ওয়েবসাইটে আর্টিকেল অন পেজ এসইও করে লেখার উপায় – বর্তমানে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। তারা সকলেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে কমবেশি ধারণা রাখেন।
কিন্তু যাদের এ বিষয়ে তেমন কোন ধারনা নেই। তাদের জন্য আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে জানাবো। কিভাবে আর্টিকেল অন পেজ এসইও করে লিখবেন।
তো আপনার দ্বারা এ বিষয়ে সঠিক ধারণা পেতে চান? তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
- ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও কি ? [বিস্তারিত এখানে]
- SEO কি ? ব্লগে seo এর কাজ কি ? এবং কিভাবে করবেন ? (বাংলা টিউটরিয়াল)
- Keyword density কি ? কিভাবে কিওয়ার্ড ডেনসিটি দেখবেন [বিস্তারিত এখানে]
অন পেজ এসইও কি ?
আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি তারা কি কখনো ভেবে দেখেছি। আমাদের লেখা আর্টিকেল গুলো ওয়েব ব্রাউজারে কাজ করলে ওয়েব ব্রাউজারে প্রথম সারিতে দেখানো হয়।
আবার অনেক আর্টিকেলের বিষয় লিখে সার্চ করলে, সেগুলো খুঁজেও পাওয়া যায় না। এটি কেন হয়?
সাধারণত একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে রেংক করবে কিনা সেটি নির্ভর করবে। সে ওয়েবসাইট আর্টিকেলের উপর কতটুকু সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেন হয়েছে তার ওপর ভিত্তি করে।
অন পেজ এসইও এমন একটি সার্চ ইঞ্জিন প্রক্রিয়া। যার মাধ্যমে কোন একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাংক করানোর উপযোগী করে তোলা হয়।
অন পেজ এসইও এর মূল উদ্দেশ্য হচ্ছে, কোন একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের রেংক করে সহায়তা করে।
তো আশা করি আপনারা বুঝতে পারলেন অন পেজ এসইও কি?
একটি ওয়েবসাইট থেকে ভালো ইনকামের আশা করতে চাইলে আপনাকে অবশ্যই এসইও সম্পন্ন আর্টিকেল তৈরি করতে হবে। এতে করে আপনার ভিজিটর পাওয়া সম্ভাবনা বেশি তবে এবং ইনকামের হারটাও বেড়ে যাবে।
তো ওয়েবসাইটে আর্টিকেল অন পেজ এসইও করে লেখার উপায় কি ? সে বিষয়ে জানতে, আমাদের লেখা আর্টিকেলটি ধাপে ধাপে অনুসরণ করুন।
আর্টিকেল অন পেজ এসইও করে লেখার উপায়
একটি ওয়েবসাইটের সার্বিক উন্নতির জন্য ওয়েবসাইটে অন পেজ এসইও করা অনেক জরুরী। তাই আমি আপনাদের সংক্ষিপ্তভাবে জানিয়ে দিব, কিভাবে এসইও সম্পূর্ণ আর্টিকেল লিখে, সার্চ ইঞ্জিনের র্যাংক করাতে পারবেন।
সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করা
আপনারা যখন ওয়েবসাইটে কোন আর্টিকেল লিখবেন। তখন অবশ্যই সেটি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে লিখতে হবে। আপনারা আর্টিকেল কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো টুলস ব্যবহার করতে পারবেন।
আর্টিকেল কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা কোন বিষয় গুলো সব থেকে বেশি সার্চ করছে। সেটি খুঁজে বের করা যায়।
তাই কেউ আট এর রিসার্চ এর মাধ্যমে, ওয়েবসাইট কেমন আর্টিকেল পাবলিক করলে ভালো করে মানের অর্গানিক ভিজিটর পাওয়া যাবে তা বোঝা সম্ভব হয়।
তাই আর্টিকেল অন পেজ এসইও করে লিখতে চাইলে আপনাকে সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যে সকল কিওয়ার্ডগুলোতে, বেশি সার্চ ভলিউম থাকবে সেই বিষয় নিয়ে আপনাকে আর্টিকেল লিখতে হবে।
টাইটেল ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে কৌশলী হওয়া
অন পেজ এসইও এর ক্ষেত্রে টাইটেল ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টাইটেল ট্যাগ পেজ টাইটেল নামে পরিচিত। টাইটেল এর মাধ্যমে একটি আর্টিকেলের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায়।
তার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করার সময় সেটি যাতে, আর্টিকেলের সাথে সম্পূর্ণ রিলেটেড হয় সেদিকে নজর রাখতে হবে।
তার পাশাপাশি আপনি যে বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন সেটি প্রকাশ কিওয়ার্ডে টাইটেল ট্যাগ যুক্ত করে দিবেন।
মেটা ডেসক্রিপশনের সঠিক ব্যবহার করা
অন পেজ এসইও করার জন্য মেটা ডেসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেটা ডেসক্রিপশন হচ্ছে, অল্প কথায় নিজের একটি আর্টিকেলে উল্লেখিত বিষয়বস্তু গুলো তুলে ধরা। যাতে করে ভিজিটর আর্টিকেল পড়বেন কিনা? সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
মেটা ডেসক্রিপশন আপনার আর্টিকেল টাইটেলের নিচের অংশে দেখানো হয়। তাই আপনি যদি সেখানে ভালো কিছু বাক্য লিখতে পারেন। তাহলে ভিজিটর বুঝবে, আপনার পুরো আর্টিকেল কি নিয়ে প্রস্তুত করা হয়েছে তাহলে পড়তে আগ্রহী বোধ করবে।
হেডার ট্যাগ ব্যবহার করা
হেডার ট্যাগ হচ্ছে এমন এক ধরনের এইচটিএমএল ট্যাগ। যা কোন আর্টিকেলের হেডিং এবং সাব হেডিংগুলোকে মূলত আর্টিকেল থেকে আলাদা করতে সাহায্য করে।
তাই আপনি যখন কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন। তখন হেডার ট্যাগ ব্যবহার করবেন। এতে করে আপনার লেখা আর্টিকেল খুব দ্রুত সার্চ ইঞ্জিনে র্যাংক করবেন।
ইমেইজ টেক্সট ব্যবহার করা
আপনি যখন কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন। সে আর্টিকেল রিলেটেড আপনাকে থাম্বনেইল তৈরি করতে হয়। এছাড়া আরো বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করার দরকার হয়।
যখন ওয়েবসাইটে আর্টিকেল লেখার সময় কোন ইমেজ ব্যবহার করার দরকার হবে। তখন ইমেজে আপনারা টেক্সট ব্যবহার করার চেষ্টা করবেন।
এতে করে, আপনার অন্বেস এসইওতে রূপান্তরিত হবে। যা আর্টিকেল সার্চ ইঞ্জিনের রেংক হতে সহায়তা করবে।
ইন্টারনাল লিংকিং করা
আপনার যখন ওয়েবসাইটে আর্টিকেল লিখবেন। তখন সেই আর্টিকেল রিলেটেড বিভিন্ন ধরনের ইন্টারনাল লিংক যুক্ত করবেন।
ইন্টার্নাল লিংক ব্যবহার করার ফলে আপনারা একটি আর্টিকেল থেকে অন্য আরেকটি আর্টিকেলে ভিজিটর নিয়ে যেতে পারবেন।
এ বিষয়টি সার্চ ইঞ্জিন এর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আর্টিকেলের সাথে ইন্টারনাল লিঙ্ক যুক্ত করেন। তাহলে দ্রুত সাইট র্যাংক করাতে পারবেন।
আর্টিকেলে অন পেজ এসইও করে লেখার আরো অনেক টিপস রয়েছে। কিন্তু আপনারা আমাদের দেখানো পদক্ষেপ গুলো অনুসরণ করে, যদি একটি আর্টিকেল লিখতে পারেন। তাহলে খুব সহজেই সার্চ ইঞ্জিনগুলোতে র্যাংক করাতে পারবেন।
শেষ কথাঃ
আপনার যারা ওয়েব সাইটে আর্টিকেল লিখে গুগলে র্যাংক করাতে চান? উপরে উল্লেখিত আর্টিকেল লেখার নিয়ম কানুন অনুসরণ করে, কাজ করতে পারলে, আর্টিকেল অন পেজ এসইও করে লিখতে পারবেন।
তো আমাদের এই ওয়েবসাইট থেকে আর্টিকেল লেখার আরো বিভিন্ন ধরনের টিপস পেতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।