বর্তমান সময়ের যোগাযোগ মাধ্যমে হিসেবে ইমু অনেক জনপ্রিয়। কিন্তু ইমু একাউন্টের একটি অসুবিধা হচ্ছে, খুব সহজে ইমু একাউন্টের মাধ্যমে আমাদের নাম্বার খুঁজে বের করা যায়।
তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে জানাবো। মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম। যার ফলে আপনার ইমু একাউন্টের নাম্বার কেউ জানতে পারবে না।
আর ইমুতে থাকা আপনার মোবাইল নাম্বার কেউ না পেলে আপনাকে বিরক্ত করতে পারবে না। সাধারণত ইমু একাউন্টের জন্য একটি সচল এবং ব্যবহারযোগ্য মোবাইল নাম্বার এর দরকার করে।
কিন্তু অনেক সময় আমরা নিজের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারি না। তবে ইমু থেকে আমাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে, কুচক্রী লোকেরা বিরক্ত করে থাকি। তো এই লেখাটি তাদের জন্য যারা মোবাইল নাম্বার দিয়ে ইমু একাউন্ট খুলতে আগ্রহী নয়।
এখন আপনি যদি মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম জানতে চান? আমাদের লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করুন।
মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম
মোবাইল নাম্বার ছাড়া ইমু একাউন্ট খোলার জন্য “(Secure Messenger safeUM)” নামের একটি অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপ থেকে আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার প্রদান করা হবে। যে নম্বর ব্যবহার করে আপনার নিজের মোবাইল নাম্বার ব্যবহার করা ছাড়া একাউন্ট খুলতে পারবেন।
উক্ত নাম্বার দিয়ে একাউন্ট খোলার জন্য কোন ইমো ব্যবহারকারীর সঠিক মোবাইল নাম্বার এবং পরিচয় কেউ জানতে পারবে না। এরকম ভাবে আপনি নিজের মোবাইল নাম্বার ছাড়া খুব সহজেই একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু একাউন্ট খুলে নিতে পারেন।
তো কিভাবে “(Secure Messenger safeUM)” নামের ব্যবহার করে আপনার মোবাইল নাম্বার ছাড়া একটি ইমো একাউন্ট খুলতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব। তার জন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
সর্বপ্রথম আপনার মোবাইলে থাকায় গুগল প্লে স্টোরে গিয়ে,“(Secure Messenger safeUM)” লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করবেন।
“(Secure Messenger safeUM)” অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে চালু করবেন।
তারপর যে সকল পারমিশন যাওয়া হবে সেগুলো Allow করবেন।
এরপর সাইন আপ নিউ একাউন্ট/ ক্রিয়েট একাউন্ট বাটনে ক্লিক করে একাউন্ট রেজিস্টার করবেন।
অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় সঠিক একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড যুক্ত করতে হবে। যা আপনার সব সময় মনে থাকতে হবে।
এরপর আপনার প্রয়োজন অনুসারে প্রিমিয়াম প্যাকেজ কিনে নিতে পারবেন। এছাড়া আপনি চাইলে, (Try Free Trial) ক্লিক করে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপের সুবিধা ভোগ করতে পারবেন।
অ্যাপটির রেজিস্ট্রেশন করা শেষ হলে আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার দেয়া হবে।
ভার্চুয়াল নাম্বার কপি করে, আপনার নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন বা খাতায় লিখে রাখবেন।
তারপর ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু এপ্সে নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নিবেন।
মোবাইল নাম্বার ছাড়া ইমু একাউন্ট খোলা একেবারেই সম্ভব নয়। ইমু একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার যুক্ত করতে হবে।
কিন্তু আপনার বাংলাদেশী রেজিস্টার করা মোবাইল নাম্বার ব্যতীত “(Secure Messenger safeUM“ অ্যাপ এর ভার্চুয়াল নাম্বার দিয়ে একাউন্ট বানিয়ে নিতে পারবেন।
তাই কোন কুচক্রী ব্যক্তি আপনার অরিজিনাল মোবাইল নাম্বার কখনোই খুঁজে পাবে না। সে সাথে আপনাকে বিরক্ত করার সুযোগ পাবে না। “(Secure Messenger safeUM) যার কাছে রয়েছে তারা ভার্চুয়াল নাম্বার পেয়েছে।
আমরা যে এপ কথা আপনাকে বললাম এই অ্যাপ ছাড়া আরো অসংখ্য অ্যাপ রয়েছে। যেগুলো ব্যবহার করে নিজের মোবাইল নাম্বার ছাড়া ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে ইমু একাউন্ট খুলতে পারবেন।
ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু একাউন্ট খোলার নিয়ম
ভার্চুয়াল নাম্বার বা সিম কোম্পানির রেজিস্টার করা নাম্বার দিয়ে ইমু একাউন্ট খোলার পদ্ধতি একই রকম।
তাই চলুন সংক্ষিপ্তভাবে জানিয়ে দেই। কিভাবে সহজেই একটি ইমু একাউন্ট রেজিস্টার করবেন।
প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করে সম্পূর্ণ ফ্রিতে ইমো অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। এরপর অ্যাপটি আপনার ডিভাইসের চালু করবেন এবং পারমিশন গুলো এলাও করে দিবেন।
এরপর “(Secure Messenger safeUM“ অ্যাপস এর ভার্চুয়াল নাম্বার যুক্ত করে, পাশে থাকার ঠিক মার্কে ক্লিক করে দিবেন। এস এম এস এর মাধ্যমে আপনার মোবাইল নাম্বার কিংবা “(Secure Messenger safeUM“অ্যাপস এর টেম্পোরারি নাম্বার ভেরিফিকেশন করতে হবে।
তারপর আপনার পছন্দমত ইমু একাউন্ট এর জন্য একটি নাম যুক্ত করবেন। আপনার পছন্দ অনুযায়ী একটি প্রোফাইল ছবি বসিয়ে ছয় থেকে দশটি সংখ্যার কঠিন পাসওয়ার্ড যুক্ত করবেন। তাহলেই আপনারা ইমু একাউন্ট খোলে নিতে পারবেন।
তো ইমু একাউন্ট খোলার সময় যদি কোন সমস্যার সম্মুখীন হন। তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বা আমাদের ওয়েবসাইটে ইমু একাউন্ট খোলার নিয়ম জানিয়ে, একটি আর্টিকেল পাবলিশ করা রয়েছে সেটি পড়ে নিতে পারেন।
অবশ্যই পড়ুনঃ
- ছবির সাথে গান লাগানোর সফটওয়্যার – ফ্রি এন্ড্রয়েড অ্যাপস
- অনলাইনে ওষুধ কেনার অ্যাপস – অনলাইনে ওষুধ অর্ডার করুন ঘরে বসেই
- মোবাইলে ফ্রি লাইভ টিভি কিভাবে দেখবেন? Android মোবাইলে ফ্রি লাইভ টিভি দেখার সেরা ৫ টি অ্যাপ
শেষ কথাঃ
তো বন্ধুরা আজকের এই আর্টিকেলটি অনুসরণ করে, আপনার জানতে পারলেন। কিভাবে মোবাইল নাম্বার ছাড়া ইমু একাউন্ট খোলা যায়।
নিজের নাম্বার গোপন রেখে ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে, ইমু একাউন্ট খুলতে চাইলে ওপরে দেয়ার পদক্ষেপ গ্রহণ করুন।
আর এন্ড্রয়েড মোবাইলে বিভিন্ন অ্যাপসে একাউন্ট খোলার বিষয়ে জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।