ChatGPT কি ? এবং ChatGPT কিভাবে ব্যবহার করতে হয়।

ChatGPT কি : আমাদের আজকের এই আর্টিকেলে চ্যাটজিপিটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব।

তাই আপনি যদি প্রযুক্তির বিষয়ে জানতে আগ্রহী থাকেন। বিশেষ করে, এআই প্রযুক্তি সম্পর্কে জানতে চান? তাহলে বর্তমান এর নতুন এআই চ্যাটবট অর্থাৎ চ্যাজিপিট এর বিষয়ে অবশ্যই শুনে থাকবেন।

উক্ত ChatGPT সৃষ্টি হয়েছে মূলত OpenAI এর দ্বারা। এই সময়ে আপনারা হয়তো সকলেই জানেন এআই চ্যাটবট টি অনেক অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

ব্লগারদের জন্য ১৫ টি প্রয়োজনীয় এবং কাজের ওয়েবসাইট [বিস্তারিত এখানে]

বর্তামানে, ChatGPT স্কুল-কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে, কর্মরত সকল পেশার মানুষই আচরিত এবং বিমুগ্ধ হয়ে রয়েছে। কিভাবে এআই চ্যাটবট আমাদের করা সকল প্রশ্নের উত্তর দেয়।

ChatGPT কি ? এবং ChatGPT কিভাবে ব্যবহার করতে হয়।
ChatGPT কি ? এবং ChatGPT কিভাবে ব্যবহার করতে হয়।

গুগল সাঞ্জ ইঞ্জিন এর মতো ইন্টারনেট এ যে কোন প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে চলে এসেছে ChatGPT.

তাই আমরা যদি ChatGPT কে সার্চ ইঞ্জিন হিসেবে ধরি তাহলে কিন্তু ভুল তবে না।

চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ৫টি ব্যবহার [বিস্তারিত এখানে]

তাই চলুন জেনে নেওয়া যাক। ChatGPT কি ? এবং ChatGPT কিভাবে ব্যবহার করতে হয়। এই বিষয়ে বিস্তারিত।

ChatGPT কি ?

ইংরেজি ভাষায় ChatGPT এর পূর্ণরুপ হলো- Chat Generative Pre-Trained Transforme.

  • Chat = Chat
  • G = Generative
  • P = Pre-Trained
  • T = Transforme

তো বন্ধুরা, চ্যাটজিপিটি হচ্ছে, বর্তমান সময় এর একটি জনপ্রিয় এআই চ্যাটবট। যা সম্পূর্ণ ভাবে ওপেন এআই নাম এর একটি “ Artificial Intelligence Research Company” এর মাধ্যমে ডেভেলপ করা হয়েছে।

Iphone কোন দেশের কোম্পানি

উক্ত ChatGPT এর মূল কাজ হচ্ছে ইউজারদের করা সকল প্রকার বাংলা এবং ইংরেজি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া।

ইউজারদের করা সকল প্রশ্নের উত্তর তৈরি করার জন্য উক্ত চ্যাটজিপিটি ব্যবহার করে থাকে। “Natural Language Processing” যাকে মেশিন লার্নিং বলা হয়।

ইন্টারনেট থেকে পাওয়অ সকল তথ্য হিসেবে, আপনারা উক্ত চ্যাটজিপিটির সঙ্গে অনেক সহজে বাংলা এবং ইংরেজি শব্দ ব্যবহার করে, কথা বলার সুযোগ পাবেন। আপনার নিজের মনের ভিতরে থাকা সকল প্রকার প্রশ্নের উত্তর এক মুহুর্তেই পেয়ে যাবেন।

তাছাড়া, পুরোপুরি ভাবে মানুষের মতন সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ChatGPT বর্তমান সময়ে, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্ম ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার [বিস্তারিত এখানে]

তাই আমি আবারো বরছি, ChatGPT কে আমরা একধরণের সার্চ ইঞ্জিন বলতে পারি।

ChatGPT তে আপনারা বাংলা ও ইংরেজি শব্দর দ্বারা লিখে যে, কোন প্রশ্ন করবেন। সেই প্রশ্নের উত্তর ChatGPT দ্বারা আপনাকে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।

আমরা জানি, ChatGPT কে মূলত 2022 সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছে। এবং ChatGPT এর অফিসিয়াল সাইট লিংক হলো- chat.openai.com.

ChatGPT লঞ্চ হওয়ার পরে, আমি নিজে একটি একাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করে দেখিছি। উক্ত ChatGPT এর সঙ্গে আমি একান্ত ভাবে বাংলা এবং ইংরেজিতে কথা বলেছি। ChatGPT আমার করা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে।

তাই বলা বলা যায়, আপনি যদি ChatGPT ব্যবহার করেন। তাহলে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় যে কোন প্রশ্ন করলে, তার সঠিক উত্তর মুহুর্তের মধ্যেই পেয়ে যাবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা ও অসুবিধা

এখন আমরা আশা করবো যে, আপনারা উক্ত আলোচনা অনুসরণ করে, বুঝতে পারছেন ChatGPT কি? এখন আপনার যদি এটি ব্যবহার করার নিয়ম জানতে চান?

তাহলে নিচে দেওয়া অংশ টি অনুসরণ করুন। কারণা আমরা এখন আপনাকে ChatGPT কিভাবে ব্যবহার করতে হয়। সেই বিষয়ে বিস্তারিত ধাপে ধাপে জানিয়ে দেবো।

ChatGPT কিভাবে ব্যবহার করতে হয় ?

বর্তমানে ChatGPT ব্যবহার কার জন্য আপনাকে সরাসরি ওপেন এআই এর অফিসিয়াল ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

কিন্তু বর্তমানে অনেক অনলাইন প্লাটফর্মে অনেকেই বলে থাকে। আপনারা ChatGPT অ্যাপস ব্যবহার করুন। কিন্তু ChatGPT কোম্পানির পক্ষ থেকে এখনও কোন ChatGPT অ্যাপস লঞ্চ করেনি।

তাই আপনারা ভাইরাস যুক্ত ChatGPT অ্যাপস দেখলেও কোন অ্যাপ মোবাইলে ইনস্টল করবেন না। কারণ অনেকেই ভুয়া ChatGPT অ্যাপস তৈরি করে, মোবাইলে ভাইরাস ঢুকিয়ে দেয়।

প্রযুক্তি কি ? আধুনিক প্রযুক্তি কি ? প্রযুক্তির সুবিধা এবং প্রকার

তো যাইহোক, এখন আসুন জেনে নেওয়া যাক। ChatGPT কিভাবে ব্যবহার করতে হয়। ChatGPT ব্যবহার করার জন্য নিচে দেওয়া তথ্য গুলো ধাপে ধাপে অনুসরণ করুন।

  • সবার আগে আপনাকে openai.com এর অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে।
  • আপনারা উক্ত ওয়েবসাইট লিংকে প্রবেশ করার পরে, Login ও Sing Up নামের দুইটি অপশন দেখতে পারবেন।
  • তারপরে আপনাকে সরাসরি Sing Up বাটনে ক্লিক করতে হবে।
  • এখন আপনি ‍দ্রুত একাউন্ট খোলতে চাইলে, “Continue with google” – ”Continue with Microsoft account” অপশনে ক্লিক করবেন।
  • এক্ষেত্রে, আপনার কাছে যদি জিমেইল বা মাইক্রোসফট একাউন্ট থাকে। ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই ChatGPT একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
  • কিন্তু আপনারা চাইলে, সরাসরি জিমেইল একাউন্ট, মোবাইল নাম্বার কিংবা নাম দিয়েও একটি ChatGPT একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
  • আপনারা অবশ্যই মনে রাখবেন। যে পদ্ধতিতেই ChatGPT একাউন্ট খোলেন না কেন? আপনার মোবাইল নাম্বার এ একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। উক্ত কোডটি দেখে ChatGPT একাউন্টটি ভেরিফাই বক্সে যুক্ত করে, ভেরিফাই বাটনে ক্লি করে দিবেন।
  • ChatGPT একাউন্ট তৈরি হয়ে গেলে, আপনারা সরাসরি ChatGPT এর হোম পেজে নিয়ে যাওয়া হবে।
  • ChatGPT এর হোম পেজে আপনারা সবার নিচে গেলে দেখতে পারবেন। একটি বক্স রয়েছে। সেখানে লেখা “Message ChatGPT” এই অংশে ক্লিক করে, আপনারা বাংলা, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষায় প্রশ্ন করতে পারবেন।
  • Message ChatGPT এই অংশে প্রশ্ন লেখার পরে, কিবোর্ড এ থাকা এন্টার প্রেস করলেই, কিছু মুহুর্তের মধ্যেই আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিবে।

নিচের ছবিটি দেখুন……….

চ্যাটজিপিটি

শেষ কথাঃ

আমরা আশা করি ChatGPT কি এবং ChatGPT কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন।

তাই আমাদের আর্টিকেলটি আপনার কাছে সত্যি সত্যি ভালো লাগলে। এই আর্টিকেলটি আপনার বন্ধুদের মাঝে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবেন।

এছাড়া, ChatGPT সম্পর্কে আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা যত দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Comment