আপনার যদি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তাহলে সেই ফোনকে কাজে লাগিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন।
বর্তমানের লোকেরা মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। আপনারা যদি মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাহলে আপনাকে মোবাইল সম্পর্কে কিছু জানতে হবে।
আপনারা হইতো অনেক আগে থেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন কিন্তু ফোন ব্যবহার করার সময় কিছু ভাইরাস মোবাইল ধ্বংস করে দেয়।
আপনার মোবাইলটা যদি অফিশিয়াল হয় তাহলে সে সকল ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য কেন ব্যবহার করতে হবে এন্টিভাইরাস।এন্টিভাইরাসের ব্যবহার জানতে হবে।
আমাদের এই ওয়েবসাইটে এন্টিভাইরাস কি এবং এন্টিভাইরাস কি কাজ করে যাবতীয় তথ্য জানতে পারবেন।
তার জন্য আমাদের এই পেজের পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে করতে পড়তে হবে।
এন্টিভাইরাস সফটওয়্যার কি
এন্টিভাইরাস আছে একটা প্রোগ্রাম বা সফটওয়্যার। যার মাধ্যমে কোন মোবাইল বা কম্পিউটারে ভাইরাস ধ্বংস করা যায়।
মোবাইল ভাইরাস যখন মোবাইলে প্রবেশ করে ক্ষতি করার চেষ্টা করে।
তখন এন্টিভাইরাস স্ক্যান করার মাধ্যমে সেভারাস থেকে শনাক্ত করতে পারে।
ভাইরাস যেমন একটা প্রোগ্রাম এন্টিভাইরাসের তেমন একটি প্রোগ্রাম।
তার মধ্যে পার্থক্য আছে ভাইরাস তৈরি করা হয় ধ্বংস করার জন্য আর এন্টিভাইরাস তৈরি করা হয় তার নির্মূল করার জন্য।
আরো দেখুনঃ
- ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার সঠিক গাইড 2022
- মেয়েদের জন্য অনলাইন জব 2022 [ঘরে বসে অনলাইনে চাকরি]
- জিমেইল কি? কেন? কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায় [বিস্তারিত এখানে]
অ্যান্টিভাইরাস কিভাবে ভাইরাস থেকে রক্ষা করে
- অ্যান্টিভাইরাস একটি মোবাইল সফটওয়্যার যা আবার কম্পিউটার ব্যবহার করা যায়।
- এই প্রোগ্রাম যখন তৈরি করা হয় তখন ভাইরাস থেকে রক্ষা করার জন্য কিছু প্রক্রিয়া দিয়ে দেয়া হয়।
- যখন কোন ভাইরাস মোবাইলকে আক্রমণ করে তখন সেই এন্টিভাইরাসটি স্ক্যান করে তা শনাক্ত করে।
- তারপর ভাইরাস ফাইলটি রিমুভ করে ভাইরাস থেকে রক্ষা করে।
অ্যান্ড্রয়েড মোবাইল এন্টিভাইরাস অ্যাপ্লিকেশন কি?
বর্তমানে বিভিন্ন পরীক্ষার উপর ভিত্তি করে সেরা এন্ড্রয়েড মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার এর তালিকা তৈরি করা হয়।
এখানে যে সকল এন্টিভাইরাসের তালিকা নিয়ে আলোচনা করব তা ব্যবহারের একটা সুন্দর স্বচ্ছ ধারণা নিতে পারবেন।
(ক) বিট ডিফেন্ডার মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার। যা বর্তমানে অনেক জনপ্রিয় এবং নিশ্ছিদ্র ম্যানুয়াল সুরক্ষা ও বিস্তৃত বৈশিষ্ট্য প্রদান করে থাকে।
(খ) নর্টন মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার এর আরো ভালো সুরক্ষা আছে। নর্টন অ্যান্টিভাইরাসটি একদম ফ্রি। যা আপনি মোবাইলে ব্যবহার করে সকল ভাইরাস নির্মূল করতে পারবেন।
(গ) এভাস্ট মোবাইল এন্টিভাইরাস এবং ম্যকএফি ফ্রী মোবাইল এন্টিভাইরাস অনেক ফিচার করে থাকে। এবং ম্যালওয়্যার ডিটেকশন টেস্ট অনেক ভালো।
কিন্তু এভারেস্টের সেই ফ্রী ভার্শন এন্ট্রিচুরি এবং কল ব্লকিং টুলসগুলো ভালো কাজ করেনি এবং উভয় সফটওয়্যার প্রচুর বিজ্ঞাপন দেখায় তবে পেইড ভার্শন এই সমস্যা নেই।
(ঘ) ক্যাসপারস্কি মোবাইল এন্টিভাইরাস এর বিনামূল্যের ভার্সটিতে কোন বিজ্ঞাপন নেই, কলব্রকিং এবং এন্টিচুরি বৈশিষ্ট্য গুলো ভালো কাজ করে। এর ম্যালওয়্যার সুরক্ষা অনেক ভালো কাজ করে।
(ঙ) লুকআউট অ্যান্টিভাইরাস প্রথম মোবাইল এন্টিভাইরাস অ্যাপ গুলোর মধ্যে একটি। এখানে বাধ্যতামূলক সুরক্ষা বিকল্প রয়েছে। এই সফটওয়্যার টা কতটা কার্যকর হবে তা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
অনেকের মোবাইলে দেখা যায় গুগল প্লে স্টোর থেকে অনেক ধরনের এন্টিভাইরাস ইনস্টল করা থাকে কিন্তু সেই সকল এন্টিভাইরাস দিয়ে মোবাইল রক্ষা করার ক্ষেত্রে তেমন কাজ করে না।
আমরা উপরে যে এন্টিভাইরাস গুলির তালিকা দিয়েছি সেগুলো ব্যবহার করে আপনার মোবাইল সুরক্ষা করতে পারবেন। এগুলোকে top-level এন্টিভাইরাস বলা হয় যা ভাইরাস সনাক্তকরণ ও প্রতিরোধ্য করে থাকে।
গোপনীয়তা ও চুরি বিরোধী বৈশিষ্ট্য গুলি একটি পরিসীমা ও সরবরাহ করে থাকে যা অনেক কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সবচেয়ে মজার বিষয় হল এন্টিভাইরাস প্রোগ্রাম গুলি জিপিএসের মাধ্যমে আপনার ফোন বা ট্যাবলেট ট্র্যাক করতে পারে।
ডিভাইসের ক্যামেরা দিয়ে ফোন চোরের ছবি তুলতে পারে এবং এমনকি আপনার ফোনটি শনাক্ত করতে পারে আপনার স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারে।
আমরা এখানে ৫টি এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম দেখাবো :
০১। বিটডিফেন্ডার মোবাইল এন্টিভাইরাস
- এন্টিভাইরাস এর নাম : বিটডিফেন্ডার মোবাইল এন্টিভাইরাস
- সার্ভিস : অনেক ভালো দেয়
- সাপোর্ট : ৫.০
- এন্টিভাইরাস এর দাম : ১৪ ডলার (১ বছর মেয়াদী)
বিটডিফেন্ডার মোবাইল অ্যান্টিভাইরাস ব্যবহার করে খুব ভালো সার্ভিস পাবেন।
উক্ত এন্টিভাইরাসটি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আপনার মোবাইল ফোনে যেমন পার্সোনাল অ্যাপ লক, একটি ওয়াইফাই স্ক্যানার ও মোবাইলের বৈশিষ্ট্য এবং ডাটা লঙ্ঘন, শক্তিশালী গোপনীয়তা সুরক্ষা সরঞ্জাম ক্ষমতা রয়েছে।
বর্তমানে বিটডিফেন্ডার মোবাইল এন্টিভাইরাস 14 দিনের জন্য আপনাকে ব্যবহার করার অফার করবে কিন্তু এই ফ্রী ভার্সনে আপনি কোন তেমন কোন সুবিধা গ্রহন করতে পারবেন না তাই আপনাকে প্রিমিয়াম এন্টিভাইরাসটি টাকার বিনিময়ে কিনতে হবে। বিটডিফেন্ডার মোবাইল এন্টিভাইরাস কিনতে কত টাকা লাগে তা আমি ওপরের অংশে একবার জানিয়ে দিয়েছি।
এছাড়া যে কোন এন্ড্রয়েড মোবাইলে এর জন্য বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস এটি প্রকৃতপক্ষে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র ম্যালওয়্যারের জন্য স্ক্যান করে।
আরও পড়ুন:
- গুগল থেকে টাকা আয় করার সেরা উপায় (Earn from google)
- ব্লগার ব্লগে আর্টিকেল লেখার নিয়ম [বিস্তারিত এখানে]
- জমির দলিল খরচ 2023 || জমির দলিল সংক্রান্ত সকল আপডেট তথ্য এখানে
- গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন চিঠি কি ?
আপনি যদি এই এন্টিভাইরাস এর মাধ্যমে আপনার মোবাইল ফোনে সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহার করতে চান তবে আপনাকে প্রতিবছর 14 থেকে 15 ডলার খরচ করতে হবে।
বর্তমানে সবার প্রিয় এন্ড্রয়েড মোবাইল এন্টিভাইরাস বিট ডিফেন্ডার সিকিউরিটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন।
বিটডিফেন্ডার মোবাইল এন্টিভাইরাস এর কাজ গুলি কি কি তা বিস্তারিত দেখতে নিচে অংশগুলি অনুসরণ করে।
- এটি একটি অত্যাধুনিক ম্যালওয়্যা বন্ধ করতে পারে।
- বিটডিফেন্ডার মোবাইল এন্টিভাইরাস যে কোন ভাইরাসের হুমকি সনাক্ত করতে পারে।
- যেকোনো মোবাইলের ফাইল গুলোকে নিরাপদ থাকতে মাল্টিলেয়ার রানসমওয়ারে সুরক্ষা দিয়ে থাকে।
- অনলাইন কাজ করার জন্য গোপনীয়তাঃ নিরাপদ ভিপিএন যন্ত্রের উন্নতি করে থাকে।
- কোন মোবাইলের সিস্টেম কর্ম ক্ষমতা ন্যূনতম কোনো প্রভাব ফেলে না।
- আপনি যদি বিটডিফেন্ডার এন্টিভাইরাস ডাউনলোড করতে চান তবে এখান থেকে ডাউনলোড করে নিজের ফোনে ইনস্টল করতে পারবেন। এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করতে এখান ক্লিক করুন।
০২। নর্টন মোবাইল এন্টিভাইরাস
- এন্টিভাইরাস এর নাম : নর্টন মোবাইল এন্টিভাইরাস
- সার্ভিস : ভালো সফটওয়্যার
- সাপোর্ট : ৬.০
- এন্টিভাইরাস এর দাম : ৩০ ডলার (১ বছর মেয়াদী)
নর্টন মোবাইল এন্টিভাইরাস অনেকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তৈরি করা হয়েছে যে কোন এন্ড্রয়েড মোবাইল ফোনের অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করার জন্য সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে থাকে।
নর্টন মোবাইল এন্টিভাইরাস ফ্রি ভার্সনে অনেক ভালো কাজ করে যা টোরাজন এর মত ভাইরাসকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গিয়েছে যে সমস্ত এন্ড্রয়েড মোবাইল এন্টিভাইরাস প্রোগ্রাম এর মধ্যে সেরা একটি সিকিউরিটি ব্যবস্থা।
আপনারা যদি এই এন্টিভাইরাসটি প্রিমিয়াম ভাবে কিনতে চান তবে আপনাকে প্রতিবছর 30 ডলারের মতো খরচ করতে হবে।
এই মোবাইল এন্টিভাইরাসটি অন্যান্য এন্টিভাইরাসের থেকে একটু খরচ বেশি কিন্তু এই এন্টিভাইরাস এর মাধ্যমে অনেক জটিল জটিল ভাইরাস নির্মূল করা সম্ভব হয়ে থাকে যেকোনো মোবাইল ফোনে।
এই এন্টিভাইরাসটি মোবাইলের সিকিউরিটি অন্যান্য অ্যাডভাইজার দের ভারী ডাটা ব্যবহার এবং অস্বাভাবিক আচরণের জন্য মোবাইল ডিভাইসে অ্যাপ পরীক্ষা করে থাকে।
অ্যান্টিভাইরাসটি গুগোল প্লেস্টরে প্রোগ্রামগুলি ইনস্টল করার আগে নিরাপত্তা এবং গোপনীয়তার ঝুঁকির হাত থেকে মুক্ত করে।
আরও পড়ুন:
- বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় (বিস্তারিত জানুন)
- ডিজিটাল মার্কেটিং করে অনলাইনে ইনকাম? কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন? [বিস্তারিত দেখুন]
- অনলাইনে ইনকাম করার সেরা ওয়েবসাইট গুলোর তালিকা
- মাইক্রো জব করে অনলাইনে আয় করার উপায়| মাইক্রো জব সাইট থেকে ইনকাম
০২। অ্যাভাস্ট মোবাইল এন্টিভাইরাস
- এন্টিভাইরাস এর নাম : অ্যাভাস্ট মোবাইল এন্টিভাইরাস
- সার্ভিস : অনেক ভালো
- সাপোর্ট : ৫.০
- এন্টিভাইরাস এর দাম : ২০ ডলার (১ বছর মেয়াদী)
অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস হল অ্যান্ড্রয়েড মোবাইল গুলোর জন্য সবথেকে জনপ্রিয়।
অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস এর মূল বৈশিষ্ট্য হচ্ছে যা প্রাইভেসি এবং ডিভাইস সিস্টেম অপটিমাইজার থেকে কাস্টমাইজেবল ব্ল্যাকলিস্ট পর্যন্ত সবকিছু সরবরাহ করে থাকে।
আমরা জানি এভাস্ট সেরা এন্টিভাইরাস যা ফ্রি ভার্সন পাওয়া যায় কিন্তু এই ভাইরাসটি একেবারে নিখুঁত নয়।
আপনি যদি মোবাইলের সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহার করতে চান তবে আপনাকে এভাস্ট এন্টিভাইরাস টি প্রিমিয়াম ভাবে ডলারের বিনিময় কিনতে হবে।
যা কিনতে আপনার ২০ ডলারের মত খরচ হবে এবং এ সিকিউরিটি আপনি এক বছর পর্যন্ত আপনার ফোনে ব্যবহার করতে পারবেন।
০৪। ক্যাসপারস্কি মোবাইল এন্টিভাইরাস
- এন্টিভাইরাস এর নাম : ক্যাসপারস্কি মোবাইল এন্টিভাইরাস
- সার্ভিস : অনেক ভালো
- সাপোর্ট : ৫.০
- এন্টিভাইরাস এর দাম : ২০ ডলার (১ বছর মেয়াদী)
আমরা জানি ক্যাসপারস্কি মোবাইল এন্টিভাইরাস যা এন্ড্রয়েড মোবাইলের জন্য ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি নামে পরিচিত।
আমরা যখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকি তখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের ফোনে অনেক ভাইরাস আক্রমণ করে থাকে যা নির্মূল করতে সাহায্য করে।
আপনি যদি ডলার খরচ করে এই ক্যাসপারস্কি পেইড ভার্সন এন্টিভাইরাসটি ক্রয় করেন তবে এখানে সুবিধা পাবেন নতুন অ্যাপের স্বয়ংক্রিয় সিস্টেম ও একটি অ্যাপ লক ও পরিচিত ফিশিং ওয়েবসাইট ব্লক করা সহ অনেক সুযোগ সুবিধা।
০৫। লুকআউট মোবাইল এন্টিভাইরাস
- এন্টিভাইরাস এর নাম : লুককআউট মোবাইল এন্টিভাইরাস
- সার্ভিস : অনেক ভালো
- সাপোর্ট : ৫.০
- এন্টিভাইরাস এর দাম : ৩০ ডলার (১ বছর মেয়াদী)
বর্তমানে লুকআউট মোবাইল সিকিউরিটি কে এন্টিভাইরাস বলা হয়।
বর্তমানে যেকোন মোবাইলে এই এন্টিভাইরাসটি ব্যবহারের সহজতা ও পরিষ্কার ইন্টারফেস এবং বিজ্ঞাপন কম থাকায় ধারাবাহিকভাবে সকলের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠছে।
অ্যান্টিভাইরাসটি ম্যালওয়ারের জন্য স্ক্যান করে এবং কোন হারিয়ে যাওয়া ফোনগুলি খুঁজে বের করতে শনাক্ত করে।
এছাড়া এই এন্টিভাইরাসের আরো বৈশিষ্ট্য হলো যে খারাপ ওয়েবসাইট ব্লকিং ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যানিং এবং এন্ড্রয়েড এন্টিভাইরাস প্রোগ্রাম গুলোর সাথে সমন্বয় করে কাজ করে থাকে।
প্রিমিয়াম ভার্সন এর কিছু বৈশিষ্ট্য-হল খারাপ ওয়েবসাইট ব্লকিং, ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যানিং-অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন গুলির সাথে সমন্বয় করে কাজ করে থাকে ।
আপনি যদি এন্টিভাইরাসটি আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে চান তবে 30 ডলার দিয়ে কিনে ব্যবহার করতে পারেন এবং এই এন্টিভাইরাসটির মেয়াদ থাকবে ১বছর।
আরও পড়ুন:
- অনলাইন ইনকাম কিভাবে শুরু করবো [বিস্তারিত এখানে]
- অনলাইন ইনকাম লিংক | অনলাইন রিয়েল ইনকাম ওয়েবসাইট লিংক।
- এডসেন্স এড লিমিট কি? এড লিমিট কেন হয় এবং এর সমাধান কি?
- দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় 2023 [ গুগল এডসেন্স পলিসি ]
শেষ কথা :
আমাদের এই পেজের মাধ্যমে আপনি জানতে পারলেন যে মোবাইলে কি কি এন্টিভাইরাস ব্যবহার করে মোবাইলকে সুরক্ষা রাখতে হয়।
আমরা উপরিক্ত যে পাঁচটি জনপ্রিয় এন্টিভাইরাস এর কথা বলেছি সেটাই অনুসরণ করে আপনি আপনার মোবাইলে সেট করতে পারেন।
এই পোস্টটি পড়ে যদি আপনি উপকৃত হন তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।