আপনি যদি একজন নতুন ব্লগার হয়ে থাকেন, তাও আবার ব্লগার ডট কম দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। এখন নিজের ব্লগ স্পট ডোমেইনটি বাদ দিয়ে নিজের ব্লগের জন্য একটি কাস্টম ডোমেইন সেটআপ করতে চান।
তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য।
একটি কাস্টম ডোমেইন আপনার ব্লগে প্রফেশনাল ভাবে তৈরি করে এবং ব্রেন্ডিং, এসইও করতে সহায়তা করে। তাই আমরা আপনাকে ব্লগার ওয়েবসাইটে কাস্টম ডোমেইন সেটআপ করার নিয়ম জানিয়ে দিব।
ব্লগার ব্লগে কাস্টম ডোমেইন ব্যবহার করা যাবে কি?
আপনি যদি ব্লগার প্ল্যাটফর্ম দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করে থাকেন। সেক্ষেত্রে আপনার blogspot.com সাবডুমেন্টই বাদ দিয়ে কাস্টম ডোমেইন কিনে নিয়ে সেটি যুক্ত করতে পারবেন।
- তার জন্য কোন ডোমেইন রেজিস্টার থেকে একটি ডোমেইন নেম কিনতে হবে।
- আপনার ব্লগার একাউন্ট লগইন করতে হবে।
- তারপর সেটিং থেকে ডোমেইন অপশনে গিয়ে Add Custom Domain লিংকে ক্লিক করতে হবে।
- তারপর আপনার ডোমেইন নামটি যুক্ত করবেন।
- পরবর্তীতে সেটিংস সম্পন্ন করে নেবেন।
এরকমভাবে আপনারা সহজেই কাস্টম ডোমেইন ব্লগার প্লাটফর্মে যুক্ত করতে পারবেন। ব্লগারের কাস্টম ডোমেইন যুক্ত করার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।
ব্লগারে কাস্টম ডোমেইন সেটাপ করা কেন প্রয়োজন?
ব্লগার এ কাস্টম ডোমেইন সেটাপ করার অনেক গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। যা আপনার ওয়েবসাইট কে প্রফেশনাল করার পাশাপাশি বেশ কয়েকটি দিকে প্রভাবিত করবে।
কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য প্রয়োজনীযতা গুলো এখানে আমরা ধাপে ধাপে বলে দেব।
ব্লগের গ্রহনযোগ্যতা বৃদ্ধি করে
একটি ওয়েবসাইটে কাস্টম ডোমেইন যুক্ত করা থাকলে। সেই ওয়েবসাইটটি বেশি বিশ্বস্ত এবং প্রফেশনাল মনে হয়। এটি আপনার ওয়েবসাইটের জন্য একটি সহজ পরিচিতি তৈরি করে।
ভিজিটরদের ওয়েবসাইটের নামটি মনে রাখতে সুবিধা হয়। তাই যারা আপনার ওয়েবসাইটটির নাম সহজে মনে রাখতে পারবে তারা পরবর্তীতে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে।
এসইও করার ক্ষেত্রে সুবিধা
সার্চ ইঞ্জিনগুলো সাধারণত সাব-ডোমেইন নামের থেকে কাস্টম ডোমেইন সহ ওয়েবসাইট গুলোকে বেশি প্রাধান্য দেয়।
একটি কাস্টম ডোমেইন আপনার সার্চ ইঞ্জিনে র্যাংকিং করতে ইতিবাচকভাবে প্রভাবিত করে। সার্চ ইঞ্জিন এর প্রথম সারিতে আপনার ওয়েবসাইটটি প্রদর্শিত করে।
অল্প দামে পাওয়া যায়
বর্তমানে বাংলাদেশে এমন কতগুলো ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার রয়েছে। যাদের থেকে অল্প দামে ডোমেইন কিনে নিয়ে ব্যবহার করা যায়।
আপনারা চাইলে ইন্টারন্যাশনাল ডোমেইন প্রোভাইডার থেকে কম দামে ডোমেইন কিনতে পারবেন। তো আপনি যদি ভালো মানের ডট কম ডোমেইন নেমচিপ থেকে কিনতে চান তাহলে ১০০০ থেকে ১২০০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন।
গুগল এডসেন্স অনুমোদন সহজে পাওয়া যায়
আপনি যদি ব্লগার একটি কাস্টম ডোমেইন যুক্ত করেন। তাহলে আপনার ওয়েবসাইটে ইউনিক আর্টিকেল থাকলে, দ্রুত এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন।
ব্লগার ব্লগে কাস্টম ডোমেইন সেটআপ করার নিয়ম
এখন আমি আপনাকে ব্লগার ব্লগে কাস্টম ডোমেইন সেটআপ করার নিয়ম জানিয়ে দেব। তার জন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
পদক্ষেপ -1
প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে আপনি যে ব্লগে কাস্টম ডোমেইন যুক্ত করতে চান। সেটির সেটিংস অপশনে প্রবেশ করুন। তারপর বাম পাশে থাকা মেনুতে পাবলিশিং থেকে কাস্টম ডোমেইন অপশনে ক্লিক করুন।
তারপর সেই নির্দিষ্ট বক্সে কাস্টম ডোমেইন টি যুক্ত করুন। আপনার ক্রয় করা ডোমেইন টি www.expartjobs.com এরকমভাবে যুক্ত করতে হবে। তারপর সেব বাটনে ক্লিক করে দিবেন।
সেভ বাটনে ক্লিক করার পরে আপনাকে একটি ইরোর দেখানো হবে। আপনার ডোমেইন এখনো ভেরিফাই হয়নি বা ডিএনএস রেকর্ড সম্পন্ন হয়নি।
এই অবস্থায় আপনাকে ডি এন এস সেটআপ করতে হবে। এবং সিনেম সেট করতে হবে। সেখানে চারটি রেকর্ড যুক্ত করবেন।
আপনি দুইটি সিনেম পাবেন। উক্ত সিনেম গুলো ব্লগার এর সঙ্গে আপনার ডোমেইন লিংক করার জন্য প্রয়োজন হবে। আপনার আপনার ডমেইন্ত রেজিস্টারের ওয়েবসাইট লগইন করবেন, ডিএনএস সেটিং খুঁজবেন এবং ব্লগার দ্বারা দুইটি সিনেম যোগ করবেন।
যেভাবে ডি এন এস যুক্ত করবেন?
প্রথমে ডোমেইন রেজিস্টারের ইউজার প্যানেলে লগইন করবেন।
ডোমেইন নামের পাশে থাকা মেনেজ ডি এন এস অপশনে ক্লিক করবেন।
তারপর Type এ Cname সিলেট করে গুগলের দেওয়া সিনেম দুইটি যুক্ত করে দিবেন। মনে রাখবেন হোস্ট নেম এর জায়গায় প্রথমটা www এবং Address এর জায়গায় বড় সি-নেম টা যুক্ত করে দিবেন।
তারপর A Record অপশনে ধারাবাহিকভাবে নিচে দেওয়া কোন গুলো যুক্ত করবেন যেমন-
- 216.239.32.21.
- 216.239.34.21.
- 216.239.36.21.
- 216.239.38.21.
তো এরকমভাবে আপনারা সম্পূর্ণ রেকর্ড পূরণ করে সেভ করে দিবেন। আপনারা ব্লগেরে গিয়ে ডোমেইন নেম যুক্ত করে সেফ বাটনে ক্লিক করবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে, ২৪ ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে।
পদক্ষেপ – 2
আপনার ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এসইও উন্নতি করতে আপনার কাস্টম ডোমেইন এর জন্য https অপশন চালু করে দিবেন।
এজন্য ব্লগার সেটিং অপশন এ গিয়ে কাস্টম ডোমেইন এর পরের অপশনে Domain Redirect অপশনটি খুঁজে বের করবেন। তারপর সেটি এনাবল করে দিবেন।
তাহলেই আপনার কাজ শেষ। এখন অপেক্ষা করতে হবে ডোমেইন নেম ব্লগেরে যোগ হওয়ার জন্য।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ব্লগার প্ল্যাটফর্ম দ্বারা ব্লগস্পট ওয়েবসাইট তৈরি করেছিলেন। তারা চাইলে উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে একটি কাস্টম ডোমেইন কিনে নিয়ে, সহজেই সেটআপ করে নিতে পারবেন।
এখন এ বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ।