেনার অ্যাপস
TATA 1mg মোবাইল অ্যাপসটি ব্যবহারকারীদের এলোপ্যথিক, হোকিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ওষুধ অর্ডার করার জন্য জনপ্রিয়।
উক্ত TATA 1mg ওষুধ কেনার অ্যাপস ব্যবহার করে, ওষুধ অর্ডার করলে 15% ছাড়ে ওষুধ নিতে পাবেন।
এই অ্যাপস ব্যবহার করে, ওষুধ কেনা ছাড়াও অনলাইনে ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে পারবেন, ল্যাব টেস্ট বুক করতে পারবেন।
তাছাড়া, স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সকল প্রোডাক্ট অর্ডার করার পাশাপাশি। ফ্রিতে ডাক্তার ও বিশেষজ্ঞদের থেকে নিয়মিত হেলথ টিপস নিতে পারবেন।
তাই অনলাইনে ওষুধ কেনার অ্যাপস হিসেবে TATA 1mg ডাউনলোড করুন। এর অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন।
Pharmeasy – অনলাইনে ওষুধ কেনার অ্যাপস
Pharmeasy অ্যাপস মূলত ভারতের জন্য সবথেকে জনপ্রিয়। কারণ এই অ্যাপটি ভারতের 1200 এর বেশি শহরে বাড়ি বাড়ি গিয়ে ওষুধ সরবরাহ করে।
উক্ত অ্যাপসে ওষুধ অর্ডার করে আপনারা 20% ছাড়ে ওষুধ কিনতে পারবেন। সেই সঙ্গে হেলথ কেয়ার এবঙ ওটিসি প্রোডাক্ট ও চিকিৎসা সরঞ্জাম অর্ডার করতে পারবেন।
Pharmeasy অ্যাপটি অনলাইন ডাক্তারদের সঙ্গে কনসালটেশনের অফার দেয়। এবং এর মাধ্য ডায়াগনস্টিক টেস্টও বুক করা সম্ভব হয়।
অন্যান্য অ্যাপস এর মতো এটিও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। একদম ফ্রিতেই।
Apollo247 Doctor – অনলাইন ওষুধ কেনার অ্যাপস
Apollo247 Doctor অ্যাপসটি “Apollo Hospitals Group” এর একটি অনলাইন পরিষেবা।
উক্ত অ্যাপটি দেশের প্রধান শহর গুলোতে অর্ডার করার দুই ঘন্টার মধ্যে ওষুধ ডেলিভারি প্রদান করে।
উক্ত অ্যাপস এর নাম থেকেই স্পষ্ট হয় যে, অ্যাপটি 24 ঘন্টার ডাক্তারদের পরামর্শ পাওয়া যায়।
উক্ত অ্যাপস এর মাধ্যমে ব্যবহারকারীরা রক্ত পরীক্ষা, বডি চেকআপ ও প্রিভেন্টিভ হেল চেকআপ সহ একাধিক টেস্ট করার জন্য বুক করতে পারে।
Netmeds – অনলাইনে ওষুধ কেনার অ্যাপস
Netmeds অনলাইন ওষুধ কেনার অ্যাপসটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ সরবরাহ করে। এবং ওষুধ ক্রেতাদের 20% টাকা ছাড়া প্রদান করে।
এছাড়া নিয়মিত ঔষুধ গুলো পুনরায় রিফিল কার জন্য কাস্টমারদের রিমাইন্ডারও পাঠানো হয়। অনলাইনে ডাক্তারদের পরামর্শ ও ল্যাব টেস্ট এর সুযোগ দেওয়া হয়।
Practo – অনলাইনে ওষুধ কেনার অ্যাপস
অনলাইনে ওষুধ কেনার পাশাপাশি উক্ত অ্যাপস ব্যবহার করে ডাক্তারদের সন্ধান নিতে পারবেন।
উক্ত অ্যাপস এর মাধ্যমে 40 হাজার এরও বেশি ঔষধ অর্ডার করা যায়। এছাড়া ব্যবহারকারীদের পূর্ববর্তী অর্ডার গুলো মনে রেখে, সেগুলো রিফিল এর জন্য রিমাইন্ডার পাঠায়।
এখানে ওষুধ অর্ডার করার পাশাপাশি বিভিন্ন ল্যাব টেস্ট করার জন্য বুক নেওয়া যায়।
BookMeds – অনলাইনে ওষুধ কেনার অ্যাপস
আপনারা ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ অর্ডার করলে উক্ত এপ্লিকেশন ব্যবহারকারীদের বাড়ি গিয়ে ওষুধ ডেলিভারি করে।
এছাড়া এখান থেকে ওষুধ কেনার পরে ইউজারদের রিমাইন্ডার সেটআপ করার অনুমতি প্রদান করে। যাতে করে ওষুধ কিনতে মিস না হয়।
MedLife – অনলাইনে ওষুধ কেনার অ্যাপস
উক্ত অ্যাপসটি হলো অনলাইন মেডিসিন ডেলিভারি অ্যাপস। এখানে 20% ছাড়ে ওষুধ ক্রয় করা যায়।
আপনাদের প্রয়োজনীয় যে কোন রোগের ওষুধ কেনার জন্য অর্ডার করতে পারবেন। আর অর্ডার করার দুই ঘন্টার মধ্যে ওষুধ হাতে পেয়ে যাবেন। সেই সঙ্গে এই অ্যাপস এর মাধ্যমে ল্যাব টেস্ট করার জন্য বুক দিতে পারবেন।
MedGreen – অনলাইনে ওষুধ কেনার অ্যাপস
MedGreen হলো অনলাইন মেডিসিন/ ওষুধ বিক্রির একটি প্লাটফর্ম। এখানেও আপনারা 20% ছাড়ে ওষুধ অর্ডার করতে পারবেন।
এছাড়া অ্যাপস ইউজারদের ডায়াগনস্টিক টেস্ট বুক করার সুযোগ রয়েছে।
আরও দেখুনঃ
- মোবাইলে মুভি দেখার সেরা অ্যাপস (ফ্রীতে সিনেমা দেখুন)
- অনলাইন ফ্রি ডেটিং অ্যাপস ডাউনলোড করুন
- অরিজিনাল ভিটমেট অ্যাপস ডাউনলোড করার উপায় [বিস্তারিত এখানে]
শেষ কথাঃ
আমরা এতখন উক্ত আলোচনায় যে সকল অনলাইনে ওষুধ কেনার অ্যাপস সম্পর্কে বলেছি। এর সব গুলোই আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এখন আপনার পছন্দ মতো যে কোন একটি অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করুন। আর প্রয়োজনীয় ঔষুধ অর্ডার করুন।
ধন্যবাদ।