কিভাবে গেস্ট পোস্ট করবেন : আমরা জানি বর্তমান ওয়েবসইট গুলোতে গেস্ট পোস্ট করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
Off Page এসইও করার জন্য গেস্ট পোস্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গেস্ট পোস্ট হচ্ছে ব্যাকলিংক নেওয়ার কিছু চিকন টেকনিক।
গেস্ট পোস্ট ব্যবহার করে আপনার ওয়েবসাইটের যে, ডোমেইন আছে সেটি অনেক সহজেই হাই অথরিটি বিল্ড আপ করে নিতে পারবেন।
গেস্ট পোস্ট করে আপনার ওয়েবসাইটের টার্গেট করা কিওয়ার্ড গুলো গুগলের সার্চ ইঞ্জিনের ১ম পাতায় নিয়ে আসতে পারবেন।
আমরা জানি গেস্ট পোস্ট করে হাই কোয়ালিটির ব্যাকলিংক পাওয়া যায়। আপনি যদি এটি করতে চান তবে আপনাকে এখানে অনেক শ্রম দিতে হবে মাঝে মাঝে গেস্ট পোস্ট করার জন্য আপনাকে ভালো পরিমাণের টাকাও খরচ করতে হবে।
আপনি যদি হাই অথরেটি থেকে গেস্ট পোস্ট নিতে চান তবে এ বিষয়ে আপনাকে অনেক কৌশল সম্পর্কে জানতে হবে।
আমরা আপনাকে এই আর্টিকেলে দেখাবো গেস্ট পোস্ট কি ? এবং গেস্ট পোস্ট কিভাবে করবেন। আমরা মনে করি প্রতিটি ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা প্রয়োজন।
আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটকে গেস্ট পোস্ট এর মাধ্যমে অফ পেজ এসইও করতে চান? তবে আমাদের এই আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে পড়ুন।
আপনি গেস্ট পোস্ট এর বিষয়ে আমাদের এখানে অনেক ভালো ধারণা পেয়ে যাবেন। এতে করে আপনার ব্লগিং ক্যারিয়ার আরো এক ধাপ এগিয়ে নিতে পারবেন।
গেস্ট পোস্ট কি ?
আমরা সাধারণ ভাবে গেস্ট মাসে বুঝে থাকি অতিধি। আপনি যদি আপনার ওয়েবসাইটের লেখা আর্টিকেল অন্য কোন ওয়েবসাইটে গিয়ে গেস্ট হিসাবে পাবলিশ করেন তখন সেই পোস্ট বা আর্টিকেল কে বলা হয় গেস্ট পোস্ট।
আপনাকে আরো সহজ ভাবে বলছি গেস্ট পোস্ট হচ্ছে- আপনি অন্য কোন ওয়েবাসইটের জন্য একটি কন্টেন্ট লিখলেন তার বিনিময়ে আপনি আপনি একটি ব্যাকলিংক পেয়ে গেলেন।
গেস্ট পোস্ট করার ফলে আপনার সাথে সাথে যার ওয়েবসাইটে আর্টিকেল গেস্ট পোস্ট করেছেন সেইও লাভবান হবে সাথে আপনিতো হবেনই।
আপনি গেস্ট পোস্ট করে ভালো একটি হাই অথোরিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেলেন। অপরদিকে আপনি যার ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করলেন সেইও কিন্তু একটি বিনামূল্যে আর্টিকেল পেয়ে গেল।
বর্তমানে যে সকল ব্যাকলিংক আছে তার মধ্যে সব চেয়ে ভালো টেকনিক হচ্ছে গেস্ট পোস্ট। আপনি যখন অফ পেজ এসইও করবেন তখন আপনাকে এই গেস্ট পোস্ট এর টেকনিক কাজে লাগাতে হবে।
কিভাবে গেস্ট পোস্ট করবেন ?
আপনারা অনেকেই জানেন গেস্ট ব্লগি নিয়ে, কিন্তু যারা না জানেন তাদের জন্য আমরা গেস্ট পোস্ট করার সঠিক উপায় বলব।
আপনি যদি আমাদের দেওয়া টপিক গুলো ভালো ভাবে বুঝতে পারেন তবে আপনার ওয়েবসাইটের জন্য দ্রুত গেস্ট পোস্ট করতে পারবেন। তো সময় নষ্ট না করে এখনি নিচে দেওয়া ধাপ গুলো স্টেপ বাই স্টেপ পড়ুন।
ই-মেইল কালেকশন
আমরা মনে করি যারা ব্লগিং করেন তারা সকলেই গেস্ট ব্লগিং নিয়ে কিছুটা হলেও জানাশোনা আছেন। অনেক ওয়েবসাইটের মালিক গেস্ট পোস্ট করার জন্য বিস্তারিত প্রসিডিউর, কন্টাক্ট ইনফো দিয়ে রাখে তাদের ওয়েবাসইটে।
আপনি যদি গেস্ট পোস্ট করতে চান তবে স্পেসিফিক কিছু সার্চ টার্ম দিয়ে সহজেই খোজতে পারবেন গেস্ট পোস্ট করার ওয়েবসাইট।
আপনার সুবিধার্থে আমরা কিছু সংক্ষিপ্ত প্যারামিটারস সংগ্রহ করেছি। এর ফলে আপনি আপনার কাঙ্খিত তথ্য গুলো সহজেই পেয়ে যাবেন যেমন-
- Your Keyword “guest post”
- Your Keyword “write for us”
- Your Keyword “guest article”
- Your Keyword “guest post opportunities”
- Your Keyword “this is a guest post by”
- Your Keyword “contributing writer”
- Your Keyword “want to write for”
- Your Keyword “submit blog post”
- Your Keyword “contribute to our site”
- Your Keyword “guest column”
- Your Keyword “submit content”
- Your Keyword “submit your content”
- Your Keyword “suggest a post”
- Your Keyword “submit an article”
- Your Keyword “contributor guidelines”
- Your Keyword “contributing writer”
- Your Keyword “submit news”
- Your Keyword “guest posting guidelines”
- Your Keyword “send a tip”
- Your Keyword “become a guest blogger
- “Your Keyword “guest blogger”
- Your Keyword “guest posts wanted”
- Your Keyword “looking for guest posts”
- Your Keyword “guest posts wanted”
- Your Keyword “guest poster wanted”
- Your Keyword “accepting guest posts”
- Your Keyword “writers wanted”
- Your Keyword “articles wanted”
- Your Keyword “become an author”
- Your Keyword “become a guest writer”
- Your Keyword “become a contributor”
- Your Keyword “submit guest post”
- Your Keyword “submit an article”
- Your Keyword “submit article”
- Your Keyword “guest author”
- Your Keyword “This post was written by”
গেস্ট পোস্ট করার ওয়েবসাইট খোজার জন্য অল্প কিছু টপিক দিলাম। আমার জানি উক্ত বিষয় গুলো অনেক বেশি ব্যবহৃত হয়।
আমরা যে সকল টপিক দিয়েছি এগুলো ছাড়াও গুলো আরো অনেক পাবেন। উক্ত সার্চ টার্ম গুলোতে your Keyword অংশে আপনার নিশের সাথে মিল রেখে কি ওয়ার্ড লিখবেন।
উক্ত সার্চ টার্ম গুলো দিয়ে খুঁজে পাওয়া ওয়েবসাইট গুলো এক্সেলশীটে বিষয় গুলো নোট করে নিবেন যেমন-
- ইউআরএল
- ওয়েবসাইটের মালিক/যোগাযোগের সাথে কন্টাক্ট করতে বলা হয়েছে তার নাম
- ই-মেইল
- সাবজেক্ট লাইন
উক্ত প্রসেস গুলো আপনি চাহিদা মতো ইমেইল সংগ্রহ করে পরবর্তী ধাপে যাবেন।
মেইল পাঠিয়ে
গেস্ট পোস্ট করা জন্য আরো একটি জরুরী বিষয় হলো মেইল পাঠানো। আপনি যে ওয়েবসাইটের কাছে গেস্ট পোস্ট করবেন তাকে আগে থেকে মেইল পাঠিয়ে দিতে হবে নিজের থেকে লিখে।
আমরা অনেক কে দেখে থাকি অন্যের বা বন্ধুর কাছে কপি করা ইমেইল টেম্পলেটইট পাঠিয়ে কোন রেসপন্স পান না।
আপনি যদি উল্টা পাল্টা মেইল পাঠান তাহলে সেটা স্প্যামিং হয়ে যেতে পারে। তার জন্য একটা ব্যাপার একদম ইউনিক রাখবেন। আপনি যার কাছে গেস্ট পোস্ট দিবেন তাকে ভালো ভাবে বুঝিয়ে একটি লেখে একটি মেইল পাঠান।
আপনার মেইল পড়ে যদি ওয়েবসাইটের মালিক আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি সেই ওয়েবসাইটে আর্টিকেল লিখে দিয়ে একটি ভালো গেস্ট পোস্ট করে ব্যাকলিং নিতে পারবেন।
গেস্ট পোস্ট করার আগে আপনাকে এ ব্যাপারে কিছু বিষয় জানতে হবে। গেস্ট পোস্ট সকল ওয়েবসাইট থেকে নেওয়া যাবে না। কি ধরণের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলে আপনার লাভ হবে সেই বিষয়ে জানতে নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করুন।
গেস্ট পোস্ট করার আগে যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে ?
আপনি উপরের অংশে গেস্ট পোষ্ট করার জন্য অনেক ধারণা পেয়ে গেছেন। আমরা জানি গেস্ট পোষ্ট করলে অনেকভাবে বেনিফিট পাওয়া যায়।
কিন্তু অতিরিক্ত বেনেফিত পাওয়ার আশায় গেস্ট পোষ্ট না বুঝে কাজ করা ঠিক না। গেস্ট পোস্ট করার জন্য অনেক নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী গেস্ট পোস্ট করতে হয়।
গেস্ট পোস্ট নেওয়ার আগে অবশ্যই আপনাকে সে ওয়েবসাইট সম্পর্কে বিশেষভাবে বিবেচনা করে নিতে হবে। কি কি বিষয় অনুসরণ করে গেস্ট পোস্ট করতে হয় সেই বিষয়গুলো জানতে নিচের ধাপ গুলো দেখুন।
সিমিলার নিস ওয়েবসাইট
গেস্ট পোস্ট করার আগে আপনাকে অবশ্যই সিমিলার নিস ওয়েবসাইটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন আপনি যে ওয়েবসাইটে নিয়ে কাজ করছেন সেরকম একটি নিস নিয়ে আপনাকে গেস্ট পোস্ট করতে হবে।
আপনি যদি শিক্ষা বিষয়ক নিয়ে কাজ করেন তবে আপনাকে সেরকম নিস ওয়েবসাইটে গিয়ে গেস্ট পোস্ট করতে হবে। আপনি যদি শিক্ষাবিষয়ক না করে টেকনোলজি বিষয় নিয়ে কাজ করেন তবে আপনাকে এরকম ধরনের টেকনোলজি নিয়ে কাজ করতে হবে।
আপনার ওয়েবসাইটের নিস অনুযায়ী গেস্ট পোস্ট না করেন তবে সেক্ষেত্রে আপনি কোন বেনিফিট পাবেন না। আপনার যদি ওয়েবসাইটের নিস অনুযায়ী লিঙ্ক করতে পারেন তবে আপনি অন্যদের তুলনায় বেশি লাভবান হবেন।
অথোরিটি ওয়েবসাইট
আপনি যদি গেস্ট পোস্ট করেন তবে সেক ওয়েবসাইটের অথরিটি জেনে নিতে হবে যেমন- DA & PA সম্পর্কে। আপনারা হয়তো জানেন ডি এর অর্থ দমাইন অথরিটি, আর অন্যদিকে পিএ অর্থ হচ্ছে পেজ অথরিটি।
অনেক ওয়েবসাইটে গেস্ট পোস্ট নেয়ার জন্য আপনাকে অবশ্যই হাই অথরিটি ওয়েবসাইট গুলো বেছে নিতে হবে। যদি এগুলোর সঠিক ভাবে পেয়ে যান তবে সে কোয়েশ্চেন গুলো থেকে আপনি গেস্ট পোস্ট করে অনেক লাভবান হবেন।
যথেষ্ট ভিজিটর থাকা
আপনি যখন গেস্ট পোস্ট এর মাধ্যমে লিংক দেবেন তখন আপনাকে অবশ্যই সে ওয়েবসাইটের ভিজিটর এর উপর খেয়াল রাখতে হবে। সেই ওয়েবসাইটে পরিমাণমতো ভিজিটর আছে কিনা।
যে ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিতে যাচ্ছেন সে ওয়েবসাইটে যদি পর্যাপ্ত পরিমাণে ভিজিটর না থাকে তবে গেস্ট পোস্ট করে কোন লাভ নেই।
তাই আপনাকে সেবা সাইটগুলোর ভিজিটর কেমন আসে সে বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে। কারণ সেই ওয়েবসাইটগুলোতে যদি ভিজিটর না থাকে তবে আপনি কোনরকম বেনিফিট পাবেন।
তাই সবার আগে খেয়াল রাখতে হবে যে সকল ওয়েবসাইটে ভিজিটর আছে সেইসকল ওয়েবসাইটে আপনি গেস্ট পোস্ট করবেন।
শেষ কথাঃ
আমাদের আজকের পোষ্টে জানতে পারলেন কিভাবে গেস্ট পোস্ট করতে হয়। আপনি যদি আমাদের ওয়েবসাইটে লেখাগুলো মনোযোগ সহকারে পড়ে থাকেন তবে আপনিও আপনার সাইটের জন্য কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক নিতে পারবেন।
আপনি যদি আমাদের ওয়েবসাইটের লেখাগুলো পড়ে উপকৃত হন তবে আমাদের পোস্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ট্যাগ: গেস্ট পোস্ট কি | কিভাবে গেস্ট পোস্ট করবেন [বিস্তারিত এখানে] গেস্ট পোস্ট কি | কিভাবে গেস্ট পোস্ট করবেন [বিস্তারিত এখানে] গেস্ট পোস্ট কি | কিভাবে গেস্ট পোস্ট করবেন [বিস্তারিত এখানে] গেস্ট পোস্ট কি | কিভাবে গেস্ট পোস্ট করবেন [বিস্তারিত এখানে] গেস্ট পোস্ট কি | কিভাবে গেস্ট পোস্ট করবেন [বিস্তারিত এখানে]
আমাদের ওয়েবসাইটে নিয়মিত অনলাইন বিষয়ে নতুন নতুন তথ্য পেতে ভিজিট করুন আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
khub sundor lakhe ,