মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম : কিভাবে মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে হয়। সে বিষয় নিয়ে আজ আমাদের আর্টিকেল এর বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
আমাদের বর্তমান সময়ের মতো আগের দিন গুলো আর নেই। কারণ আগের সময় আমরা দুর্দান্ত দামি পেশাদারী ক্যামেরা লেন্স ব্যবহার করতে পারতাম না।
শুধুমাত্র সাদা-কালো ছবি তুলতে পারতাম। আর বর্তমান সময়ে, আমরা দুর্দান্ত দামি ক্যামেরা লেন্স ব্যবহার করে, অসম্ভব সুন্দর সুন্দর ছবি তুলতে পারি।
এই যুগে প্রায়ই সকল প্রকার স্মার্টফোনে এক বা একাধিক রিয়ার ক্যামেরা থাকে। যেগুলো আপনাকে কোয়ালিটি সম্পন্ন ছবি তুলতে সহায়তা করে।
তাই আপনার হাতে যদি একটি ভাল মানের স্মার্ট মোবাইল ফোন থেকে থাকে। আর সেখানে যদি থাকে দুইটা ভালো লেন্সের ক্যামেরা।
তাহলে আপনি পেতে পারেন, প্রফেশনাল কোয়ালিটির ফটো।
কিন্তু আপনার মনে যদি ভালো করে ছবি তোলার বিষয়টি কোন সন্দেহ থেকে থাকে। তাহলে জেনে নিন আমাদের উল্লেখ করা বিশেষ কয়েকটি মোবাইল দিয়ে ছবি তোলার নিয়ম সম্পর্কে।
- ছবি সুন্দর করার অ্যাপস | ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করুন
- কাটুন ভিডিও কিভাবে তৈরি করবেন | মোবাইলে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপস
- এন্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপস এবং সফটওয়্যার
তাই আপনি যদি মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম এবং কৌশল সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম ও কৌশল গুলো
আপনাদের যত ভালো কোয়ালিটির ক্যামেরা থাকুক না কেন খুব সাধারণভাবে তোলার কৌশল গুলো জানা না থাকলে।
ভালো ছবি তুলতে পারাটা কিন্তু অনেক চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যেতে পারে।
তাই আমাদের আজকের এই পোস্টে আমরা আপনাকে জানিয়ে দেবো বেস্ট কতগুলো ভালো ছবি তোলার কৌশল সম্পর্কে।
যেগুলো আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক আরো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মত একটি সুন্দর ছবি তুলতে সহায়তা করবে।
তো চলুন আর সময় নষ্ট না করে এখন জেনে নেয়া যাক। মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম সম্বন্ধে। যেমন-
গ্রীডলাইন এর ব্যবহার
আমাদের মাঝে এমন অনেক লোক আছে। যারা সহজ ভাবে ছবি তুলতে না পারার কষ্টে ভুগছে। আর প্রথম প্রথম ছবি তুলতে গেলে সেটি একটু বেঁকে যেতে পারে।
কিন্তু আপনি যাতে সহজ ভাবে ছবি তুলতে পারেন। তার জন্য বেশীরভাগ মোবাইল ফোনের ক্যামেরা তে, গ্রিড লাইন বলে একটি ফাংশন দেওয়া রয়েছে।
উক্ত লাইন গুলো অনেকটা কাটাকুটি খেলার ছক এর মত এর মাধ্যমে আপনি সমান্তরাল এবং লম্বাভাবে আপনার ফ্রেন্ড কে সোজা রেখে ছবি তুলতে পারবেন এ গ্রিড লাইনের মজার বিষয়টি হচ্ছে এর রুল এবং থার্ড কম্পোজিশনের বিষয়টি।
এটির মাধ্যমে আপনি আপনার ছবিকে ঠিক মাঝখানের খোপে রেখে দিয়ে ক্যাপচার করলে সেটি আপনাকে আকর্ষণীয় ছবি তুলতে সহায়তা করবে।
আর উক্ত ফাঙ্কশনটি কে আপনি মোবাইল এর ক্যামেরার সেটিং থেকে এক্টিভ করে নিতে পারবেন।
সঠিকভাবে ক্যামেরার ফোকাস নেওয়া
আপনি যদিও এ স্মার্টফোনের ক্যামেরা তে অটোফোকাস ফাংশনটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং নিজের থেকে ক্যামেরা সাবজেক্টকে বুঝে নিতে সক্ষম হয়।
তা সত্ত্বেও একটি ভালো ছবি তুলতে গেলে আপনার ছবির অংশ সবচেয়ে বেশি প্রকাশ আনতে চান। সেখানে স্ক্রিনের উপর টাচ করে, ম্যানুয়াল ফোকাস নিয়ে নিবেন।
করার পরে দেখবেন, যে আপনার মোবাইলের স্ক্রিনের উপর ট্যাগ করা অংশটিতে যেকোন ব্রাউজারে আইকন এসেছে। এবং ছবির সেই অংশটি সবথেকে বেশি স্পষ্ট ভাবে দেখাচ্ছে।
ছবির বিষয় বস্তু নির্বাচন করা
একটি ছবিতে অনেকগুলো সাবজেক্ট বা বিষয় রাখার থেকে। কোন নির্দিষ্ট এবং ইন্টারেস্টিং সাবজেক্ট রাখাই বেশি ভালো বলে মনে করা হয়।
বিভিন্ন ধরনের প্রফেশনাল ফটোগ্রাফারদের মতে কোন ছবির ফ্রেমে এক-তৃতীয়াংশ জায়গাতে সাবজেক্ট থাকলে। বাকি দুই তৃতীয়াংশ ফাঁকা জায়গা থাকলে সেই ছবি দেখতে অনেক আকর্ষণীয় বলে মনে হয়।
কোন বিষয়কে ভালোভাবে ফুটিয়ে তুলতে চাইলে ব্যাকগ্রাউন্ড থেকে। সাবজেক্টে ভালো করে প্রকাশ দিয়ে বের করে নিয়ে আসতে হবে।
তাছাড়া ছবি তোলার পরে, যেকোনো এডিটিং অ্যাপ সফটওয়্যার এর সহায়তায়। ছবিতে, ফিল্টার দিয়ে ক্রপ করে করে এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট ও স্যাচুরেশন লেভেল ঠিক করে নিতে হবে।
নেগেটিভ স্পেস রাখা
ফটোগ্রাফি কিন্তু এক ধরনের আর্ট। আর সেই আর্টের একটি বড় অংশ হচ্ছে এই নেগেটিব স্পেস। কোন প্রকার বিষয়ের আশেপাশে এবং মাঝখানের জায়গা গুলোতে আমরা নেগেটিভ স্পেস বলে থাকি।
আর আপনি যখন আপনার ফটোগ্রাফি একটি ফাঁকা জায়গায় রাখবেন। তখন আপনি আপনার সাবজেক্টকে সহজেই মানুষের চোখের সামনে তুলে ধরতে পারবেন।
মনে করুন- আকাশ, নদী,খোলা মাঠ, এছাড়া, স্টেডিয়াম হতে পারে। আপনার ছবির আদর্শ নেগেটিভ স্পেস।
ছবিতে লিডিং লাইনের ব্যবহার
অনেক ছবিতে আমরা অনেক লাইনের সমষ্টি দেখতে পারি। যা সেই ছবি গুলোকে আকর্ষণীয় করে তোলেম এই লাইন গুলো কে আমরা লিডিং লাইন বলে থাকি।
এগুলো সার্কুলার বা স্ট্রেইট দুই ধরনের হতে পারে। মনে করুন- আপনি রেল লাইন, সিড়ি, রাস্তার সারি বা সারি সারি বিল্ডিং এর কথাও এখানে চিন্তা করতে পারেন।
উক্ত লাইন গুলো আপনার ছবিতে গভীরতা তৈরি করতে সহায়তা করে থাকে। এর মাধ্যমে আপনি আপনার ছবি কে একটি সুন্দর ভাবে সাজানো ফ্রেম এর রুপ দিতে পারবেন।
HDR মোড ব্যবহার করা
এইচডিআর হচ্ছে, বর্তমান সময়ের স্মার্ট ফোন ক্যামেরার অনেক উপযোগী একটি ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আপনি ফটোর লাইট ও ডার্ক এরিয়া গুলোতে ডিটেইল যুক্ত করতে পারবেন।
যার ফলে আপনি ছবিতে একটি ভালো ব্যালান্সড এক্সপোজার পেয়ে যাবেন।
মানে এই মোডে আপনার আকাশ এর ব্রাইটনেস যেমন- অতিরিক্ত বেশি হবে না। আবার তেমন মাটির অংশটাও বেশি অন্ধকার দেখাবে না।
তার জন্য উক্ত মোড এর মাধ্যমে আপনি দুর্দান্ত ল্যান্ডস্ক্যাপ ছবি তুলতে পারবেন।
ছবিতে ভারসাম্য রাখা
ফটোগ্রাফি কম্পোসিশন এর আরেকটি মজার বিষয় হচ্ছে ফটোতে সিমেট্রি বা ভারসাম্য বজায় রাখা। এখানে আপনাকে এমন একটি ফটো তুলতে হবে।
যেখানে একটি গোটা ছবিকি দুই ভাবে ভাগ করা হলে। দুই ভাগ সমান সমান দেখতে মনে হবে।
ন্যাচারাল লাইট ব্যবহার
অনেক মোবাইল ক্যারেমারতে ছোট সেন্সর থাকে। ঘরের কম আলোতে ছবি গুলো অস্পষ্ট বা নিন্ম মানের আসতে পারে। আবার উক্ত ধরণের ক্যঅমেরার ফ্ল্যাশ লাইট সেই ভাবে ভালো ছবি গুলো তুলতে পারে না।
আর ভালো লাইটিং আপনার ছবিতে ব্রাইটনেস এবং ডার্কনেস এর মধ্যে ভারসাম্য নিয়ে আসার পাশাপাশি ছবির টোন, মুড এবং পরিবেশ কে ফুটিয়ে তুলতে সহায়তা করে।
তার জন্য সব সময় একদম প্রাকৃতিক আলোর মধ্যে উটডোরে ছবি তোলার চেষ্টা করবেন। তাহলেই ভালো ছবি তুলতে পারবেন।
ডিজিটাল জুম ব্যবহার না করা
কোন ছবি তোলার সময় জুন করাটা আপনার ছবিকে একদম নষ্ট করে দিতে পারে। তাই আপনি ছবি তোলার সময় সামনে গিয়ে ছবি তুলবেন।
জুম করলে আপনার ছবিটি ফেটে যাবে। ছবি এডিটিং ভালো ভাবে করতে পারবেন না। তাই ছবি তোলার সময় কোন ভাবেই দুরের ছবি তুলতে চাইলে জুম করবেন না।
ক্যামেরার লেন্স পরিষ্কার রাখা
আমরা সকলেই প্রায় সময় বাড়ির বাইরে গেলে ব্যঅগ বা পকেটে মোবাইল রেখে দেই। যা আমাদের ক্যামেরার লেন্স কে নষ্ট করে দেয়।
তাই ছবি তোলার আগে আপনাকে নরম কাপর দিয়ে ক্যামেরা লেন্স গুলো মুছে নিতে হবে। তাহলে ছবি পরিষ্কার আসবে। মানে ছবি তোলার সময় সুন্দর হবে।
শেষ কথাঃ
তো আমাদের আজকের এই মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম এবং কৌশল নিয়ে আর্টিকেলটি একানেই শেষ করা হলো।
আর আপনি যদি নিজের মোবাইল দিয়ে ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ছবি তুলতে চান।
তাহলে উক্ত আলোচনা গুলো অনুসরণ করে কাজ করুন। তাহলে ভালো ছবি তুলতে পারবেন। আর আমাদের এই লেখা আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন।
আর এই ওয়েবসাইট থেকে আপনি যদি নিয়মিত নতুন নতুন পোস্ট পড়ে চান। তাহলে ভিজিট করুন expartjobs.com ধন্যবাদ।