ক্ষুদ্র ব্যবসার তালিকা : বর্তমান সময়ে, যারা ব্যবসা করতে আগ্রহী তারা অসংখ্য পরিমাণের ব্যবসার আইডিয়া সহজেই পেয়ে যেতে পারেন।
তবে, আজ আমাদের এই আর্টিকেলে এমন কিছু ক্ষুদ্র ব্যবসার তালিকা নিয়ে আলোচনা করব। যে ব্যবসা গুলো আপনারা অল্প পুজিতে শুরু করতে পারবেন।
আর আপনারা সেই ব্যবসা গুলো অনুসরণ করে, কাজ করতে পারলে, সহজেই লাভবান হতে পারবেন।
এখন হয়তো আপনি বেকার কিন্তু মনের মধ্যে একটি কথা সবসময় নাড়া দেয়। আপনি নিজে নিজে কিছু করতে চান?
নিজের পায়ে দাঁড়াতে চান? বেকার এর টাইটেলটি নামের পাশ থেকে সরিয়ে দিতে চান।
তবে পর্যাপ্ত টাকা-পয়সার অভাবে নিজের পছন্দের ব্যবসাটি শুরু করতে পারছেন না আজ আপনার কাছে এমন সেরা ক্ষুদ্র ব্যবসার আইডিয়া শেয়ার করব।
- ডিলারশিপ ব্যবসা | বর্তমানে সেরা ১০টি ডিলারশিপ বিজনেস আইডিয়া
- স্টক মালের ব্যবসা সহজেই শুরু করার উপায় [বিস্তারিত এখানে]
- ট্রেডিং ব্যবসা কি ? ট্রেডিং কত প্রকার ও কি কি ? [বিস্তারিত এখানে]
যেগুলো শুরু করতে, অনেক কম পরিমাণে টাকা প্রয়োজন হবে। কিন্তু এই ব্যবসা গুলো থেকে লাভের কথা শুনলে অবাক হয়ে যাবেন।
তো চলুন আর দেরি না করে ক্ষুদ্র ব্যবসার তালিকা, ছোট ব্যবসার আইডিয়া সংক্রান্ত তথ্য জেনে নেয়া যাক।
ক্ষুদ্র ব্যবসার তালিকা (সেরা ১০ টি)
আপনি যদি একজন শিক্ষিত লোক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণের টাকা ইনভেস্ট করে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারবেন। আর এই ক্ষুদ্র ব্যবসা থেকে আপনি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে পারেন।
কারণ ব্যবসার ছোট হোক বা বড় হোক আপনি যদি সেটি মনোযোগ দিয়ে করতে পারেন। তাহলে সেখানে প্রতিষ্ঠিত হওয়া অনেক সহজ ব্যাপার। তাই আপনার কাছে যদি বেশি টাকা না থাকে। সেক্ষেত্রে আপনারা ক্ষুদ্র ব্যবসা দিয়ে শুরু করতে পারেন।
আমরা এখানে আপনাকে ক্ষুদ্র ব্যবসার তালিকায় হিসেবে, দশটি ব্যবসার আইডিয়া জানিয়ে দেব।
সেগুলো হচ্ছে-
স্নিকার্স জুতার ব্যবসা আইডিয়া
এ সময় তরুণদের পছন্দের তালিকায় সবার উপরে দেখা যায় সে জুতাটি হচ্ছে স্নিকার্স। এটিকে পছন্দের তালিকায় রাখার মূল কারণ হলো এটি দেখতে যেমন ফ্যাশনেবল দাম কিন্তু অনেকটা কম।
সু-জুতার থেকে এটি পড়তে অনেক আরামদায়ক। তরুণদের জন্য হলেও নারী-পুরুষ শিশু বয়স্ক সকলের পায়ে দেখা যায় এই ধরনের জুতো।
এই জুতোটি যে, শুধুমাত্র শীতের মধ্যে পড়বে এমনটি কিন্তু নয়। সব ঋতুতেই এই স্নিকার্স জুতা পড়ার জন্য উপযুক্ত।
আর বর্তমান সময়ে ছোট-বড় বয়স্ক যে কোন ব্যক্তি এ ধরনের জুতা গুলো পড়লে মানিয়া যায়। টি-শার্ট শার্ট ডেনিম জ্যাকেট মেয়েদের বোরখা সবকিছুর সঙ্গে এটি পড়া যায়। বিশেষ করে, জগিং বা ব্যায়ামের জন্য এই য জোতাটির জুরি নেই।
তাই আপনারা যদি ক্ষুদ্র ব্যবসা হিসেবে অল্প টাকা খাটিয়ে শুরু করতে পারেন। তাহলে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে।
শীতের জ্যাকেট ব্যবসা আইডিয়া
সে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যে পণ্যটির চাহিদা দেখা যায় সেটি হচ্ছে শীতের জ্যাকেট। আপনারা চাইলে এ ব্যবসাটি শুরু করে দিতে পারেন অল্প টাকার বিনিময়ে।
নিউমার্কেট গাউছিয়া থেকে শীতের জন্য শীতের জন্য ব্লেজার, হোল হাতা টি-শার্ট ইত্যাদি কিনতে পারেন। পাইকারি বা হোলসেল দোকানগুলোতে একটু বেশি পরিমাণে কিনলে ডিসকাউন্ট পাওয়া যায়।
বর্তমান সময়ে ডেনিম জ্যাকেট এবং ওয়াসের শার্ট এর প্রতি তরুণরা বেশি আগ্রহী। এগুলো নিয়ে ব্যবসা করলে এতটা লাভজনক হওয়া যায়। যা কল্পনার বাইরে।
তাই আপনি অল্প টাকা ইনভেস্ট করে যদি ব্যবসা করতে চান? তাহলে শীতের জ্যাকেট ব্যবসা আইডিয়া বেছে নিতে পারেন।
হেক্সাসলের ব্যবসা আইডিয়া
শীতকালীন সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার ঝুঁকি বাড়ছে। তো আপনারা চাইলে এই সময়টি হ্যাক্সাসল বা জীবাণূ নাশক এর ব্যবসা শুরু করে দিতে পারেন।
এখানে মাত্র তিন হাজার টাকায় এক বাক্স বা এক কাটুন হেক্সাসল কিনতে পারবেন। এটি করোনা চলাকালীন সময় থেকে বেশি প্রচলিত হয়ে আসছে।
আপনারা হেক্সাসল এর প্রতি বক্সে ৬০ টি করে, হেক্সাসলের বোতল পেয়ে যাবেন।
সেই হিসাব অনুযায়ী পথে বোতলের মূল্য পরে ৫০ টাকা করে। তবে বোতলের গায়ে মুল্য লেখা থাকে ১৫০ টাকা। মানে প্রতি বোতল থেকে আপনি ২০০ পার্সেন্ট লাভ করতে পারবেন।
এখানে প্রতিটি বোতল ১০০ বা ১২০ টাকা বিক্রি করলে আপনার ১০০% এর উপরে লাভ হবে। আপনি চাইলে পাইকারি দামে এই প্রোডাক্টগুলো কিনে এলাকার ফার্মেসি গুলোতে খুব সহজে বিক্রি করতে পারেন।
ছোট আকার এর সুপার শপ ব্যবসার আইডিয়া
আপনারা চাইলে কম টাকা ইনভেস্ট করে ছোট আকারের সুপার শপ সাজাতে পারেন। এক্ষেত্রে আপনারা ৪০০ থেকে ৫০০ বর্গফুট জায়গা নিয়ে আপনার ব্যবসাটি শুরু করে দিতে পারেন।
এক্ষেত্রে আপনাকে অবশ্যই ছোট আকারের সুপার শপ ব্যবসা প্রতিষ্ঠানটি আবাসিক এরিয়াতে স্থাপন করতে হবে।
আপনি যদি ভবিষ্যতে, এই ব্যবসাটিকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান তবে, শপ এর একটি ইউনিক নাম সিলেক্ট করবেন। সেই সঙ্গে আকর্ষণীয় একটি লোগো তৈরি করবেন।
সেখানে সকল প্রকার পণ্য থাকবে। তবে, কোয়ালিটির বিষয়টি মাথায় রাখবেন। আপনার পণ্যের কোয়ালিটি ভালো হলে এমনিতেই কাস্টমারের পরিমাণ বাড়তে থাকবে।
শিশু এবং মাতার পণ্য ব্যবসা আইডিয়া
আপাত দৃষ্টিতে, ব্যবসা সাধারণ ব্যবসা হলেও ব্যবহৃত পণ্যগুলো সংবেদনশীল। তো বিক্রেতাকে পণ্যগুলো নিয়ে স্টাডি করতে হয়। আর কোয়ালিটির সাথে কোন কম্প্রোমাইজ চলবে না। এক্ষেত্রে একদম সর্বোচ্চ সেবা দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে।
সাধারণত হাসপাতালের আশেপাশে আবাসিক এলাকায় এ ধরনের পণ্যগুলোর চাহিদা বেশি থাকে তাই এই সকল এলাকায় শপ দেওয়া বুদ্ধি মানের কাজ।
শিশু এবং মাতার বিভিন্ন ধরনের পণ্য হতে পারে সেগুলো আপনারা সিলেক্ট করে একটি ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। এতে অনেক পরিমাণে লাভ করা সম্ভব।
খেজুরের গুড়ের ব্যবসা আইডিয়া
শীতকালীন সময়ে কুয়াশার চাদর মোরে দিয়ে চলে আসে শীত। আর শীতের সকালে গরম ধোয়া ওঠানো ভাপা পিঠার মজাই কিন্তু আলাদা।
তাই খেজুরের গুড়ো থাকলে তো বেশ ভালো। সেটার সময় গুলোতে খেজুরের চাহিদা অনেক বেশি থাকে। সকল প্রকার পায়েসের মধ্যে এটি ব্যবহার করা হয়।
তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এই খেজুরের সাথে ভেজাল মিশিয়ে সেটির গুনাগুন নষ্ট করে ফেলেন। তো আপনারা চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন তাও আবার অতি সামান্য পরিমাণের টাকা ইনভাইট করে।
আমাদের জানামতে, যশোর খেজুরের গুড় পাটালির জন্য বিখ্যাত। আপনারা যশোর থেকে অনেক কম দামে খাটি খেজুরের গুড় পাটালি নিয়ে এসে লাভজনক ব্যবসাটি শুরু করতে পারেন।
কফি হাউসের ব্যবসা আইডিয়া
কফি হাউজের সেই আড্ডাটি আজ আর নেই আজ আর নেই। কালজয়ী এই গানে বলে দিয়েছে আড্ডাটা কফি হাউসে অনেক ভালো জমে থাকে।
আপনি এই কফি হাউসের ব্যবসাটি শুরু করে দিতে পারেন। আপনার কফি হাউসটা অবশ্যই ভালোভাবে সুন্দর করে সাজাতে হবে।
আপনার কফি শপে- কোল্ড কফি, হট কফি, ক্যাপেচিন সকল প্রকার কফি রাখতে হবে। চার রাস্তার মোড়, কলেজ গেট বা ভার্সিটির আশেপাশে ভালো একটি জায়গাতে এই কফি শপ স্থাপন করলে অনেক বেশি লাভবান হওয়া যাবে।
জুস বার এর ব্যবসা আইডিয়া
আমরা সকলেই এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন থাকি। অর্গানিক খাবার গ্রহণ করতে বেশি পছন্দ করি। মৌসুমী সহজলভ্য ফল গুলোকে জুস বানিয়ে, বারে বা শপে সেগুলো পরিবেশন করা যেতে পারে।
জুস বার গুলো হতে পারে- পেঁপে আনারস কলা জাম আম তরমুজসহ প্রায় সব ধরনের ফলের জুস দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন।
লোকজন আপনার জুস খাবে কারণ সবাই চাই। ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে, সেটা যদি একটু বেশি দামে হয়। তারপরও কোন সমস্যা লোকদের নেই।
তাই আপনি যদি খাঁটি জুস বার এর ব্যবসা শুরু করতে পারেন। তাহলে অনেক বেশি লাভবান হতে পারবেন।
হাঁসের ব্যবসা আইডিয়া
আপনার যদি গ্রামে বসবাস করেন আর আপনার বাড়িতে যদি নদী বা বিলের আশেপাশে হয়। তবে হাঁসের ব্যবসার আইডিয়াটি অনেক জনপ্রিয় হবে।
আপনারা হাঁস পালন করবেন এজন্য হাঁসের মাংস। মুরগির মাংস থেকে অনেক সুস্বাদু অনেক জনপ্রিয় খাবার।
হাঁসের ডিম অনেক রোগের ঔষধ হিসেবে পরামর্শ প্রদান করে থাকেন। বিশেষ করে শরীরের দুর্বলতা, ক্যালসিয়াম এর অভাব পূরণ করতে হাঁসের ডিম বা মাংসের তুলনা নেই।
এছাড়া, মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমের হালিতে ১০ থেকে ১৫ টাকা বেশি হয়। আপনারা চাইলে ১০০ থেকে ২০০ টি হাঁসের বাচ্চা নিয়ে খুব সহজেই ব্যবসাটি শুরু করে দিতে পারেন।
পুরনো জিনিস বিক্রি ব্যবসার আইডিয়া
পুরনো জিনিস আপনার কাছে অপ্রয়োজনীয়। তবে অন্য মানুষের নিকট সেটি আবার খুব প্রয়োজনীয় হতে পারে। পুরনো জিনিস বিক্রি করে 50 থেকে ৮০% পর্যন্ত লাভ করা যায়।
যে সকল পুরাতন জিনিস বিক্রি করতে পারেন যেমন-
- বিভিন্ন ক্লাসের বই
- আসবাবপত্র
- মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটার
- ইলেকট্রিক পণ্য
- শোপিস ইত্যাদি।
উপরোক্ত পুরাতন জিনিস আপনারা ফেসবুক গ্রুপের মাধ্যমে সহজেই বিক্রি করতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হলো ক্ষুদ্র ব্যবসার তালিকা নিয়ে। আমরা এখানে সেরা ১০ টি ক্ষুদ্র ব্যবসার তালিকা প্রস্তুত করেছি।
এখান থেকে আপনার যে ব্যবসাটি বেশি ভালো লেগে থাকে। সে ব্যবসাটি অবশ্যই কম টাকা ইনভাইট করে শুরু করে দিতে পারেন।
আমাদের দেওয়া আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনার বন্ধুবান্ধবদের ক্ষুদ্র ব্যবসা তালিকাটি জানাতে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করুন ধন্যবাদ।