অনলাইনে বই পড়ার অ্যাপস – ফ্রিতে ডাউনলোড করুন

অনলাইনে বই পড়ার অ্যাপস : আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা google সন্ধান করে জানতে চাই। এন্ড্রয়েড মোবাইলে বই পড়ার কোন অ্যাপস রয়েছে কিনা।

যারা এই প্রশ্নটি করছেন, তাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে, অনলাইনে বই পড়ার অসংখ্য এন্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারবেন।

এমনিতে সরাসরি গুগলে সার্চ করলে, আপনারা অসংখ্য বাংলা বইয়ের ই-বুক পেয়ে যাবেন। সেই অনলাইন বইগুলো মোবাইলে ডাউনলোড করে। এবং কম্পিউটার ডাউনলোড করে পড়তে পারবেন।

অনলাইনে বই পড়ার অ্যাপস – ফ্রিতে ডাউনলোড করুন
অনলাইনে বই পড়ার অ্যাপস – ফ্রিতে ডাউনলোড করুন

এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি শুধুমাত্র গুগল থেকে বই পড়ার অ্যাপ ডাউনলোড করেন। তাহলে শুধুমাত্র অল্প কিছু বাংলা বই পড়তে পারবেন।

এখন আপনি যদি একাধিক বই পড়তে চান, তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে অনলাইনে বই পড়ার বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

আর গুগল প্লে স্টোর থেকে অনলাইনে বই পড়ার অ্যাপস গুলো ডাউনলোড করলে, হাজার হাজার বাংলা বই পড়ার সুবিধা পাবেন। এমনকি আপনি চাইলে, সেই বই গুলো নিজে না পড়ে অডিওতে শুনতে পারবেন।

তাই চলুন আর সময় নষ্ট না করে, অনলাইনে বই পড়ার অ্যাপস কোন গুলো বিস্তারিত জেনে আসি।

অনলাইনে বই পড়ার অ্যাপস – ফ্রিতে ডাউনলোড করুন

আপনি যদি অনলাইনে বই পড়তে আগেই থাকেন। তাহলে সরাসরি গুগল প্লে স্টোর থেকে এমন জনপ্রিয় কিছু ফ্রি android অ্যাপ পেয়ে যাবেন। যেগুলো ব্যবহার করে, হাজার হাজার বাংলা বই পড়তে পারবেন এবং অডিও শুনতে পারবেন।

কিন্তু অনলাইনে বই পড়ার এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য কিছু পরিমাণ টাকা ফি দিয়ে প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হয়।

প্রিমিয়াম মেম্বারশিপের সঙ্গে অ্যাপের মধ্যে থাকা, যেকোনো বই আপনারা যে কোন সময় পড়তে এবং অডিও শুনতে পারবেন।

তবে চিন্তা করার কোনো কারণ নেই আপনি যদি সত্যি সত্যি বাংলা বইগুলো পড়তে চান। তাহলে গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে অ্যাপ গুলো ডাউনলোড করে, অসংখ্য পরিমাণের বই পড়তে পারবেন এবং অডিওতে শুনতে পারবেন।

যার জন্য কোন প্রকারের টাকা ইনভেস্ট করতে হবে না অর্থাৎ প্রিমিয়াম মেম্বারশিপ কেনার দরকার পড়বে না।

Boitoi

Boitoi অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলা বই পড়ার জনপ্রিয় একটি মাধ্যম। এই অ্যাপ ব্যবহার করে আপনারা পেয়ে যাবেন 5 হাজারের বেশি বাংলা বই এবং 300 বাংলা বই আপনারা বিনামূল্যে করতে পারবেন।

আর এই অ্যাপ ব্যবহার করে আপনারা নিজে নিজে বই পড়ার পাশাপাশি অডিও আকারে বই এর পড়া গুলো শুনতে পারবেন।

এখানে যে সকল বইগুলো দেখতে পারবেন সেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করার সুযোগ পাবেন। তাই বই পড়ার অ্যাপ হিসেবে এই এন্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করা শুরু করতে পারেন।

Amar Library

Amar Library অ্যান্ড্রয়েড অ্যাপস এর মধ্যে রয়েছে ১১ হাজারেরও বেশি ই-বুক। কারণ এখানে ৭০০ বেশি লেখক এবং ৯০ এর বেশি প্রকাশক দ্বারা বইগুলো গুগল প্লে স্টোরে আপডেট করা হয়েছে।

অনলাইনে বই পড়ার এই অ্যাপগুলো ইউজার ইন্টারফেস সকলের কাছে অনেক পছন্দের।

এখানে সরাসরি পছন্দের বই গুলো সার্চ করে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, নতুন নতুন বই গুলো সহজেই পড়ার সুযোগ রয়েছে।

এছাড়া আপনি চাইলে মোবাইলে সরাসরি বই গুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর একদম ফ্রিতে বইগুলো নিজে না পরে অডিওতে শুনতে পারবেন।

Sheiboi

Sheiboi হচ্ছে বাংলা এবক এর জনপ্রিয় একটি ই বুক স্টোর। এখানে ৫০০ বেশি লেখক এবং ৫০ এর বেশি প্রকাশক ২৮০০ এর বেশি বইগুলো পড়ার সুযোগ পাবেন।

এখানে থাকা প্রিমিয়াম বইগুলো পড়ার জন্য আপনাকে কিছু করনের টাকা দিয়ে কিনতে হবে।

তবে চিন্তা করার কোনো কারণ নেই এই এন্ড্রয়েড অ্যাপে পাঁচশোর বেশি ফ্রি বাংলা বই রয়েছে। সে বইগুলো পড়ার জন্য আপনাকে কোন প্রকার টাকা পে করতে হবে না।

তাই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে বই পড়তে চাইলে এই অ্যাপ এ পাবেন আন্তর্জাতিক বিভিন্ন বাংলা বই, প্রেরণামূলক বই, গল্পের বই, আইসিটি বই, বিভিন্ন ব্যক্তির জীবনী বই, নাটকের বই, উপন্যাসের বই, সংগীতের বই, ম্যাগাজিনের বই আরো বিভিন্ন ক্যাটাগরির বাংলা বই গুলো করার সুযোগ পাবেন।

Boighor

Boighor এই অ্যান্ড্রয়েড অ্যাপে আপনারা বাংলাবুক গুলোর পাশাপাশি অডিও বুক গুলো শুনতে পারবেন। তাছাড়া এখানে প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ধরনের বই সংযুক্ত করা হয়।

সর্বকালের সর্ববৃহৎ বাংলা বইয়ের লাইব্রেরি হিসেবে এই অ্যাপটি জনপ্রিয়তা লাভ করেছে।

আপনার এখানে মুক্তিযুদ্ধ, রোমান্স, হরর, গল্প বিজ্ঞান, প্রেরণাদায়ক ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির বই গুলো পেয়ে যাবেন। এখানে দেশ-বিদেশি জনপ্রিয় লেখকদের বইগুলো সংরক্ষিত রয়েছে।

আপনি চাইলে গল্পের বই, কবিতার বই, উপন্যাসের বই ইত্যাদি বই গুলো অডিও আকারে শুনতে পারবেন।

ShunBoi

ShunBoi এই অ্যাপটিও বাংলা বই পড়ার জন্য সেরা। এখানে আপনারা পাঁচ হাজারের বেশি বাংলা বই অডিও ইবুক হিসেবে পড়তে পারবেন। এটি মূলত অডিও ইবুক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে।

তাই আপনি যদি নিজে নিজে না পড়ে অডিওতে বইগুলো শুনতে চান। তাহলে এটি গুগল প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নিন।

এই অ্যাপটি ডাউনলোড করার পর অবশ্যই আপনার মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস দিয়ে একই অ্যাকাউন্ট লগইন করতে হবে। তারপর অবশ্যই সহজে এপসটি পরিচালনা করতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা অনলাইনে বই পড়ার অ্যাপস খুঁজছেন? তাদের সুবিধার্থে আমরা উপরে উল্লেখিত আলোচনায় ফ্রিতে ডাউনলোড করা যাবে এমন কিছু অনলাইনে বই পড়ার অ্যাপ সম্পর্কে জানিয়ে দিয়েছি।

এখন আপনার পছন্দমত যে কোন একটি এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে, নিজে নিজে বিভিন্ন বই পড়তে পারেন। আবার অডিও আকারে শুনতে পারেন।

তো আমাদের এই ওয়েবসাইটে অনলাইনে বই করার সম্পর্কে জানার পাশাপাশি। মোবাইলে ব্যবহার করার জন্য আরো নতুন নতুন অ্যাপ সম্পর্কে জানতে, ওয়েব সাইটটি ভিজিট করুন।

ধন্যবাদ।

Leave a Comment