উইন্ডোজ ১০ ডাউনলোড : আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন। সে ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন।
কিন্তু বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। আপনার কম্পিউটার এবং ল্যাপটপের জন্য যদি উইন্ডোজ ১০ খুঁজে থাকেন। তাহলে সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন।
বর্তমান সময়ের যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে। তারা কিভাবে উইন্ডোজ ডাউনলোড করবে সে বিষয়ে জানেনা। আবার কেউ কেউ জানলেও অফিশিয়াল উইন্ডোজ ডাউনলোড করতে পারেনা।
তাই আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো। উইন্ডোজ ১০ অফিসিয়াল ভাবে কিভাবে একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন।
উইন্ডোজ ১০ আপনারা সরাসরি মাইক্রোসফট উইন্ডোজ এর মাধ্যমে। অফিসিয়ালভাবে ডাউনলোড করে নিতে পারবেন। যার জন্য আপনাকে কোন টাকা পে করতে হবে না।
আমরা প্রথমে একটি কথা পরিষ্কার করে বলে দিচ্ছি Microsoft-এর ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ এর অপারেটিং সিস্টেম ইমেজ ফাইল এবং ইউএসপি এবং Bootable আপনারা ডাউনলোড করে, যেকোনো কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন।
[wp_show_posts id=”3303″]
এক্ষেত্রে আপনারা মনে রাখবেন, ইনস্টল করা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনাকে, এক্টিভেট করে নিতে হবে।
সবশেষে উইন্ডোজ এক্টিভেট করা নামটি ঐচ্ছিক। আপনি উইন্ডোজ এক্টিভেট না করে, সেটি পুরোপুরি ভাবে ব্যবহার করতে পারবেন। এবং এটি সম্পূর্ণ আইনগত এবং নিরাপদ।
শুধুমাত্র কিছু সাধারন ফিচার যেমন- আপডেট পার্সোনালাইজেশন একাউন্ট মানেজমেন্ট আপনাকে করে দেয়া হবে না। আর অন্যান্য সবকিছুই আপনারা একদম বিনা মূল্যে পেয়ে যাবেন।
আপনারা চাইলে অনলাইনে যে কোন বিশ্বাসে ওয়েবসাইট বাল্যকাল কম্পিউটার স্টোর থেকে। একটি উইন্ডোজ ১০ অ্যাক্টিভেশন কী, কিনে নিয়ে নিজের অপারেটিং সিস্টেমে কপি করে, এক্টিভেট করে নিতে পারবেন। কিন্তু এটি অপশনাল তেমন জরুরী না।
তবে, কেন আপনারা যেকোনো অবিশ্বাসি ওয়েবসাইট থেকে উইন্ডোজ ডাউনলোড করবেন।
আপনার অবশ্যই মনে রাখবেন, ইন্টারনেট-এর অবিশ্বাসী ওয়েবসাইট গুলো। যারা ফ্রিতে ফুল ভার্সন বা Patched উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের ডাউনলোড করতে সুযোগ দেয়।
[wp_show_posts id=”3303″]
সে গুলো নিরাপত্তা না এবং তাদের অপারেটিং সিস্টেম ফাইল অনেক ধরনের ভাইরাস থাকে। যে, গুলো আপনার কম্পিউটারকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলে।
তার জন্য যে কোন অবিশ্বাসী জায়গা থেকে বা ওয়েবসাইট থেকে। কোন প্রকার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডাউনলোড করবেন না। যদিও ভার্সন ফুল হোক আর ফ্রী হোক না কেন।
হাবরা নিচের অংশে এমন একটি উপায় বলে দিবো যা ব্যবহার করে আপনারা নিজের কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বিশ্বাসের সাথে ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়া সব থেকে মজার বিষয় হচ্ছে, আপনারা উক্ত ওয়েবসাইট থেকে, উইন্ডোজ ১০ ইউএসবি ফ্লাশ ড্রাইভ তৈরি করে নিতে পারবেন।
বর্তমান সময়ে যারা কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করে। তারা সকলেই মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিরাপদ ভাবে বিভিন্ন ধরনের সফটওয়ার এবং উইন্ডোজ ব্যবহার করে থাকে। এখানে আপনি চিন্তা মুক্ত ভাবে উইন্ডোজ ফাইল ইন্সটল করে নিতে পারেন।
[wp_show_posts id=”3308″]
উইন্ডোজ ১০ কিভাবে ডাউনলোড করবেন ?
এটার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডাউনলোড করার দুটি মাধ্যম রয়েছে যেমন-
- উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিস্ক ইমেজ ফাইল ডাউনলোড।
- ক্রিয়েটিং ইউএসবি ফ্লাশ ড্রাইভ।
অপারেটিং সিস্টেম ডিস্ক ইমেজ ডাউনলোড-
আপনার যদি প্রথম অপশন ব্যবহার করে কম্পিউটার উইন্ডোজ ১০ ডাউনলোড করতে চান তাহলে অপারেটিং সিস্টেম ফাইলটি আলাদা ডিভিডি ডিস্ক ইমেজ সফটওয়্যার ব্যবহার করে ডাউনলোড করতে হবে।
এরপরে সেই ডিভিডি ব্যবহার করে, যে কোনো কম্পিউটার ফরমেট করে, উইন্ডোজ ইন্সটল করতে পারবেন। ডিভিডি DVD ইমেজ করার জন্য আপনার পাওয়ার অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
এছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফাইলটির যেকোনো পেনড্রাইভে ফ্লাশ করে ইউএসবি Bootable পেন ড্রাইভ তৈরী করে যেকোনো কম্পিউটারে ইন্সটল করতে পারবেন।
ইউএসবি Bootable ফ্লাশ ড্রাইভ তৈরি করার জন্য আপনার winToFlash সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন পড়বে।
ক্রিয়েটিং ইউএসবি ফ্লাশ ড্রাইভ-
পনি যদি দ্বিতীয় অপশনটি ব্যবহার করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে চান। তাহলে সেটি সরাসরি আপনার পেনড্রাইভে ডাউনলোড হয়ে উইন্ডোজ ফ্ল্যাশ ড্রাইভে তৈরি করে দেবে।
এরপরে সে ফ্লাশ ড্রাইভ এর মাধ্যমে যে, কোনো কম্পিউটারে উইন্ডোজ ভার্সন ইন্সটল করতে পারবেন।
[wp_show_posts id=”3306″]
তো চলুন, আর সময় নষ্ট না করে, এখন জেনে নেওয়া যাক। উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন-
পদক্ষেপ- ১ :
প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে, Download Microsoft windows 10 লেখে। এর পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।
আপনারা সরাসরি ওপরে, ডাউনলোড মাইক্রোসফট উইন্ডোজ 10 লিখে সার্চ করার, সাথে সাথে উপরের ছবির মত ইন্টারফেসটি পেয়ে যাবেন।
পদক্ষেপ – ২ :
তারপর microsoft-এর ওয়েবসাইটে আপনারা উপরের দিকে Create windows 10 installation media নামে একটি অপশন দেখতে পাবেন যার নিচে, Downloads Now একটি অপশন পাবেন। সরাসরি সেখানে ক্লিক করে দিবেন।
পদক্ষেপ – ৩ :
এখন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে Media creation tool ফাইলটি ডাউনলোড শুরু করবে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পরে Media creation tool কম্পিউটার বা ল্যাপটপে ইন্সটল করতে হবে।
[wp_show_posts id=”3303″]
পদক্ষেপ – ৪ :
তারপর ডাউনলোড এবং ইনস্টল করা Media creation tool ফাইলটি ওপেন করতে হবে। টুলস খোলার সাথে সাথে আপনি কিছু ট্রাম এন্ড কন্ডিশন দেখতে পারবেন।
সেখানে আপনাদের বিশেষ করে কোন কিছু করতে হবে না। সরাসরি একসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন।
পদক্ষেপ- ৫ :
একসেপ্ট বাটনে ক্লিক করার পর টুলস এ আপনার দুইটি অপশন দেখতে পারবেন যেমনঃ-
- Upgrade this PC.
- Create Installation Media.
সে দুটি অপশন থেকে আপনাকে সরাসরি দুইনাম্বার অপশনটি বেছে নিতে হবে- Create installation media সরাসরি ক্লিক করবেন তারপর নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন।
[wp_show_posts id=”3306″]
পদক্ষেপ – ৬ :
এখন আপনারা আরো নতুন তিনটি অপশন পাবেন যেমন-
- Language এখানে আপনাকে ইংরেজি ভাষা সিলেক্ট করতে হবে।
- Edition এখানে উইন্ডোজ ভার্শন সিলেক্ট করতে হবে।
- Architecture এখানে আপনার 64-bit কিম্বা 32-bit সিলেক্ট করতে হবে।
তারপর সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু করবে।
আরো পড়ুনঃ
- কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার সেরা ৭ টি ফ্রি ওয়েবসাইট [বিস্তারিত এখানে]
- কম্পিউটার ভিডিও এডিটিং সফটওয়্যার | ভিডিও এডিটিং সফটওয়্যার free download
- সফটওয়্যার কি ? সফটওয়্যার কত প্রকার | সফটওয়্যার এর কাজ কি ?
শেষ কথাঃ
বন্ধুরা আজ আমাদেরকে আর্টিকেলে আপনাকে জানিয়ে দেওয়া উইন্ডোজ ১০ কিভাবে ডাউনলোড করতে হয়। এবং কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটারে ইন্সটল করতে হয়।
আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 10 ব্যবহার করতে চান। তাহলে উপরের নিয়ম অনুযায়ী এখনি ডাউনলোড করে নিন।
আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্য একটি কমেন্ট এর আশা করছি আর বিশেষ করে আপনি যদি কম্পিউটার সম্পর্কে এবং সফটওয়্যার সম্পর্কে। আরো নতুন নতুন তথ্য পেতে চান। তাহলে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।