মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার (সেরা ৭ টি)

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার : আমরা জানি এন্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে, কোন ডিভাইস এর সকল থ্রেট সনাক্ত করতে, ব্লক করতে এবং মুছে ফেলতে সহায়তা করার জন্য এক ধরণের প্রোগ্রাম।

থ্রেট এর মধ্যে ভাইরাস, স্পাইওয়্যার, ব্লোটওয়্যার, ম্যালওয়্যার এবং বিভিন্ন ক্ষতিকারক প্রোগ্রাম অন্তুর্ভুক্ত রয়েছে।

যে গুলো আমাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে, বিভিন্ন ওয়েবসাইট লিংক বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রবেশ করে। আমাদের গুরুত্বপূর্ণ তথ্য অনেক ভাবে ক্ষতি করে দিতে পারে।

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার (সেরা ৭ টি)
মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার (সেরা ৭ টি)

তাই আমরা এমন এক ডিজিটাল যুগে বসবাস করছি যেখানে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ গুলোই স্মার্টফোন এর মাধ্যমে সম্পাদিত করতে হয়। তার জন্য আমাদের কাছে এমন সফটওয়্যারগুলো থাকা অত্যন্ত জরুরী।

আমাদের ব্যক্তিগত তথ্য গুলো কে অসাধু ব্যক্তি দের হাত থেকে নিরাপত্তা প্রদান করতে পারে। এন্টিভাইরাস সফটওয়্যার ডিভাইসগুলোকে ভাইরাস থেকে সুরক্ষা প্রদানের পাশাপাশি। চুরি হওয়া থেকে খুঁজে পেতে, রিমোটলি লক বা ফর্ম্যাট করতে।

ভিপিএনের সাহায্যে ব্রাউজ করতে এবং আরো বিভিন্ন প্রকার কাজ এর একটি টুল হিসেবে কাজ করে থাকে।

তাই আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার নিয়ে।

আপনি যদি আপনার মোবাইলটি ভাইরাস মুক্ত করতে চান। তাহলে আমাদের দেওয়া সফটওয়্যার গুলো আপনার অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।

তাই আপনি যদি আপনার মোবাইলে ভাইরাস কাটতে চান। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার (সেরা ৭ টি)

আমাদের পোষ্টে আজ আপনাদের সাথে আলোচনা করব এমন কিছু সেরা মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে।

যেগুলো আপনার মোবাইলকে সর্বাধিক সুরক্ষা প্রদান করবে। এছাড়া আপনাকে ইন্টারনেট জগতে সুরক্ষিত রাখবে।

আর সময় নষ্ট না করে, জেনে নেওয়া যাক মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার গুলো সম্পর্কে। যেমন-

01. AVG Antivirus Free

AVG এন্টিভাইরাস ফ্রি হচ্ছে, অ্যান্ড্রয়েড অ্যাপ এর মধ্যে জনপ্রিয় একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার।

এই সফটওয়্যারটি আপনারা চাইলে, প্রিমিয়াম ভাবেও কিনে নিয়ে ব্যবহার করতে পারবেন। কিন্তু এর ফ্রি টাইম পিরিয়ড রয়েছে 30 দিনের জন্য।

আপনি যদি এই এন্টিভাইরাস ব্যবহার করতে চান। তাহলে এখানে অনেকগুলো ফিচার পাবেন যেমন-

  • মোবাইল ফোন চুরি হওয়ার পরে খোঁজে দিতে সহায়তা করে।
  • সকল অ্যাপ গুলোকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা সম্ভব হয়।
  • সিম রিপ্লেস করা হলে অটোমেটিক ভাবে আপনার মোবাইল লক করে দেয়া হবে।
  • আপনার ডিভাইসকে ম্যালওয়্যার, ভাইরাস, স্পাইওয়্যার, এবং আরো অন্যান্য থ্রেট থেকে সুরক্ষিত রাখবে।
  • পরবর্তী সময়ে তিনবার মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে এ সফটওয়্যারটি অটোমেটিকভাবে অজ্ঞাত ব্যক্তির ছবি তুলে আপনাকে মেইল করে দেবে।

আপনি যদি এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ডাউনলোড করতে চান। তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে প্রবেশ করতে পারেন।

02. Kaspersky Mobile Antivirus

এন্ড্রয়েড মোবাইল ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে Kaspersky কে মোবাইল এন্টিভাইরাস অনেক পরিচিত একটি নাম।

উক্ত Kaspersky অ্যাপটি তার টুল এবং এন্টিভাইরাস প্রোগ্রাম এর সাথে আপনার আইডেনটিটি এবং প্রাইভেসিকে সুরক্ষা প্রদান করে।

আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যায়ক্রমিকভাবে পটেনশিয়াল সেটগুলো ব্লক করে থাকে।

তাই আপনি যদি এই Kaspersky মোবাইল এন্টিভাইরাস ব্যবহার করেন। তাহলে আপনার এখানে যে ফিচারগুলো পাবেন সেগুলো হচ্ছে-

  • 24*7 থ্রেট গুলোকে মনিটর করে থাকে।
  • অটোমেটিকলি আপনার অ্যাপসগুলো স্ক্যান করে।
  • যে অ্যাপ গুলো আপনার মোবাইলে স্পাই করছে সেগুলো কে খুঁজে বের করতে সহায়তা করে।
  • যে সকল ইউআরএল আপনার তথ্য চুরি করছে সে সম্পর্কে আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে থাকে।
  • বিভিন্ন এন্টি থেফ্ট ফিচার যেমন- লকিং, ওয়াইপিং এ স্টোলেন ডিভাইস এবং ইত্যাদি সংযুক্ত আছে।

তাই আপনার মোবাইলকে সুরক্ষিত রাখতে আপনারা এই Kaspersky মোবাইল এন্টিভাইরাস টি ব্যবহার করতে পারেন ভাইরাস কাটার জন্য।

03. Avast Mobile Security

আপনি যদি মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার খুঁজে থাকেন। তাহলে আপনার জন্য আরও একটি দুর্দান্ত শক্তিশালী ভাইরাস কাটার সফটওয়্যার হচ্ছে- Avast Mobile Security.

Avast Mobile Security মাধ্যমে আপনি বিনামূল্যে এন্ড্রয়েড মোবাইল নিরাপত্তা রাখতে পারবেন।

এটি আপনার মোবাইলের পারফরমেন্সকে বজায় রেখে সর্বাপেক্ষা বেশি এবং সিকিউরিটি প্রদান করবে।

তাই আপনি যদি Avast Mobile Security সফটওয়্যারটি ভাইরাস কাটার জন্য ব্যবহার করেন। তাহলে এখানে বিভিন্ন ধরনের ফিচার পাবেন যেমন-

  • ক্ষতিকারক অ্যাপ গুলো খুজে বের করে দেবে।
  • ওয়াইফাই নেটওয়ার্ক এর সিকিউরিটি চেক করবে।
  • এই Avast Mobile Security আপনি মোট দশটি ডিভাইস এ শেয়ার করতে পারবেন।
  • ওয়েব এর খারাপ লিংক গুলো ব্লক করে আপনার ফোনকে সুরক্ষা প্রদান করে।
  • তার নিজস্ব ভিপিএন আপনার ব্রাউজিং হিস্টোরি সুরক্ষিত রাখে।

আপনি যদি মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার খুঁজে থাকেন। তাহলে সবার আগে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

04. Google Play Protect

Google Play Protect মোবাইল অ্যাপটি আপনার ডাটা সফটের ওপর সবচেয়ে বেশি নজর দিয়ে থাকবে।

Google Play Protect অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ডিভাইসকে পোটেনশিয়াল হার্মফুল অ্যাপ্লিকেশন থেকে সুরক্ষিত রাখতে পারবেন।

আপনি Google Play Protect এখানে অ্যান্টি থেফ্ট টুল পেয়ে যাবেন। আপনার ডিভাইস লোকেশন যদি কেউ মনিটর করার চেষ্টা করে থাকে বা অন্য কোন ক্ষতিকারক ক্রিয়া-কলাপ করে।

তবে এই সফটওয়্যার আপনাকে এসকল থ্রেট থেকে রক্ষা করতে সহায়তা করবে।

তাই আপনি যদি এই Google Play Protect ব্যবহার করেন। তাহলে এখানে যে ফিচারগুলো পাবেন সেগুলো হচ্ছে-

  • অটোমেটিক ভাবে পিএইচএ রিমুভ এবং ব্লক করে।
  • চুরি হওয়া ডিভাইস খুঁজে বের করতে সহায়তা করে।
  • রিমুটলি ডাটা মুছে ফেলতে বা ডিভাইস লক করতে সহায়তা করে থাকে।
  • ক্লাউড বেসড এপস ভেরিফিকেশন পদ্ধতি পোটেনশিয়াল হার্মফুল এপ্লিকেশন থেকৈ ডিভাইস গুলেঅ দূরে রাখে।

আপনি যদি মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার খোঁজেন তাহলে, এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন।

05. McAfee Mobile Security

এন্টিভাইরাস মোবাইলে ভাইরাস কাটার জন্য অনেক সুরক্ষা প্রদান করে থাকে। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসকে ভাইরাস থাকে দূর করে আপনার আইডেন্টিটি সেভ রাখতে পারবেন।

এখানে আপনি একটি সিকিউর ভিপিএন ব্যবহার করতে পারবেন। তাই আপনি যদি মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করেন। তাহলে এখানে বিভিন্ন ফিচার পাবেন যেমন-

  • বিপদজনক লিংক এবং ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখবে।
  • নিয়মিত স্ক্যান করে ক্ষতিকারক অ্যাপগুলোকে ব্লক করে দেবে।
  • তার নিজস্ব ভিপিএন আপনার গোপনীয় তথ্য সুরক্ষিত করবে।
  • ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট এবং লিঙ্গ থেকে গোপনীয় তথ্য নিরাপদ করবে।

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার হিসেবে, আপনি এটি ব্যবহার করতে পারেন।

06. Malwarebytes Security

মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার গুলোর মধ্যে Malwarebytes Security সফটওয়্যার টি অনেক বিশ্বাসযোগ্য। সফট্ওয়ারে আপনি সাইবার নিরাপত্তা, ফিসিং ইউআরএল ট্র্যাক করতে পারবেন এবং আরও বিভিন্ন ধরনের সেবা পাবেন।

আপনি যদি এই Malwarebytes Security মোবাইলে ভাইরাস কাটার ব্যবহার করেন তাহলে এখানে অনেক ফিচার পাবেন যেমন-

  • Malwarebytes Security এর নিজস্ব ভিপিএন ব্যবহার করতে পারবেন।
  • ফিসিং ইউআরএল খুঁজে বের করে দিবে।
  • স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট এবং রিমুভ করে।
  • ব্লোটওয়্যার গুলো ডিলিট করে, মোবাইল এর পারফরম্যান্স বাড়িয়ে তুলে।
  • প্রাইভেসি অডিট ফিচার আপনার এপস গুলোকে প্রতিনিয়ত মনিটর করে থাকে।

আপনি যদি এই Malwarebytes Security সফটওয়্যার ব্যবহার করে ভাইরাস কাটার জন্য ব্যবহার করেন। তাহলে, আপনাকে টি ডাউনলোড করতে হবে।

07. F-Secure SAFE

F-Secure SAFE মোবাইলে ভাইরাস কাটার প্রোগ্রামটির সব ধরনের অপারেটিং সিস্টেমের সাথে চলে। তার সাথে এটা স্ট্যান্ডঅ্যালোন এন্টিভাইরাস প্রোগ্রাম আছে।

এই সফটওয়্যারটি আপনাকে সবচেয়ে সেরা ব্যাংকিং প্রটেকশন প্রদান করে থাকে। আপনি যদি এটি ব্যবহার করতে চান। তাহলে এখানে যে. ফিচার গুলো পাবেন সেগুলো হচ্ছে-

  • রিমোট একাউন্ট ম্যঅনেজমেন্ট করে।
  • হারানো বা চুরি হওয়া মোবাইল এর ফাইন্ডার আছে।
  • ক্রম প্লাটফর্ম প্যারেন্টাল কন্ট্রোল করে।
  • ভালো ভাবে ক্ষতিকর এবং ফ্রড ওয়েবসাইট ব্লক করে দেয়।

তাই আপনি যদি এই মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার টি ব্যবহার করতে চান। তাহলে আপনাকে সরাসরি ডাউনলোড করে নিতে হবে। তারপর মোবাইলে ইন্সটল করতে হবে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

বন্ধুরা আমরা যারা স্মার্ট মোবাইল ব্যবহার করি তারা সকলেই, মোবাইল ব্যবহার করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেগুলো হচ্ছে, ভাইরাস।

ভাইরাসের কারণে আমাদের মোবাইলের মেমরি স্টোরেজ অনেক জায়গা দখল করে থাকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যায়। তাই আপনি যদি আপনার মোবাইলকে এসকল ভাইরাসের হাত থেকে সুরক্ষিত রাখতে চান।

তাহলে অবশ্যই আপনাকে মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেজন্য আমরা উপরের আলোচনা থেকে আপনাকে মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দিয়েছি।

এখন আপনার পছন্দমত যেকোনো একটি ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করে নিন। আপনার মোবাইলে ইন্সটল করলেই কাজ সম্পন্ন হবে।

তো বন্ধুরা আমাদের আজকের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বিশেষ করে, আমাদের ওয়েবসাইট থেকে নিয়মিত নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment