ওমান ভিসা চেক প্রক্রিয়া

ওমান ভিসা চেক : আরব সাগর এর উপকূলে অবস্থিত বিশাল ভূখন্ড গড়িত দেশ হচ্ছে ওমান। ওমান এর সম্পুন্ন নাম হলো সালতানাত অফ ওমান।

ওমান হচ্ছে সুলতান শাসিত একটি দেশ। ওমান এর কারেন্সী/ টাকার দাম অনেক বেশি হওয়ায় একানে কাজের প্রচুর সুযোগ রয়েছে।

বিশেষ করে, 1980 সাল থেকে ওমান বাংলাদেশিদের কাজের জন্য ওমান যাওয়ার পথ চালু করে দিয়েছে।

ওমান ভিসা চেক প্রক্রিয়া
ওমান ভিসা চেক প্রক্রিয়া

তবে অনেক মানপ্রচারকারীর সাধারণ মানুষ এর সরলতার সুযোগ নিয়ে। বিভিন্ন সময় ওমান পাঠাবে বলে টাকা নিয়ে প্রতারণা করে।

এই ধরণের প্রতারণার শিকার না হয়ে, আপনি যদি ভিসা আবেদন করার পরে সেটি চেক করেন। তাহলে প্রতারণার হাত থেকে রক্ষা পবেন।

আপনি যদি কোন দালাল এর মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে ওমান ভিসা করেন। সেক্ষেত্রে আপনার ভিসাটি আসল হলো না নকল হলো। সেই জন্য আপনাকে ওমান ভিসা চেক করতে হবে।

বর্তমানে, আপনারা অনেক সহজ পদ্ধতিতে ওমান ভিসা চেক করতে পারবেন। আপনারা ওমান ভিসা করার পরে, এখনও যদি হাতে না পান। তবে, ভিসাটি কোন পর্যায়ে রয়েছে সেটি জানতে পারবেন অনলাইনের মাধ্যমে।

তাই আমাদের এই আর্টিকেলে আপনাকে জানাব। যারা ওমান ভিসা আবেদন করেছেন। তারা কিভাবে ওমান ভিসা চেক করবেন।

আপনি যদি ওমান ভিসা চেক করার সঠিক প্র্ক্রিয়া জানতে চান? তাহলে শেষ পর্যন্ত লেখার ধাপ গুলো অনুসরণ করুন।

ওমান ভিসা চেক প্রক্রিয়া

আপনি যদি ওমান যাওয়ার জন্য ভিসা করেন। তবে আপনার ভিসা আসল না নকল সেই বিষয়ে জানতে ভিসা চেক করতে হবে। ভিসা চেক করার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখতে হবে।

বিশেষ করে, আপনি যদি ওমান ভিসা চেক করতে চান? তবে আপনার পাসপোর্ট নম্বর এবং এপ্লিকেশন নম্বর লাগবে। তার সাথে আপনার ভিসায় যে জন্ম তারিখ দিয়েছেন সেই জন্ম তারিখ লাগবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

তো চলুন আর সময় নষ্ট না করে, যেনে নেয়া যাক। ওমান ভিসা চেক করার উপায়।

পাসপোর্ট নম্বর ও এপ্লিকেশন নম্বর

আপনি যদি অনলাইনে ওমান ভিসা চেক করতে চান। তবে আপনাকে পাসপোর্ট নম্বর এবং এপ্লিকেশন নম্বর লাগবে।

তারপরে আপনার আবেদনের সময় যে জন্ম তারিখ দিয়েছেন সেটি লাগবে।

আপনার কাছে এই তথ্য গুলো থাকলে ওমান এর অফিসিয়াল সাইটে প্রবেশ করে, ভিসা চেক করতে হবে।

ওমান ভিসা চেক করার সরকারি সাইট

ওমান ভিসা চেক করার জন্য প্রথমে আপনাদের ওমান সরকারি এই evisa.rop.gov.om ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

আমরা সাইটের লিংক যুক্ত করে দিয়েছি। আপনারা সাইটের নামে ক্লিক করলেই সরাসরি প্রবেশ করতে পারবেন।

উক্ত ওয়েব সাইটে প্রবেশ করার পরে, ওমান এর সরকারি সাইট ইন্টারফেস চলে আসবে। সেই পেজ থেকে আপনাকে মেনু- বার থেকে Track Your Application অপশনে ক্লিক করতে হবে।

Track Your Application এ ক্লিক করার পরে, আপনাকে একটি পেজে নিয়ে যাওয়া হবে। যা আপনি নিচের ছবিতে দেখতে পারছেন।

এখন প্রথমে আপনার ভিসা এপ্লিকেশন নম্বর যুক্ত করতে হবে। আপনি যখন ওমান ভিসা আবেদন করেছেন। তখন আপনাকে একটি এপ্লিকেশন কপি দেওয়া হয়েছে। সেই নম্বরটি টাইপ করুন।

তারপরে Travel Document Number এর জায়গায় আপনার পাসপোর্ট এর নম্বর টাইপ করতে হবে। তারপরে Document’s Nationality  অপশনে আপনার দেশের নাম যেমন- “বাংলাদেশ” সিলেক্ট করতে হবে।

তারপরে আপনাকে Text Verification বক্সে যে নম্বর দেওয়া থাকবে সেটি সঠিক ভাবে পূরণ করতে হবে।

আরো দেখুনঃ

সর্বশেষ, সবকিছু ঠিকঠাক হলে, আপনারা সরাসরি Search বাটনে ক্লিক করবেন।

সার্চ বাটনে ক্লিক করার পরে পেজ টি লোড হয়ে, আপনার ওমান ভিসা চেক করে, ভিসা স্ট্যাটাস দেখাবে। এবং আপনার ভিসা যদি সঠিক হয়। তাহলে Approved লেখা দেখানো হবে।

এখন আপনারা সকল তথ্য দেওয়ার পরে, যদি কোন স্ট্যাটাস না আসে। তাহলে বুঝবেন। আপনার ভিসা আবেদন হয়নি। ভিসার জন্য যদি কোন দালাল কে টাকা প্রদান করেন। তাহলে সেটি আর ফিরে পাবেন না।

তাই দালাল না ধরে ভালো কোন একটি ওমান ভিসার জন্য এজেন্সি ধরে, ওমান ভিসা সম্পন্ন করে নিবেন।

আপনার ভিসার আবেদন করার পরে, উপরিউল্লিখিত নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারেন। তাহলে ওমান ভিসা চেক করে নিতে পারবেন।

শেষ কথাঃ

আপনি যদি ওমান যাওয়ার জন্য কোন ভিসা করেন। তাহলে সেই ভিসা টি আসল না নলক জানতে অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন।

ওমান ভিসা চেক করার প্রক্রিয়া সমূহ আমি উপরের অংশে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

তারপরও যদি ওমান ভিসা চেক নিয়ে আপনার কোন প্রশ্ন থাকে। তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই সাইট থেকে আরো অন্যান্য দেশের ভিসা সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ…

Leave a Comment