গুগল এডমোব থেকে আয় : কিভাবে এপস দিয়ে গুগল এডমোব বিজ্ঞাপন ব্যবহার করে আয় করা যায়। বর্তমানে অনেক লোক আছে যারা প্রশ্ন করে থাকে যে গুগল এডমোব থেকে আয় করার উপায় কি।
যারা অনলাইন থেকে টাকা আয় করতে চান? তাদের জন্য আমাদের এই পোস্ট অনেক সহযোগিতা করবে। তাই আপনার সুবিধার জন্য আমরা এই আর্টিকেলে গুগল এডমোব থেকে আয় করার সহজ উপায় শেয়ার করব।
আপনি যদি গুগল এডমোব থেকে আয় করতে চান তবে তবে অবশ্যই আমাদরে এই আর্টিকেলটি মনযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়বেন। আমরা আশা করি আপনারা গুগল এডমোব সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়ে যাবেন।
Google AdMob কি?
আপনারা হয়তো অনেকেই এডসেন্স এর নাম শুনেছেন। গুগল এডসেন্স যেমন বিজ্ঞাপন দাতা ঠিক সেই রকম হলো গুগল এডমোব।
এক কথায় বলা যায় গুগল এডমোব হলো একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। কিন্তু এডসেন্স ও এডমোব এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমরা জানি গুগল এডমোব সাধারণত এপ্লিকেশনে এড দিয়ে থাকে। এডমোব গুগলের একটি বিজ্ঞাপন প্রডাক্ট।
গুগল এডমোব থেকে আয় করার উপায়
গুগল এডমোব (AdMob) থেকে আয় : গুগল এডমোব হচ্ছে এড নেটওয়ার্ক। এর মানে হলো যেখানে বিভিন্ন ধরণের এড পাওয়া যায়। আপনি যদি গুগল এডমোব থেকে আয় করতে চান তবে আপনাকে একটি অ্যাপস তৈরি করতে হবে।
আপনি যদি মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করে তবে সেখানে আপনারা সরাসরি গুগল এডমোব এর এড/বিজ্ঞাপন দিতে পারবেন।
তারপরে উক্ত বিজ্ঞাপন গুলো অ্যাপস এ ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। যদি কেউ আপনার এই বিজ্ঞাপন গুলো ভিউ করে বা দেখে তবে তার বিনিময়ে আপনার টাকা আয় হবে।
তাই মোট কথা বলা যায় যে, আপনি যদি গুগল এডমোব থেকে আয় করেন তবে অ্যাপস তৈরি করে সেখানে বিজ্ঞাপন শো করিয়ে টাকা আয় করতে পারবেন।
বর্তমানে অনেক লোক আছে তারা মনে করেন যে, গুগল এডমোব আর গুগল এডসেন্স একই বিষয়। কারণ তারা মনে করে গুগল এডসেন্স এডনেটওয়ার্ক এবং গুগল এডমোব ও এডনেটওয়ার্ক। কিছু আমরা জানি গুগল এডমোব ও গুগল এডসেন্স একেবারে আলাদা বিষয়। দুইটি প্লাটফর্ম দুই বিষয় নিয়ে কাজ করতে থাকে।
তো চিন্তার কোন কারণ নেই আমরা আপনাকে বলব গুগল এডসেন্স ও গুগল এডমোব এর মধ্যে সঠিক পার্থক্য। আপনি জানতে চান তবে নিচের ধাপ গুলো দেখুন।
গুগল এডসেন্স ও গুগল এডমোব এর মধ্যে পার্থক্য কি?
আমরা উক্ত আলোচনায় জেনে নিয়েছি যে, গুগল এডসেন্স ও গুগল এডমোব দুইটি হলো গুগলের এডনেটওয়ার্ক। দুইটির কাজও একই এড দেখানো।
আপনি যদি গুগল এডসেন্স ব্যবহার করেন তবে এটি আপনি শুধুমাত্র ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল গুলোতে বিজ্ঞাপন দেখাতে পারবেন। গুগল এডসেন্স বিজ্ঞাপন গুলো উক্ত প্লাটফরম ছাড়া অন্য কোথায় দেখানো বা শো করানো যায় না।
আপনি যদি গুগল এডমোব ব্যবহার করেন তবে এখানে আপনি গুগল এডসেন্স এর মতো ব্লগ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল গুলোর মতো এড ব্যবহার করতে পারবেন না। কারণ গুগল এডমোব মূলত এপ্লিকেশনে বিজ্ঞাপন শো করানো যায় যেমন- মোবাইল অ্যাপস গুলোতে।
আমরা আশা আপনি হইতো বুঝতে পারছেন গুগল এডমোব আর গুগল এডসেন্স এর মধ্যে পার্থক্য আসলে কি। যদি না বুঝে থাকেন তবে দয়া করে আবারও উক্ত পার্থক্য গুলো দেখে নিতে পারেন।
গুগল এডমোব থেকে আয় করার (A to Z) গাইডলাইন
আপনি কি গুগল এডমোব থেকে আয় করার উপায় জানতে চান? তার জন্য আপনাকে সবার আগে গুগল এডমোব এড নেটওয়ার্ক এ যুক্ত হতে হবে।
আপনি যদি এডমোব এ যুক্ত হতে চান তবে আপনকে জটিল কিছু করতে হবে না। গুগল এডমোব যুক্ত করার জন্য আপনার কাছে একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। আপনার যদি জিমেইল না থাকে তবে আপনার জিমেইল একাউন্ট খোলে নিতে হবে।
আর যদি আপনি জিমেইল একাউন্ট না খোলতে পারেন তবে আমাদের এই ওয়েবসাইটে সুন্দর করে আর্টিকেল পাবলিশ করা আছে আপনি নিজেই জিমেইল একাউন্ট খোলে নিতে পারবেন।
গুগল এডমোব এ যুক্ত হওয়ার জন্য আপনাকে শুধু মাত্র জিমেইল একাউন্ট প্রয়োজন হবে যদি থাকে তবে সেই জিমেইল একাউন্ট দিয়ে Google AdMob ওয়েবসাইট প্রবেশ করতে হবে।
তারপরে সেখানে আপনার জিমেইল একাউন্ট দিয়ে চালু করার পরে আপনার কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে।
আমরা আপনার সুবিধার জন্য নিচে কিছু পদক্ষেপ দিয়েছে এগুলো দেখে আপনি সহজেই একটি গুগল এডমোব একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
স্টেপ- ০১
প্রথমে আপনাকে admob.google.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনাকে জিমেইল একাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
জিমেইল দেয়ে প্রবেশ করার পরে আপনাকে নিচে দেওয়া ছবির মতো একটি পেজ দেওয়া হবে। সেখানে আপনার সঠিক তথ্য গুলো পূরণ করতে হবে।
স্টেপ- ০২
উক্ত ছবিতে দেওয়া কাজ সম্পন্ন হলে নিচের ছবির মতো Create AdMob account এ ক্লিক করতে হবে।
স্টেপ- ০৩
Create AdMob account ক্লিক করার পরে আপনাকে নিচে দেওয়া একটি ছবির মতো পেজ দেওয়া হবে। এখানে আপনার প্রয়োজনীয় বিষয় গুলো সিলেক্ট করে দিতে হবে।
স্টেপ- ০৪
উক্ত সকল ধাপ শেষ হওয়ার পরে আপনাকে নিচে দেওয়া ছবির মতো একটি পেজ দেওয়া হবে। যে পেজটি দেওয়া হবে সেটিই হলো আপনার গুগল এডমোব একাউন্ট।
উক্ত স্টেপ গুলো ধাপে ধাপে পূরণ করার পরে আপনার নিজের একটি গুগল এডমোব একাউন্ট হয়ে যাবে। এখানে আপনি মোবাইল অ্যাপস গুলো তৈরি করে সেখানে এডনেটওয়ার্ক সেট করে আয় করতে পারবেন।
গুগল এডমোব থেকে আয় করার জন্য আপকে অবশ্যই উপরে দেওয়া ছবির মতো একটি এপ্লিকেশন তৈরি করে নিতে হবে। এপ্লিকেশন তৈরি করার পরে আপনাকে এপ্লিকেশনটি প্লে স্টোরে পাবলিশ করে দেতে হবে।
আমরা জানি বর্তমানে সবচেয়ে মোবাইল এপস এর মধ্যে জনপ্রিয় এপ্লিকেশন হচ্ছে প্লে স্টোর। এখানে সকল ধরণের এপ্লিকেশন পাওয়া যায়। লোকদের যে কোন এপ্লিকেশনের প্রয়োজন হলে প্লে স্টোর থেকে নিয়ে নেন।
তার জন্যেই আপনাকে গুগল এডমোব সবার আগে তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করে দেতে হবে। প্লে স্টোরে আপনার এপ্লিকেশনটি পাবলিশ হয়ে গেলে আপনার আয় শুরু হয়ে যাবে না।
যখন প্লে স্টোরে আপনার এপ্লিকেশন গুলো লোকেরা দেখে ডাউনলো করা আরম্ভ করবে এবং ডাউনলোড করতে করতে লোকের সংখ্যা বৃদ্ধি হতে থাকবে তখন আপনি আপনার এপ্লিকেশনটি গুগল এডমোব এ মনিটাইজেন এর জন্য আবেদন করবেন।
গুগল এডমোব ওয়েবসাইট যদি আপনার আবেদন এপ্রুভাল দিয়ে দেয় তাহলে আপনি এপ্লিকেশন গুলোতে এড বসিয়ে শো করাতে পারবেন।
আপনার এড বা বিজ্ঞাপন গুলো লোকেরা যত বেশি দেখবে তত বেশি আপনার টাকা আয় হবে। তাই একথায় বলা যায় গুগল এডমোব থেকে এড দেখিয়ে টাকা আয় করা যায়।
গুগল এডমোব থেকে টাকা উথড্র করার উপায়
আমাদের উক্ত আলোচনা থেকে গুগল এডমোব কি? গুগল এডমোব থেকে আয় করার উপায় এবং গুগল এডমোব একাউন্ট তৈরি করার নিয়ম সঠিক ভাবে জানতে পারছেন।
আপনার যদি উক্ত আলোচনা সঠিক ভাবে বুঝে থাকেন তবে আপনার প্রশ্ন হতে পারে যে, গুগল এডমোব থেকে যে পরিমাণের টাকা আয় হবে সেই টাকা গুলো কিভাবে উত্তলণ/উথড্র করবেন।
হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে কোন কাজ করার পরে পারিশ্রমিক হিসেবে টাকা পাওয়া যায়। ঠিক এখানেও আপনি কাজ করে টাকা পাবেন। কিভাবে টাকা উত্তলণ করবেন সেই বিষয়ে জানতে নিচের অংশ দেখুন।
গুগল এডমোব থেকে যে পরিমানের আয় করবেন সেটি আপনি এডমোব একাউন্ট থেকেই দেখতে পারবেন। আপনার টাকা উথড্র করতে পারবেন যখন ১০০ ডলার হবে তখন।
আপনারা যখন গুগল এডমোব একাউন্ট খোলবেন তখন আপনাকে একটি অপশন দেখতে পারবেন পেমন্ট। সেই অপশনে ক্লিক করে আপনার টাকা উত্তলণ করার জন্য যাবতীয় তথ্য প্রদান করবেন।
গুগল এডমোব থেকে টাকা উথড্র করতে আপনার ব্যাংক একাউন্ট, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেফিট কার্ড কিংবা মোবাইল রকেট একাউন্ট সেট করে দেতে পারেন।
উক্ত যে কোন একটি একাউন্ট সেট করে আপনি গুগল এডমোব থেকে আপনার আয় যখন ১০০ ডলার হবে তখন যথা সময়ে আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন গুগল এডমোব থেকে কিভাবে টাকা উথড্র করতে হয়। আপনি যদি না বুঝে থাকেন তবে উক্ত টপিক গুলো আবারো পড়ে নিতে পারেন।
শেষ কথাঃ
আমাদের এই পোস্টে আপনার সাথে সংক্ষিপ্ত ভাবে হলেও বিস্তারিত আলোচনা করেছি গুগল এডমোব থেকে আয় করার উপায়। আপনি যদি আমাদের আর্টিকেল মনযোগ সহকারে পড়ে থাকেন তবে আপনিও নিজের ঘরে বসে অনলাইনে আয় করতে পারবেন।
গুগল এডমোব থেকে আয় করার অনেক সহজ। তবে এখানে আয় করার জন্য আপনাকে অবশ্যই মোবাইল অ্যাপস তৈরি করে কাজ কতে হবে। এখানে অ্যাপস ছাড়া কোন টাকা আয় করতে পারবেন না।
আপনার যদি গুগল এডমোব থেকে আয় করার উপায় নিয়ে কোন প্রশ্ন থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আমাদের এই পোস্ট যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না। আমাদের এই সাইটে নিয়মিত অনলাইন আয়ের সমাধান জানতে ভিজিট করুন। ধন্যবাদ।