ক্যাপচা কোড কি : আমাদের আজকের এই আর্টিকেলের ক্যাপচা কোড নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যাচ্ছি।
বর্তমান সময়ে ইন্টারনেট জগতে এই ক্যাপচার শব্দটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ ইন্টারনেট ব্যবহার করার সকল ব্যক্তি এ ক্যাপচা শব্দের সাথে পরিচিত।
কিন্তু শব্দটি না থাকলেও অনেকেই বুঝতে পারে না যে, আসলে ক্যাপচা কোড বলতে কী বোঝায়। আমরা যখন কোন ফরম ফিলাপ করতে থাকি। অ্যাকাউন্ট তৈরি করি।
বিভিন্ন ফাইল ডাউনলোড করার আগে ইত্যাদি এ ধরনের কাজ গুলো অনলাইনে, করার সময় ক্যাপচা কোড গুলো পূরণ করতে বলা হয়।
ক্যাপচা কোড আলাদা আলাদা ভাবে হতে পারে। যেমন- কিছু কিছু ক্যাপচা কোড এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। শুধুমাত্র সংখ্যা, আবার কিছু কিছু ক্ষেত্রে ছবি, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে বাক্য।
তো চলুন আপনিও যদি সম্পূর্ণ ভাবে জেনে নিতে চান। আসলে এ ক্যাপচা কোড কি তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
ক্যাপচা কোড কি ?
সহজভাবে বলতে গেলে ক্যাপচা কোড এমন একটি অনলাইন ক্রিয়া-কলাপ বা টুলস। যার মাধ্যমে অনলাইন স্পাম থেকে রক্ষা পাওয়া যায়।
ক্যাপচা আমাদের বিভিন্ন অনলাইন বট, এবং পাসওয়ার্ড হারানো হাত থেকে সুরক্ষা প্রদান করে থাকে। যেগুলো ক্যাপচা করা হয়।
সে গুলোতে আপনি ফরম ফিলাপ, পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট তৈরি করার আগে, আপনাকে একটি সাধারণ এবং সহজ টাস্ক দেওয়া হয়।
এ টাস্ক বা কাজ গুলোর মাধ্যমে মূলত যে, ক্রিয়াকলাপ অন্তভূক্ত থাকে সেগুলো হলো-
- তাদের দেওয়া সংখ্যাগুলোকে দেখে দেখে সাবমিট করা।
- ছবিগুলো কে সিলেক্ট করা।
- দেখে দেওয়া শব্দগুলো কে সঠিকভাবে সাবমিট দেওয়া।
- সংখ্যার যোগ বিয়োগ এর ফলাফল সাবমিট করা ইত্যাদি।
ক্যাপচা কোড ফিলাপের কাজের মাধ্যমে আপনি যে একজন মানুষ সেটি আপনাকে প্রমাণ করার সুযোগ দেয়। ইন্টারনেটে অনেক কম্পিউটার প্রোগ্রাম এবং বট গুলো সক্রিয় হয়ে আছে। যে গুলোর মাধ্যমে, স্প্যামিং করা হয়।
তার জন্য ক্যাপচা প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে, একটি বটস বা কম্পিউটার প্রোগ্রাম না সেটি প্রমাণ করে থাকে।
এখন যদি আপনি প্রশ্ন করেন যে ক্যাপচা কোড কি? তাহলে এর উত্তরে বলব, ক্যাপচা প্রক্রিয়াতে সহজে বুঝতে না পারা। যা আঁকাবাঁকা শব্দ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। সে গুলো কে বলা হয় ক্যাপচা কোড।
এখন আপনারা হয়তো এই স্পষ্ট ভাবে বুঝতে পারছেন। যে এই ক্যাপচা কোড বলতে কি বুঝায়।
ক্যাপচা কোড Full Form in Bengali
আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা অনলাইনে খোঁজার চেষ্টা করে যে, ক্যাপচা কোড এর সম্পর্কে। তাই আজ আমি আপনাকে জানাবো ক্যাপচার সম্পূর্ণ রোগ সম্পর্কে যেমন- Complete Automated Public Turing Test To Tell Computers and Human Apart (CAPTCHA).
এর অর্থ হচ্ছে, এমন একটি স্বয়ংক্রিয় পরীক্ষা যার মাধ্যমে, কম্পিউটার এবং আসল মানব এর মধ্যে থাকা পার্থক্য বুঝতে পারে।
2000 সব আগে Luis von ahn, Manuel blum, Nicholas Hopper ও John langford এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রথমবারের জন্য নিয়ে আসা হয়।
এটি এমন একটি জনপ্রিয় প্রক্রিয়া ছিল। যার মাধ্যমে, অনলাইন জগতে মানুষ এবং মেশিনের মধ্যে ভিন্নতা খুঁজে বের করা সম্ভব হয়েছিল্
ক্যাপচা কোড (Captcha code) আমরা কেন ব্যবহার করি ?
ক্যাপচা কোড এর ব্যবহার মূলত একটি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে করা হয়। শুধুমাত্র একজন মানুষের দ্বারা সম্পন্ন করা সম্ভব। কিন্তু এটি কোন মেশিন বা রোবট ক্যাপচা সমাধান এর কাজ করতে পারে না।
সীমাবদ্ধ এলাকা গুলোতে হ্যাকার এবং স্পামারদের বাধা দেওয়ার জন্য মূলত এই ক্যাপচার ডিজাইন করা হয়েছে। তার জন্য বিভিন্ন ওয়েবসাইট অনলাইন টুল সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে বিভিন্ন ক্ষেত্রে ফরম ফিলাপ, অ্যাকাউন্ট তৈরিতে, ক্যাপচা কোড লক করতে হয়।
ওয়েবসাইটগুলো ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে যেমন-
- ফেক অ্যাকাউন্ট বাধা দেওয়া।
- স্প্যাম কমেন্ট ও স্প্যাম হতে দেয় না।
- আপনাদের ইমেইল একাউন্ট সুরক্ষিত রাখে।
- অনলাইন অ্যাকাউন্ট গুলো লগইন পেজ টিতে বটদের দ্বারা হওয়া স্বয়ংক্রিয় লগইন প্রচেষ্টা গুলো হতে দেয় না।
ক্যাপচা কোডের প্রকার ?
আপনার যখন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন তখন হয়তো বিভিন্ন ধরনের ক্যাপচা কোড গুলো সাথে আপনার সম্মুখিন হতে হয়।
তার জন্যে আমরা নিচে স্পষ্ট ভাবে জানানোর চেষ্টা করব। যে, মূলত কত প্রকার ক্যাপচা কোড আছে। তার জন্য নিচের তথ্য গুলো দেখুন-
- Text recognition based (পাঠ্য স্বীকৃতি ভিত্তিক)
- Image recognition based (ছবি স্বীকৃতি ভিত্তিক)
- Social Authentication (সামাজিক প্রমাণীকরণ)
- Logic questions based (যুক্তি ভিত্তিক প্রশ্ন)
- User interaction based (ব্যবহারকারীর মিথস্ক্রিয়া ভিত্তিক)
- Simple Math Problem (সহজ গণিত সমস্যা)
তো চলুন এখন আমরা এই ক্যাপচার সকল প্রকার বিষয়গুলো সম্পর্কে জেনে নেই।
Text recognition based
সকল ক্যাপচা গুলোতে যেগুলো কোড দেওয়া থাকে। সেগুলো সবকটি টেক্সট বেসড হয়। এর মানে এখানে ছবি, সংখ্যা ইত্যাদি থাকে না।
এখানে ক্যাপচা সমাধান করার জন্য আপনাকে টেক্সট গুলো কে সঠিকভাবে বুঝতে হবে। এবং সেই একই টেক্সট আপনাকে সাবমিট করতে হবে।
আপনাকে সহজভাবে বলতে গেলে এখানে শুধুমাত্র টেক্সট বেসড ক্যাপচা গুলো আপনাকে দেওয়া হবে।
Image recognition based
আপনারা নামটির সঙ্গে হয়তো বুঝতে পারছেন এই ধরনের ক্যাপচা গুলোতে আপনি শুধুমাত্র কিছু ছবি দেখতে পারবেন। এইজন্য কোডগুলোর সমাধান বের করার ক্ষেত্রে আপনাকে দিয়ে দেওয়া ছবি গুলো সঠিক ভাবে দেখতে হবে।
তাদের দেওয়া গুলো কে সঠিকভাবে সাবমিট আপনাকে ওয়েবসাইট অ্যাক্সেস করা সুযোগ দেবে।
Social Authentication
এসকল ক্যাপচা পূরণের প্রকারগুলো মূলত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এজন্য আপনাকে আপনার বন্ধুদের প্রোফাইলের ছবি এবং একাউন্ট ঠিকভাবে সিলেক্ট করতে হবে।
নিজের বন্ধুদের প্রোফাইল ছবি গুলো কে সঠিকভাবে সিলেক্ট করতে পারলে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে দেয়া হবে।
Logic questions based
এ ধরনের ক্যাপচার যে গুলো পাজেল দেওয়া হয়ে থাকে। সে গুলোতে লজিক প্রশ্ন করা হয়। এসকল ক্যাপচার ক্ষেত্রে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে।
যে গুলো সঠিক ভাবে উত্তর দিতে পারলে, আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করানোর অনুমতি দেবে।
User interaction based
এসকল ক্যাপচা গুলোতে যেগুলো প্রশ্ন করা হয় সেসব ইউজার মিথষ্ক্রিয়া বেসড হয়ে থাকে। এখানে কোডগুলো সমাধান করার জন্য আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।
Simple Math Problem
আপনারা হয়তো অনেক ওয়েব সাইটে ফরম ফিলাপ করার জন্য এ ধরনের ক্যাপচা কোড সমাধান করেছেন। এই ক্যাপচা গুলোতে আপনাকে কিছু সাধারণ এবং একেবারে সহজ অংকের সমাধান করতে বলা হবে যেমন- 5+11 কত হবে। কিংবা 11-3 কত হবে, ইত্যাদি।
আপনি তো বেশ সহজেই এ গুলোর সমাধান করে দিতে পারেন। তাহলে আপনি যেকোন ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন কাজ করার জন্য।
ক্যাপচা কোড (Captcha code) এর কিছু সুবিধা
ক্যাপচা কোড এর ব্যবহার আজ প্রায় সকল ওয়েবসাইট এবং অনলাইনের কোম্পানিগুলোতে ব্যবহার করা হয়। এমন এক সুরক্ষা কবজ। যায যেকোনো ওয়েবসাইট গুলোকে বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে।
এগুলো এক ধরনের সিকিউরিটি টেস্ট তৈরি করে থাকে যার সমাধান করা বটস ও স্প্যামারদের জন্য সম্ভব হয় না।
- রেফারেল কোড কি ? রেফার কোড থেকে আয় করার উপায়
- কোডিং কি ? কোডিং শেখা উপায় [বিস্তারিত এখানে]
- QR কোড কি ? কিউআর কোড এর ব্যবহার [জেনে নিন এখানে]
এখন সরাসরি ক্যাপচা কোড এর কিছু সুবিধাগুলোর বিষয়ে জেনে নেওয়া যাক। যেমন-
- একটি ওয়েবসাইটের কমেন্ট স্পাম হওয়া থেকে বাধা প্রদান করে।
- ফেক এবং স্পাম একাউন্ট রেজিস্ট্রেশন করতে বাধা প্রদান করে।
- বিভিন্ন সময়ে একটি ওয়েবসাইটকে বটস থেকে রক্ষা করে।
- ওয়েবসাইট এর লগইন পেজে প্রবেশ করতে বাধা প্রদান করে।
শেষ কথাঃ
তো বন্ধুরা আমরা আশা করছি আপনারা ভালো করে বুঝতে পারছেন যে, ক্যাপচা কোড কি এবং কেন ব্যবহার করা হয়। এবং ক্যাপচা কোড কত প্রকার ইত্যাদি।
আমাদের আর্টিকেল এর সাথে জড়িত যদি কোন প্রশ্ন এবং পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ মুহূর্তে আমি আশা করি যে, ক্যাপচা কোড এর বিষয়ে সবকিছু আপনি ভালো করে বুঝতে পেরেছেন।
আর যদি না বুঝে থাকেন তাহলে দয়া করে প্রথম থেকে আবারও শেষ পর্যন্ত পড়েনি।
এছাড়া, আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স পেতে চান। তাহলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।