ল্যাপটপ কি : আজ আমরা আপনাদের জানাবো ল্যাপটপ দিয়ে কি কাজ করা যায়। আপনি যদি ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তবে আমাদের এই ওয়েবসাইটের লেখা গুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
আমার আজ জানাবো ল্যাপটপ কি? এবং ল্যাপটপ দিয়ে কি কাজ করা যায়। কম্পিউটার ও ল্যাপটপ এর মধ্যে পার্থক্য তুলে ধরার চেষ্টা করব।
বর্তমানে অনেক লোক আছে যারা ল্যাপটপ ব্যবহার করেচেন। যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে কিছু হলেও ধারণা ও জ্ঞান রয়েছে।
যারা এখনও পর্যন্ত ল্যাপটপ ব্যবহার করেন নাই তাদের চিন্তার কোন কারণ নেই কারণ আমরা আপনাকে জানাবো ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত তথ্য।
ল্যাপটপ কি এবং ল্যাপটপ কাকে বলে?
ল্যাপটপ হচ্ছে এমন একটি যন্ত্র যা ছোট ও পোর্টেবল পার্সোনাল কম্পিউটার। ল্যাপটপ মূলত দুই ভাবে বিভাজিত হয়। উক্ত দুই ভাগের মধ্যে অনেক পরস্পর সংযুক্ত।
ল্যাপটপে যে দুইটি ভাগ রয়েচে সিটি হলো কম্পিউটার স্ক্রিন যা ডিসপ্লে গুলোর ফলাফল দেখায় আর অন্যটি হচ্ছে নিচের অংশ সেখানে টাচ প্যাড, কীবোর্ড, মাদারবোর্ড এর মতো উপকরণ হার্ডওয়্যার গুলো রয়েছে।
ল্যাপটপ একধরণের ফ্লিপ মোবাইল এর ডিজাইন হিসেবে করা হয়েছে কিন্তু মোবাইলের তোলনায় ল্যাপটপ অনেক বড়। তাছাড়া ল্যাপটপ ডিজাইন Clamshell ফর্ম ফ্যাক্টর এর উপর ভিত্তি করে বানানো হয়।
ল্যাপটপ টেক্সচার, আকার ও বহন যোগ্য কারণে একে বলা হয় নোটবুক কম্পিউটার কিংবা নোটবুক ডিভাইস ইত্যাদি গুলোর মতো।
বর্তমান সময়ে ল্যাপটপের অনেক জনপ্রিয়তা রয়েছে। ল্যাপটপ ব্যবহার করে বিভিন্ন ধরণের জটিল জটিল কাজ গুলো সহজেই করা যায়।
মনে করুন আপনি ল্যাপটপ ব্যবহার করে হাই কোয়ালিটির গ্রাফিক্স গেমস, বিভিন্ন ধরণের ভিডিও এডিটিং এর মতো বড় বড় কাজ গুলো সহজেই করতে পারবেন।
বর্তমানে ল্যাপটপ গুলোর স্ক্রিন অনেক ভালো করে তৈরি করা হয় যেমন- এলইডি, এলসিডি ডেসপ্লে হিসেবে পরিচিত। এটি অনেক গুরুত্ব দিয়ে টেকনোলজি ব্যবহার করা হয়।
যারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন ঠিক সেরকম ভাবে একটি ল্যাপটপ দিয়েও ঠিক সেই কাজ গুলো করা যায়। এবং কম্পিউটার এর মতো ল্যাপটপের মধ্যে প্রতিটি প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস গুলোর উপস্থিতি আছে।
বর্তমান সময়ে যে কোন ল্যাপট গুলোর মধ্যে ডিসপ্লে স্ক্রিন, মিনি স্পিকার, হার্ডডিস্ক, কিবোর্ড, প্রসেসর, র্যাম ইত্যাদির মতো আরো অনেক ফিচার এছাড়া অনেক ধরণের ফাংশন যুক্ত করা আছে।
আপনি যদি এটি ল্যাপট ব্যবহার করেন তাহলে এখানে আপনাকে আলাদা করে কোন জিনিস বহন করতে হবে না। কারণ ল্যাপটপের ভেতরেই সকল যন্ত্রাংশ দেওয়া আছে।
আরো দেখুনঃ
- মাদারবোর্ড কি ? মাদারবোর্ড এর কাজ এবং বিভিন্ন অংশের পরিচিতি
- কম্পিউটার রচনা [Computer Essay in Bengali]
- আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ [বিস্তারিত এখানে]
- কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি কি [বিস্তারিত এখানে]
আর যদি ডেস্কটপ কম্পিউটারের কথা বলা হয় তাহলে সেখানে অনেক গুলো অংশ থাকে মেযন- মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, ইত্যাদি গুলো আলাদা আলাদা হয়ে থাকে।
অপরদিকে ল্যাপটপের ভিতরেই সকল যন্ত্রংশ যুক্ত থাকে। তাই আমরা বলতে পারি ডেস্কটপ কম্পিউটার এর থেকে ল্যাপটপ অনেক ভালো। এবং এটি যে কোন জায়গায় সহজেই বহন করা যায়।
ল্যাপটপের ইতিহাস
১৯৮০ সালের প্রথম দিকে নোটবুক কম্পিউটার সৃষ্টি হয়। তারপরে সেখানে ১৯৮৩ সালের শেষে প্রচুর ফিচার ও টেকনোলজি ল্যাপটপে যুক্ত করা হয়।
উক্ত পোর্টএবল কম্পিউটার গুলোর ব্যাটারি লাইভ অধিক বৃদ্ধি করার লক্ষ্যে কিছু কিছু সিপিইউ এর ডিজাইন কিছুটা পরিবর্তন করা হয় যেখানে পাওয়ার ব্যবস্থাপনা ফিচার ব্যবহার করা হতো।
১৯৮৮ সালে ল্যাপটপ স্ক্রিন এর ডিসপ্লের সাইজ ৬৪০*৪৮০) ভিজিএ রেজুলেশন বাড়িয়ে কাজ করা হলো। তারপরে ১৯৯১ সালে ল্যাপটপ কালার স্ক্রিন ফিচার যুক্ত করা হয়।
বর্তমান সময়ে আমাদের সামনে প্রচুর উন্নয়নের জন্য আধুনিক ল্যাপটপ আমরা ব্যবহার করছি।
ল্যাপটপ এর বিভিন্ন প্রকার গুলো
- ঐতিহ্যবাহী ল্যাপটপ।
- নোটবুক।
- রূপান্তরযোগ্য বা হাইব্রিড।
- ডেস্কটপ প্রতিস্থাপন।
- রুক্ষ ল্যাপটপ।
- ব্যবসায়িক ল্যাপটপ ইত্যাদি।
ল্যাপটপ এর বিভিন্ন অংশ
- ডিসপ্লে স্ক্রিন
- সিপিইউ
- জিপিইউ
- মেমোরি
- ইনটেল স্টোরেজ
- প্রসেসর
- র্যাম
- ইনপুট ও আউটপুট ডিভাইস
- ব্যাটারি ও পাওয়ার সাপলাই
- কুলিং ফ্যান ইত্যাদি।
একটি ল্যাপটপের বাহিরের অংশ গুলো
- ক্যামেরা
- ডিসপ্লে
- চার্জিং পোর্ট
- ইথারনেট পোর্ট
- USB পোর্ট
- অডিও জ্যাক
- মাউস প্যাড
- কীবোর্ড
- অন্যান্য পোর্ট
- ডিভিডি/সিডি রাইটার
- এসডি কার্ড পোর্ট ইত্যাদি।
ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় ?
ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় এ বিষয়ে ভাবছেন। তবে চিন্তা নেই আপনারা যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তারা সকলেই এ বিষয়ে সহজেই জানতে পারবেন।
এক কথায় বলা যায় ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার এর মধ্যে কোন পার্থক্য নেই। আপনি ডেস্কটপ কম্পিউটারে যে সকল কাজ গুলো করতে পারবেন ঠিক সেই কাজ গুলো ল্যাপটপ দিয়েও করতে পারবেন।
মনে করুন কম্পিউটার দিয়ে যে কাজ গুলো বর্তমানে করা হয়-
- High graphics game play
- Video and other editing
- Multimedia
- Programming
- Data processing,
- Development work
- Internet usage,
- Use in education ইত্যাদি।
উক্ত কাজ গুলো ডেস্কটপ কম্পিউটার করতে পারে তার সাথে ল্যাপটপেও এই কাজ গুলো সহজেই করা যায়। আশা করি আপনি বুঝতে পারছেন। ডেস্কটপ কম্পিউটার আর ল্যাপটপ কম্পিউটার মধ্যে কোন পার্থক্য নেই। দুইটিতে সমান ভাবে কাজ করার ক্ষমতা সংরক্ষণ করে।
একটি ল্যাপটপ ব্যবহারের সুবিধা গুলো
বর্তমান সময়ে ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ প্রচুর পরিমানে ব্যবহার করা হয়। তার মূল কারণ হচ্ছে এটি যে কোন স্থানে সহজেই বহন করে নিয়ে যাওয়া যায়।
এছাড়া বিদ্যুৎ চলে গেলে কোন সমস্যা হয় না। কারণ ল্যাপটপে ব্যাটারি যুক্ত করা রয়েছে। এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে সেগুলো জানতে নিচের অংশ অনুসরণ করুন।
- ল্যাপটপ ছোট আকার
- একটি স্থানান্তরযোগ্য ডিভাইস
- বিদ্যুতের প্রয়োজন নেই
- ইনপুট-আউটপুট ডিভাইস
- কোন শব্দ নেই
- বিদ্যুৎ বিল সাশ্রয়
- অল ইন ওয়ান ডিভাইস
আপনি যদি উক্ত আলোচনাটি মনযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনিও ল্যাপটপ কি? এবং ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় সেই সম্পর্কে ধারণা পেয়েছেন।
আরো পড়ুনঃ
- ইন্টারনেট আসক্তি থেকে মুক্তির উপায় কি ? [বিস্তারিত এখানে]
- লিনাক্স কি ? Linux এর কাজ কি ? [বিস্তারিত এখানে]
- প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? [বিস্তারিত এখানে]
- সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি? [বিস্তারিত এখানে]
শেষ কথাঃ
তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদে জানিয়েছি ল্যাপটপ কি? এবং ল্যাপটপ দিয়ে কি কাজ করা যায়। আপনি যদি আমাদের দেওয়া আর্টিকেলটি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে আপনিও এ বিষয়ে পরিষ্কার।
আমরা আলোচনায় জানিয়েছি ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপ কম্পিউটার এর কাজ একই। আপনি যদি আমাদের এই আর্টিকেলটি পড়ে উপকৃত হন তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না।
আমাদের এই ওয়েবসাইটে কম্পিউটার বিষয়ে অনেক ধরণের পোস্ট পাবলিশ করা আছে আপনি চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। এছাড়া আমাদের এই ওয়েবসাইটে অনলাই আয় করার সকল প্রকার সমাধান পোস্ট করা হয়।
ল্যাপটপ কি ? ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় [জেনে নিন এখানে] ল্যাপটপ কি ? ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় [জেনে নিন এখানে] ল্যাপটপ কি ? ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় [জেনে নিন এখানে] ল্যাপটপ কি ? ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় [জেনে নিন এখানে] ল্যাপটপ কি ? ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় [জেনে নিন এখানে] ল্যাপটপ কি ? ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় [জেনে নিন এখানে]
আপনি যদি অনলাইন থেকে টাকা আয় করার উপায় গুলো জনতে চান তবে আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভাবে ভিজিট করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।