SEO কি ? ব্লগে seo কিভাবে করবেন ? (এসইও বাংলা টিউটরিয়াল)

SEO কি : আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার চিন্তা করেন তাহলে এসইও কি? এবং এসইও কিভাবে করে, সে বিষয়ে শিখতে হবে।

তার জন্য আজ আমাদের এই আর্টিকেলে আপনাদের জানিয়ে দেওয়া এসইও কি? এবং এর কাজ কি? এসইও কিভাবে করে, সে বিষয়ে বিস্তারিত।

আপনি যদি ভালোভাবে এসিও এর সাধারণ জ্ঞান নিয়ে কাজ করতে পারেন। তাহলে অবশ্যই নিজের ব্লগিং ক্যারিয়ারের সফলতা অর্জন করতে পারবেন।

SEO কি ? ব্লগে seo এর কাজ কি ? এবং কিভাবে করবেন ? (বাংলা টিউটরিয়াল)
SEO কি ? ব্লগে seo এর কাজ কি ? এবং কিভাবে করবেন ? (বাংলা টিউটরিয়াল)

বর্তমান সময়ে আপনি যদি এসইও কি এ বিষয়ে না জেনে ব্লগিং শুরু করেন। তাহলে আপনি ব্লগিং ক্যারিয়ারে সফলতা অর্জন করতে পারবেন না।

আমরা কেন ব্লক শুরু করতে চাই। কেন মানুষ নিজের এত সময় নিয়ে একটি আর্টিকেল লিখে নিজের ব্লগে আপলোড করতে চাই। এর কারণ হচ্ছে আমরা ব্লগিংয়ের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে। সেখানে ভালো ভালো আর্টিকেল দিয়ে টাকা ইনকাম করার জন্য কাজ করে থাকি।

আমরা ব্লগ থেকে প্রতিমাসে ভালো টাকা ইনকাম করতে পারি। ব্লগিংয়ের মাধ্যমে, এফিলিয়েট মার্কেটিং করে, গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার সহজ।

তবে ওয়েবসাইট তৈরি করার পর থেকে কিন্তু আপনি ইনকাম করা শুরু করতে পারবেন না এখানে জরুরী কিছু জিনিস প্রয়োজন সেটি হচ্ছে নিজের ব্লগে ভিজিটর নিয়ে আসা। মানে আপনার ব্লগ লেখা আর্টিকেলগুলো পড়ার জন্য দর্শক প্রয়োজন হবে।

আরও পড়ুন: এডসেন্স এড লিমিট কি? এড লিমিট কেন হয় এবং এর সমাধান কি?

তার জন্য আপনার ব্লগ আর্টিকেল পারার জন্য আপনি অসংখ্য ভিজিটর পেয়ে যাবেন, সার্চ ইঞ্জিন যেমন- গুগল থেকে। এছাড়া আপনারা আরো অন্যান্য মাধ্যমে, আপনার ব্লগের জন্য ভিজিটর নিয়ে আসতে পারবেন।

এসইও (seo)  কি ? এর কাজ কি ?

এসইও কে বলা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ওপরে আলোচনাতে আপনাকে বলেছি একটি ব্লগে বা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা অনেক মাধ্যম রয়েছে আর সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন।

বর্তমানে সারা বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। এছাড়া আরও বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। যেগুলো থেকে আপনারা সহজেই আপনার ব্লগের জন্য ভিজিটর পেয়ে যাবেন।

এখন এসি হচ্ছে এমন একটি কৌশল বা নিয়ম যা দ্বারা। আমরা নিজের ব্লগ বা ওয়েবসাইটের আর্টিকেল গুলো গুগল সার্চ এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে সার্চ ফলাফলের প্রথম দশটি ওয়েবসাইটে দেখতে পারি।

যার ফলে এখন নাকি মানুষ এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করে। আমাদের ওয়েবসাইটের সাথে জড়িত কিছু বিষয় সার্চ করে। তখন আমাদের ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিনগুলোর প্রথম পেজের 10 টি রেজাল্ট এর মধ্যে দেখাবে।

আরও পড়ুন: অনলাইনে কত টাকা আয় করা যায় | মাসে ১ লক্ষ টাকা ইনকাম করার উপায়

এতে করে সে বিষয়ে আপনার ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিন এর প্রথম পেজে দেখানো হবে তাই আপনি যথেষ্ট পরিমাণে ফ্রি ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে পেয়ে যাবেন।

এক্ষেত্রে মনে রাখবেন এটাই একমাত্র উপায় যার দ্বারা হাজার হাজার থেকে শুরু করে। লক্ষাধিক মানুষ নিজের ব্লগে ভিজিটর পেয়েছে। এবং সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে।

আরও সহজভাবে বলতে গেলে হচ্ছে, এমন একটি কৌশল যা ব্যবহার করে। যে কেউ নিজের ওয়েবসাইটে লেখা আর্টিকেল যেকোনো বিষয়ে, সার্চ ইঞ্জিন এর প্রথম ফলাফলে নিয়ে আসতে পারে।

তবে বিভিন্ন সার্চ ইঞ্জিনের প্রথম পেজে ওয়েবসাইটের আর্টিকেলগুলো নিয়ে আসার জন্য অবশ্যই এসইও ব্যাপারে জ্ঞান থাকতে হবে।

আপনি যদি নিজের ব্লগে ভুলভাবে কোন জ্ঞান না রেখে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যবহার করেন। তাহলে এতে আপনার ব্লগ এবং আর্টিকেলের ক্ষতি হতে পারে যার ফলে আপনি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাবেন না।

ব্লগে SEO এর ব্যবহার করাটা কেন জরুরি ?

নিজের ব্লগে আর্টিকেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনি যদি ব্লগ না করেন। তাহলে আপনার ব্লগ গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন ইনডেক্স হলেও। সে গুলো 4-5 নাম্বার পেজে দেখানো হবে এতে করে আপনার কোন ভিজিটর প্রবেশ করবেন না।

মনে করেন আপনি নিজের ব্লগে আর্টিকেল লিখেছেন, কিভাবে ব্লগ তৈরি করা যায় এই বিষয় নিয়ে। এখন আপনি কি জানেন আপনার লেখার কী-ওয়ার্ডটি হাজার হাজার ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে।

বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ করে জেনে নিতে পারেন। আপনি হাজার হাজার ফলাফল দেখতে পারবেন একই বিষয় নিয়ে।

এখন একটু চিন্তা করে দেখুন সেই একই বিষয়ে হাজার হাজার মানুষ আর্টিকেল লিখেছেন। যদি এখন গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন কার ব্লগের লেখা আর্টিকেল এর সবথেকে প্রথম পেজে স্থান রাখবে আবার কারো কারো আর্টিকেল সার্চ ইঞ্জিনের সর্বশেষ রাখবে।

আরও পড়ুন: কিভাবে একটি আকর্শনীয় আর্টিকেল লিখবেন? আর্টিকেল লেখার নিয়ম [বিস্তারিত এখানে]

এর উত্তর হচ্ছে, ব্লগের লেখা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি থাকবে। তার আর্টিকেল গুগল সার্চ ইঞ্জিন এর শুরুতে, দেখানো হবে।

এরকমভাবে, আর্টিকেল গুলোতে এসইও করার উপরে ভিন্ন করে বিচার করে। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন ব্লগ বা আর্টিকেল ফলাফলে প্রথম থেকে শেষ রেখে দেয়। এতে করে আপনার এখন হয়তো ভাল করে জানতে পেরেছেন যে, ব্লগে এসে ব্যবহার করে আর্টিকেল লেখা কেন এতটা জরুরী।

SEO কত প্রকার ও কি কি ?

এসইও প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে অনপেজ এসইও অন্যটি হচ্ছে অফ পেজ এসইও। আমরা এই দুইটি বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে বর্ণনা করেছি আপনার জ্বালিয়ে সেটি পড়ে নিতে পারেন।

তবে বোঝার স্বার্থে আপনাকে এখানে আমরা সংক্ষিপ্তভাবে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও সম্পর্কে জানাও।

অনপেজ এসইও কি ?

অনপেজ এসইও এমন একটি অংশ যেখানে আমরা এসইওর প্রয়োগ আমাদের ব্লগ বা ওয়েবসাইটে করে থাকি। মানে এমন কিছু কাজ যেগুলো আমরা আমাদের ব্লগে করে এসইও প্রয়োগ করতে পারি যেমন-

আরও পড়ুন: মেয়েদের জন্য অনলাইন জব 2023 [ঘরে বসে অনলাইনে চাকরি]

ব্লক তৈরি করার সময় একটি সহজ এবং এসইও ফ্রেন্ডলি ডিজাইন থিম সিলেক্ট করে নেওয়া। ভালো ভালো আর্টিকেল এবং কী ওয়ার্ড এর সঠিক ব্যবহার করে আর্টিকেল কে এসইও ফ্রেন্ডলি তৈরি করা।

এছাড়া নিজের ব্লগে লেখা আর্টিকেল কিওয়ার্ড, আর্টিকেল টাইটেল এবং ডিসক্রিপষশন এবং আর্টিকেল এর বিশেষ কিছু অংশ ব্যবহার করা।

এরকমভাবে এমন কিছু এসইওর টেকনিক বা প্রক্রিয়া যেগুলো নিজের ব্লগে এবং ব্লগ লেখা আর্টিকেল এ ব্যবহার করে ।আমরা গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেতে পারি।

আর ব্লগে ভিজিটর পাওয়ার জন্য নিজের ব্লগে আর্টিকেল অপটিমাইজ করতে পারি সেই এসইও টেকনিক গুলোকে বলা হয়।

নিজের ব্লগে অনপেজ এসইও কিভাবে করবেন জেনে নিন সংক্ষিপ্তভাবে। যেমন-

  • Website loading speed নির্ধারণ করা
  • আর্টিকেল লেখার সময় title tag ভালো দেওয়া
  • ব্লগ পোস্টে URL লিংক এর ব্যবহার করা
  • Internal linking অবশই করা
  • ALT tag এর ব্যবহার করা
  • আর্টিকেলে সঠিক ভাবে কীওয়ার্ড এর ব্যবহার করা ইত্যাদি।

আরও পড়ুন: ব্লগার ব্লগে আর্টিকেল লেখার নিয়ম [বিস্তারিত এখানে]

আপনি যদি ব্লগের জন্য অন পেজ এসইও করতে চান। তাহলে আপনাকে উপরের তথ্য গুলো সঠিক ভাবে অনুসরণ করে, কাজ করতে হবে। তাহলে আপনার লেখা আর্টিকেলটি দ্রুত সার্চ ইঞ্জিনে র‌্যাংক করবে।

অফ পেজ এসইও কি ?

আমরা উপরে আলোচনাতে আপনাকে জানিয়ে দিলাম অন পেজ এসইও সম্পর্কে। এখন আপনারা জানতে পারবেন অফ এসইও সম্পর্কে।

অফ পেজ এসইও এমন একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রক্রিয়া। যা আমরা ব্লগে বা ওয়েবসাইট এর ভেতরে কখনোই করতে পারিনা।

যেমন অনপেজ এসইওতে আমরা সব কিছু ব্লগ এর মধ্যে সেট করে, আর্টিকেল লেখার সময় ঠিক তার বিপরীতে অফ পেজ এসইও এর কাজ আর্টিকেল লেখা শেষ হওয়ার পর। এবং সেটি পাবলিশ করার পরে শুরু করা হয়।

অফ পেজ এসইও মূলত কোন ব্লগের আর্টিকেল পাবলিশ করার পর শুরু করা হয়। যেমন আপনার পাবলিশ করা আর্টিকেলটির লিংক কপি করে, সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করতে পারবেন।

এবং বিভিন্ন ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইট লিংক যুক্ত করে দিতে পারবেন এভাবে আপনি কাজ করতে পারলে অফ পেজ এসইও সম্পন্ন করতে পারবেন। এতে করে আপনার ডোমেইন অথোরিটি অথোরিটি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: ১৩ টি অনলাইন জব | অনলাইনে মাসে ১ লক্ষ+ টাকা ইনকাম করার উপায়

অফ পেজ এসইও কিভাবে করবেন? এ বিষয়ে জানতে নিচের সংক্ষিপ্ত তথ্য গুলো দেখুন।

  • ব্লগ বা ওয়েবসাইট search engine যুক্ত করুন।
  • Directory submission এর ব্যবহার করা।
  • Social media ওয়েবসাইটে লিংক শেয়ার করা।
  • Guest posting করে backlink তৈরি করা। ইত্যাদি।

আপনি যদি অপরাজেয় তথ্যমতে আপনার ওয়েবসাইটের আর্টিকেল লিংকটি নিয়ে বিভিন্ন জায়গায় সাবমিট করতে পারেন। তাহলে আপনারা অফ পেজ এসইও সম্পন্ন করতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হলো। এসইও কি? ব্লগে এসইও এর কাজ কি? এবং কিভাবে এসইও করতে হয়।

আপনি যদি ব্লগিং করে টাকা ইনকাম করতে চান। তাহলে আপনাকে অবশ্যই এসইও এর ওপর নির্ভর করতে হবে। কারণ এসইও করা ছাড়া আপনারা ব্লগিং এর সফলতা অর্জন করতে পারবেন না।

তাই উপরে দেয়া তথ্য মতে আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য এসইও করার চেষ্টা করুন। আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর বিশেষ করে ব্লগিং সম্পর্কে আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment