Ezoic কি? ইজোয়িক (Ezoic) থেকে টাকা ইনকাম করার উপায়।

Ezoic কি ? এবং ইজোয়িক থেকে টাকা ইনকাম করার বিষয়ে বিস্তারিত তথ্য এখানেই জানতে পারবেন।

ইজোয়িক হচ্ছে- একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। যা ব্যবহার করে, আপনরা গুগল এডসেন্স এর মতো বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবো।

বিশেষ করে, যারা ব্লগার এবং ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট তৈরি করেছেন। কিন্ত এডসেন্স এপ্রুভ পাচ্ছেন না।

Ezoic কি? ইজোয়িক (Ezoic) থেকে টাকা ইনকাম করার উপায়।
Ezoic কি? ইজোয়িক (Ezoic) থেকে টাকা ইনকাম করার উপায়।

তারা চাইলে, ইজোয়িক ব্যবহার করে, সহজেই বিজ্ঞাপন দিয়ে লোডিং করার মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন।

তাই চলুন, Ezoic কি? এবং Ezoic থেকে ইনকাম করার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইজোয়িক (Ezoic) কি?

Ezoic হচ্ছে গুগল এডসেন্স এর বিকল্প একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। এডসেন্স দ্বারা আমরা যেভাবে বিজ্ঞাপন দেখাতে পারি। ঠিক সেরকম ভাবে Ezoic সেই বিজ্ঞাপন গুলো অপটিমাইজ করে থাকে।

এখন আপনারা বলতে পারেন। বিজ্ঞাপন অপটিমাইজ কি? তবে আমি বলব, আমরা যখন আমাদের সাইটে গুগল এডসেন্স ইউজ করি। সেই সময় এডসেন্স থেকে সাইটে এডস প্রদান করে।

তবে সমস্যা হচ্ছে- যখন এডসেন্স এর অটো এডস ব্যবহার করি। তখন গুগল সেখান থেকে ফ্রি স্পেস পায় সেখানে এডস যুক্ত করে দেয়।

যার ফলে অনেক সময় দেখা যায় প্রতিটি আর্টিকেল পেজে 2-3 টি এডস শো করে। এবং পেজ লোডিং স্পিড কমে যায়।

এই জন্য আমরা অনেকেই সিদ্ধান্ত নিয়ে থাকি। এডসেন্স এর বিকল্প হিসেবে ইজোয়িক ব্যবহার করার। আর আপনি Ezoic ব্যবহার করলে, বিজ্ঞাপন নিয়ে চিন্তা করতে হবে না।

এখানে সকল প্রকার বিজ্ঞাপন আপনারা কাস্টমাইজ করে, ওয়েবসাইট পোস্টে যুক্ত করতে পারবেন।

মোট কথা ইজোয়িক এমন একটি প্লাটফর্ম যা ব্যবহার করে, গুগল এডসেন্স এর পাশাপাশি বাড়তি টাকা ইনকাম করার সেরা প্লাটফর্ম।

ইজোয়িক কেন ব্যবহার করবেন?

আপনারা উক্ত আলোচনায় জানতে পারলেন, Ezoic একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। এখন Ezoic কেন ব্যবহার করবেন। এই বিষয়ে জানতে নিচে দেওয়া তথ্য গুলো দেখুন।

বর্তমান সময়ে Ezoic ব্যবহার করা হয় মূলত, গুগল এডসেন্স এর পাশাপাশি বাড়তি টাকা ইনকাম করার জন্য। এছাড়া চলুন Ezoic কেন ব্যবহার করবেন। এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনার যদি কোন সাইট থাকে। তবে সেটি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এবং এডসেন্স এর পাশাপাশি বাড়তি টাকা ইনকাম করতে পারবেন।

এডস অপটিমাইজেশন করা যায়

বিশেষ করে, আরমা যে সকল এড নেটওয়ার্ক এর এডস আমাদের সাইটে ব্যবহার করি। সেই গুলো তেমন অপটিমাইজ থাকে না।

এই দিক দিয়ে লক্ষ্য করলে, Ezoic আপনার এই সমস্যা দূর করে দিবে। Ezoic ব্যবহার করার ফলে আপনারা সাইটের ডিজােইন অনুযায়ী যে কোন বিজ্ঞাপন নিজের মতো করে অপটিমাইজেশন করতে পারবেন।

আপনারা বিজ্ঞাপনের সাইজ, এডস এর টেক্সট, কালার নিজের মতো করে সাজাতে পারবেন।

আমরা যখন অন্য কোন এড নেটওয়ার্ক ব্যবহার করি, তখন এডস যুক্ত করার পরে, সাইট ভিজিট করলে অনেক লোড হয়।

এখন আপনি যদি Ezoic ব্যবহার করে, এডস গুলো নিজের মতো করে, অপটিমাইজেশন করেন। তাহলে সাইট লোড হওয়ার কোন কারণ থাকবে না।

নিশ্চিন্তে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

ইনকাম বৃদ্ধি করা যায়

আপনি যদি গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার পরেও তেমন ইনকাম করতে না পারেন। তাহলে আপনার জন্য টাকা ইনকাম করার সেরা মাধ্যম হবে ইজোয়িক।

Ezoic থেকে টাকা ইনকাম করতে চাইলে, আপনার সাইটে প্রচুর পরিমাণের ভিজিটর আসতে হবে। আপনারা Ezoic ব্যবহার করে, হিউজ পরিমাণের ভিজিটর দিয়ে Ezoic এডস লোডিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

এখানে Ezoic এর এডস গুলোতে ভিজিটরদের ক্লিক করতে হবে না। ইমপ্রেশন এর মাধ্যমেই Ezoic থেকে টাকা প্রদানকরা হবে।

তাই এডসেন্স এর পাশাপাশি বাড়তি টাকা ইনকাম করতে চাইলে Ezoic ব্যবহার করতে পারেন।

ইজোয়িক (Ezoic) থেকে টাকা ইনকাম করার উপায়।

গুগল এডসেন্স এর মতো ইজোয়িক একটি ফ্রি অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক। এখন আপনি যদি Ezoic ব্যবহার করতে চান? তাহলে সেই প্লাটফর্ম এর নিয়ম কানুন অনুসরণ করে ব্যবহার করতে হবে।

তো ইজোয়িক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে যে নিয়ম কানুন গুলো অনুসরণ করতে হবে। সেগুলো হলো-

মনিটাজেশন ওয়েবসাইট থাকতে হবে

আপনি যদি সত্যি সত্যি ইজোয়িক ব্যবহার করতে আগ্রহী থাকেন। তবে প্রথমে আপনার কাছে একটি সাইট থাকতে হবে। সাইট না থাকলে ইজোয়িক দিয়ে কিছুই করা যাবে না।

আর আপনার কাছে একটি সাইট থাকলেই চলবে না। আপনার সাইটে একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক এ মনিটাইজেশন থাকতে হবে।

আর বর্তমানে সবচেয়ে ভালো এড নেটওয়ার্ক হলো গুগল এডসেন্স। তাই আপনারা চেষ্টা করবেন। Ezoic থেকে আয় করার জন্য এডসেন্স এপ্রুভ করানোর।

এডসেন্স এপ্রুভ পেয়ে গেলে, আপনারা Ezoic একাউন্ট তৈরি করে, Ezoic এর বিজ্ঞান দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

টার্গেটেড ট্রাফিক থাকতে হবে

Ezoic মনিটাইজেশন পাওয়ার সব চেয়ে বড় মাধ্যম হলো টার্গেটেড ট্রাফিক/ ভিজিটর। মানে আপনার সাইটে Ezoic এপ্রুভ করতে চাইলে ওয়েবসাইটে বিপুল পরিমানের ভিজিটর থাকতে হবে।

আপনারা Ezoic এর “Terms and conditions” মোতাবেক সাইটে প্রতি মাসে প্রায় 10 হাজার এর বেশি ইউনিক ট্রাফিক থাকতে হবে। তাহলে আপনারা Ezoic এপ্রুভাল নিয়ে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন।

এক্ষেত্রে 10 হাজারে কম টার্গেটেড ট্রাফিক আপনার সাইটে থাকলে, Ezoic মনিটাইজেশন পাবেন না।

ইউনিক কন্টেন্ট থাকে হবে

আমরা সকলেই জানি যে, একটি সাইট এর প্রান হলো আর্টিকেল/ কনটেন্ট। সাইটে কনটেন্ট ছাড়া পরিপূর্ণতা পায় না। তাই কনন্টেট হতে হবে শুদ্ধ এবং ইউনি।

এক্ষেত্রে, আপনাদের সাইটে কনটেন্ট আপলোড করা থাকলেই চলবে না। কনটেন্ট আপলোড করার পাশাপাশি আপনাকে ইউনিক আর্টিলেক লিখতে হবে। কপি করা আর্টিকেল সাইটে প্রকাশ করলে কখনই Ezoic এপ্রুভ হবে না।

উক্ত বিষয় গুলো মাথায় রেখে কাজ করতে পারলে, Ezoic থেকে সহজেই টাকা ইনকাম করা শুরু করতে পারবেন।

Ezoic পেমেন্ট প্রক্রিয়া

আপনি যদি গুগল এডসেন্স এর পেমেন্ট আর Ezoic এর পেমেন্ট এর দিকে তাকান। তাহলে Ezoic সেরা। কারণ এখানে আপনারা 20 ডলার উপার্জন করলেই পেমেন্ট নিতে পারবেন।

আপনারা এখন বলতে পারেন। পেমেন্ট প্রক্রিয়া কি? তাহলে এর উত্তর হিসেবে বলব। Ezoic থেকে ইনকাম করা টাকা উত্তলণ করতে চাইলে আপনাকে পেপাল একাউন্ট ব্যবহার করতে হবে।

এছাড়া, Ezoic থেকে টাকা উত্তলণ করার জন্য গুগল এডসেন্স এর মতো পিন ভেরিফাই করার দরকার হয় না। শুধু “Tex Info দিলেই হয়।

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজকের এই আর্টিকেলে আমরা জানিয়ে দিলাম, Ezoic কি এবং Ezoic থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে।

এখন আপনি যদি এডসেন্স এর বিকল্প হিসেবে টাকা ইনকাম করতে চান? তাহলে উক্ত Ezoic এ একটি একাউন্ট খোলতে পারেন।

আর এই Ezoic সম্পর্কে কোন কিছু জানার থাকলে, আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

Leave a Comment