এডসেন্স পিন লেটার ছাড়া এড্রেস ভেরিফিকেশন করার নিয়ম : বর্তমান সময়ে, আপনার যারা ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স অনুমোদন পেয়েছেন।
এছাড়া গুগল এডসেন্স নীতিমালা অনুযায়ী ১০ ডলার হওয়ার পর পিন লেটার আসার কথা কিন্তু এখনো আসেনি। তাদের চিন্তার কোন কারণ নেই।
আপনারা এডসেন্স পিন ছাড়াই এড্রেস ভেরিফিকেশন করতে পারবেন।
আমাদের আজকের এই আর্টিকেলে এডসেন্স ছাড়া কিভাবে এড্রেস ভেরিফিকেশন করতে হয় সে বিষয়ে জানাবো।
- কিভাবে গুগল এডসেন্স এর সিপিসি বাড়ানোর উপায়- 100% কার্যকরি টিপস
- গুগল এডসেন্স এর ইনকাম বাড়ানোর উপায় [বিস্তারিত এখানে]
তাই আপনারা যারা এ বিষয়ে সঠিক ধারণা পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
এডসেন্স পিন লেটার
বর্তমান সময়ে আমরা একটি ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল তৈরি করে, কন্টেন্ট পাবলিশ করে, টাকা ইনকাম করে থাকি। কিন্তু গুগল এডসেন্সের নীতিমালা অনুযায়ী এডসেন্সে যখন ১০ ডলার হয় তখন একটি পিন লেটার পোস্ট অফিসে পাঠানো হয়।
কিন্তু অনেকের গুগল এডসেন্সে ১০ ডলার এর বেশি হয়ে গেলেও এডসেন্স পিন লেটার পাঠানো হয় না। সে ক্ষেত্রে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন।
কারণ এখনো অনেকে মনে করেন। এডসেন্স পিন লেটার ছাড়া এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন করা যায় না। কিন্তু এটি একটি ভুল ধারণা।
আপনার এডসেন্স একাউন্টের পিন লেটার না আসলেও, এড্রেস ভেরিফিকেশন করতে পারবেন।
এডসেন্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন করা ছাড়া আপনার অ্যাকাউন্টটা যদি লাখ লাখ ডলার জমা হয়। সেক্ষেত্রে কিন্তু টাকা উত্তোলন করা যাবে না।
তার জন্য এডসেন্স একাউন্টে এডসেন্স পিন লেটার পাঠানো হয়। এড্রেস ভেরিফিকেশন করার জন্য। যেহেতু আপনাদের অ্যাকাউন্টের পিন লেটার আসছে না। সেহেতু আপনাকে অন্য উপায় অবলম্বন করে এড্রেস ভেরিফিকেশন করতে হবে।
এডসেন্স এড্রেস ভেরিফিকেশন করার গুরুত্ব
আমরা যারা গুগল এডসেন্স অনুমোদন পেয়েছি তারা এডসেন্সের নীতিমালা অনুযায়ী জানতে পারি এডসেন্স একাউন্টের ডলার হওয়ার পর, নিজের দেওয়া ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়।
সে চিঠিতে থাকা কোড ব্যবহার করে, এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করার জন্য।
আমরা যদি এডসেন্স পিনলাটা হাতে না পায় সে ক্ষেত্রে কোড কখনোই জানতে পারবো না। এবং আমাদের এডসেন্স একাউন্টও এড্রেস ভেরিফাই করতে পারবো না।
এক্ষেত্রে আপনার এডসেন্স একাউন্টে যদি হাজার হাজার ডলার জমা হয়। সে ক্ষেত্রে কিন্তু সেটি তুলতে পারবেন না।
গুগল এডসেন্সে যে পরিমাণ টাকা ইনকাম হবে। সে টাকা উত্তোলন করার জন্য আপনাকে অবশ্যই এড্রেস ভেরিফিকেশন করতে হবে।
আর যদি এড্রেস ভেরিফিকেশন না করা হয়। একটি সময় ওয়েবসাইট থেকে অ্যাড দেখানো বন্ধ হয়ে যাবে।
তাই এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন করা অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়।
পিন লেটার ছাড়াই এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করার নিয়ম
আপনাদের এডসেন্স একাউন্টের পিন লেটার না আসলে, আপনাদের এন আইডি কার্ড দিয়ে এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন।
এক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম তিনবার এডসেন্স পিন লেটার পাওয়ার জন্য আবেদন জানাতে হবে। তারপরও যখন পিন লেটার আসে না তখন আপনারা এই পদ্ধতি ব্যবহার করবেন।
তো পিন লেটার ছাড়া এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করার জন্য এডসেন্স একাউন্টে প্রবেশ করে, এ পিন লেটার অপশন থেকে Learn More অপশনে ক্লিক করবেন।
তারপর আপনার সামনে Pin troubleshooter নামে একটি অপশন দেখানো হবে সেখানে ক্লিক করবেন।
তারপর এডসেন্স একাউন্টের জিমেইল দেখতে পারবেন। এখানে যদি কোন জিমেইল আপনার এডসেন্সের জিমেইলের সাথে মিল হয় তাহলে, সিলেক্ট করে, কন্টিনিউ বাটনে চাপবেন।
তারপর আপনারা আরও দুটি অপশন পেয়ে যাবেন। যেহেতু আমরা এডসেন্স একাউন্টের পিন লেটার হাতে পাইনি তাই দুই নাম্বার অপশন মানে No, I have received my pin সিলেট করে দিয়ে কন্টিনিউ চাপতে হবে।
এক্ষেত্রে আপনার যদি সবকিছু সঠিকভাবে করে থাকেন। তাহলে কন্টাক ফর্ম নামে একটি অপশন দেখতে পারবেন। সেই কন্টাক্ট ফর্মে অপশনে প্রবেশ করবেন।
কন্টাক্ট ফর্ম অপশনে যাওয়ার পর একটি ফর্ম দেখতে পারবেন। সেখানে আপনাকে সঠিক ভাবে তথ্য পূরণ করতে হবে। সে ফর্মে থাকা বিবরণ গুলো হচ্ছে-
- Name
- Contact Email Address
- Adsense Publisher id
- Submit Attachment
উপরোক্ত তথ্য গুলো সঠিকভাবে পূরণ করতে পারলে ২৪ ঘন্টার মধ্যে আপনার এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফাই করে দেওয়া হবে।
আবার কখনো কখনো উপরোক্ত ফরম সঠিকভাবে পূরণ করলে, কয়েক মিনিটের মধ্যেই এড্রেস ভেরিফাই করে দেওয়া হয়।
শেষ কথাঃ
আপনার যারা এডসেন্স মিল্লাতার ছাড়াই এড্রেস ভেরিফিকেশন করার নিয়ম জানতে চান? তারা উপরে উল্লেখিত আলোচনা থেকে জানতে পারলেন।
এডসেন্স পিন লেটার না পেলে, জাতীয় পরিচয় পত্র/ এন আইডি কার্ড নম্বর ব্যবহার করে, খুব সহজেই এডসেন্স এড্রেস ভেরিফিকেশন করা যায়।
তো আপনাদের যদি এ বিষয়ে কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের এই ওয়েবসাইট থেকে গুগল এডসেন্স সম্পর্কে আরো অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন।
ধন্যবাদ…