বর্তমান সময়ে স্মার্ট মোবাইল ফোন বা কম্পিউটার গুলোতে জিমেইল একাউন্ট খোলা যায়। প্রতিটি ডিভাইসে জিমেইল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাটি হইতো আমরা সবাই কম বেশি জানি।
বর্তমানে ইন্টারনেট বা অনলাইনের কাজ করতে আপনার প্রয়োজন হবে একটি জিমেইল আইডির। যেমন: আপনি যদি অনলাইনের মাধ্যমে কোন ওয়েবসাইট গিয়ে শপিং করতে চান তবে আপনাকে সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে একটি একাউন্ট তৈরি করতে হবে।
সেখানে একাউন্ট করতে অবশ্যই আপনার জিমেইল ঠিকানা দিতে হবে। এছাড়া অনলাইনে অনেক কাজ সম্পন্ন করার জন্য পদে পদে জিমেইল একাউন্ট দিতে হবে। তাই আপনার নিজের একটি জিমেইল একাউন্ট থাকতে হবে।
আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ফেসবুক নিরাপদ রাখতে চান তাহলে আপনার ফেসবুক একাউন্টের সাথে একটি জিমেইল একাউন্ট যুক্ত করতে হবে। এছাড়া আপনি যদি অনলাইনে ওয়েবসাইট, ইউটিউব ইত্যাদি চালু করতে চান তাহলেও সবার আগে একটি জিমেইল একাউন্ট লাগবে।
আপনারা জানেন যে, বর্তমানে একটি নতুন স্মার্ট মোবাইল ফোন কিনার পরে মোবাইলে ইন্টারনেট/WiFi কানেকশন দিয়ে যে কোন ব্রাউজারে নেট ব্যবহার করতে চাইলে সেখানে একটি জিমেইল একাউন্ট খোলার প্রয়োজন হয়।
আমরা জানি কম্পিউটার বা মোবাইল হউক না কেন জিমেইল একাউন্ট খোলা একদম সহজ। আপনি যদি জিমেইল একাউন কি, কেন, এবং কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায় সে সম্পর্কে না জানেন তবে আমাদের সাইটে আপনাকে স্বাগত।
আরো পড়ুনঃ
- অল্প পুঁজিতে লাভজনক ১০ টি ছোট ব্যবসার আইডিয়া [বিস্তারিত এখানে]
- মোবাইল দিয়ে টাকা ইনকাম | প্রতিদিন 1100 টাকা ঘরে বসে আয় করুন
- ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো অনলাইনে?
আমরা আপনাকে দেখাবো কিভাবে একটি জিমেইল একাউন্ট খোলা যায়। তার জন্য নিচের লেখা গুলো মনযোগ দিয়ে পড়ুন।
জিমেইল কি?
জিমেইল হলো গুগলের একটি প্রডাক্ট৷জিমেইল গুগলের দ্বারা পরিচালিত হয়ে থাকে৷ গুগল আমাদের ফ্রিতেই ইমেইল সেবা প্রদান করে৷ জিমেইল এর নাম মূলত এরকম হয়ে থাকে- [email protected].
কোন জিমেইল খোলার জন্য আপনাকে কোন না নির্বাচন করতে হবে। educive.com নাম এর শেষে যে চিহ্ন দিতে হয় সেই অংশটির নাম হলো @ (adrarat) এর পরের অংশটি আপনি ই-মেইল সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে যে জিমেইল আইডি খোলবেন সেই প্রতিষ্ঠানের ডোমেইন হলো gmail.com.
ইমেইল আর জিমেইল কি এক?
আপনারা অনেকেই জানতে চান যে ইমেইল আর জিমেইল কি এক, আমি বলবো হ্যাঁ, জিমেইল বলতে ইমেইল ঠিকানাকেই বোঝানো হয়। তাই আপনারা গুগলে সার্চ করে থাকেন কিভাবে ই-মেইল আইডি খোলা যায়? বা কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়? আমরা আজ এখানে আপনাকে দেখিয়ে দিবো কিভাবে একটি জিমেইল আইডি বানাতে হয়।
কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়?
জিমেইল কি? এবং কেন একটি জিমেইল একাউন্ট খোলার প্রোয়োজন হয় তা আমি উপরের অংশে আলোচনা করেছি। এখন আপনাকে দেখাবো কিভাবে একটি জিমেইল একাউন্ট খোলতে হয়।
আমরা আপনাকে নতুন একটি জিমেইল একাউন্ট খোলার সকল উপায় দেখাবো এবং মোবাইল নম্বর, রিকভারি মোবাইল নম্বরসহ সংযুক্ত করে দেখিয়ে দিবো।
কারণ আপনি যখন কোন একটি জিমেইল খোলবেন তখন আপনার তথ্য গুলো আগে থেকেই যুক্ত করে রাখেন তবে আপনি পরবর্তী যে কোন সময় কোন কারণে জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে উক্ত রিকভারি মোবাইল নম্বর ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে একাউন্ট সচল করতে পারবেন।
এখন সময় হলো কিভাবে একটি জিমেইল একাউন্ট খোলা যায় তা জানা। আপনি যদি একটি নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম জানতে চান তবে আমাদের লেখা গুলেঅ স্টেপ by স্টেপ দেখুন।
আরো দেখুনঃ
- কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় | মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি
- অনলাইন ইনকামের ট্রাস্টেড সাইট | অনলাইন ইনকাম করার সেরা সাইট গুলোর তালিকা
- অনলাইনে কত টাকা আয় করা যায় | মাসে ১ লক্ষ টাকা ইনকাম করার উপায়
Step 01
কোন জিমেইল একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে এই গুগলে www.gmail.com লিখে নিচে দেওয়া ছবির লিংকে প্রবেশ করতে হবে।
তারপরে আপনি এখানে একটি ফরম দেখতে পারবেন৷ সেখানে আপনার জিমেইল একাউন্ট ও পাসওয়ার্ড লিখে জিমেইল একাউন্টে প্রবেশ করার জন্য বলা হবে৷
যেহেতু আপনি একটি নতুন জিমেইল একাউন্ট খোলবেন তাই Create an Account লিংকে ক্লিক করতে হবে। নিচে দেওয়া ছবির মতো।
Step 02
তারপরে আপনার সামনে আরও একটি ফরম Open হবে৷ সেখানে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে৷ প্রথমে
- Name : (আপনার নামের প্রথম অংশ) যেমন : Tarek
- Surname : (আপনার নামের ২য় অংশ) Jaman
- Username : educive.com
- Password : ******** (৮ Digit ইংরেজি অক্ষরের সাথে কয়েকটা সংখ্যা দিতে হবে)।
- Make Sure : ******** (Password এ যে অক্ষর ও সংখ্যা দিয়েছেন সেটি এখানেও দিতে হবে)।
যখন Username নামটি দিবেন এটি আপনার জিমেইল ঠিকানায় যুক্ত থাকবে৷ এই নামটি দেওয়ার সময় আপনাকে কয়েকবার Try করতে হতে পারে কারণ আপনি যে নামটি দিয়েছিন সেটি অন্যকেও আগেই নিয়ে নিয়েছে।
আপনার যদি সেই নামটিই দরকার হয় তখন এটি উপায় রয়েছে তা হলো নামের পরে কয়েকটি সংখ্যা দিতে পারেন যেমন : আপনার মোবাইল নম্বরের শেষ ২-৩ টা সংখ্যা। আর যদি নাম দিয়ে হয়ে যায় তবে জিমেইল এর Username হবে [email protected]
Username সেট হওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যা আপনার মনে থাকবে। যে পাসওয়ার্ড টি দিবেন তার নিচে Confirm Password/Make Sure এ আগের পাসওয়ার্ডটিই দিয়ে দিবেন। নিচে দেওয়ার ছবির মতো।
Step 03
উপরোক্ত ফরম পূরণ করার পরে Next লেখাতে ক্লিক করতে আপনাকে আরো একটি ফরম দেওয়া হবে সেখানে Verify your phone number আপনি যে নাম দিয়ে জিমেইল সূরক্ষা রাখতে চান সেই নম্বর দিবেন। তার পরে আপনার নম্বরে একটি এসএমএস কোর্ড আসবে। কোর্ডটি দিয়ে Next এ ক্লিক করতে হবে নিচের ছবির মতো।
Step 04
উক্ত Verify your phone number দেওয়ার পরে আরো একটি ফরম আসবে সেখানে আপনার জন্ম তারিখ Date of Birth, Gender “Male” or “Female” নির্বাচন করে Next দিতে হবে৷ নিচে দেওয়া ছবির মতো।
Step 05
উক্ত ফরমে Next দেওয়ার সাথে সাথে একটি জিমেইল একাউন্ট তৈরি হয়ে যাবে।তার পরে আপনার কিছু কাজ থাকে তা হলো I agree বাটনটিতে ক্লিক করে দিতে হবে।
Step 06
তারপরে আরো একটি পেইজ আসবে৷ সেখানে skip লেখাতে ক্লিক করে দিতে হবে।
আরো পড়ুনঃ
- কিভাবে শুরু করবেন অনলাইন ইনকাম [বিস্তারিত এখানে]
- নতুনদের জন্য অনলাইনে আয় করার সহজ উপায় [বিস্তারিত এখানে]
- মোবাইল অ্যাপস থেকে আয় | বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম
Step 07
এখন আপনার একটি জিমেইল একাউন্ট খোলা হয়েছে৷ আপনি এই জিমেইল গুগলের যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন৷এছাড়া আপনি যদি কারো সাথে ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চান তাও পারবেন।
Step 08
যখন আপনি জিমেইল একাউন্টে প্রবেশ করবেন তখন নিচে দেওয়া ছবির মতো আপনার একাউন্টটি দেখাবে। এখানেই আপনার জিমেইল পরিচালনা করতে হবে।
শেষ কথা
আমাদের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারলেন কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়। আপনি যদি একাউন্ট না খুলতে পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো।
আমাদের এই ওয়েবসাইটে আরো নতুন নতুন বিষয় জানতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।